বুধবারের (২৮ শে ফেব্রুয়ারি, ২০২৪) আবহাওয়া পূর্বাভাস: ৩ থেকে ৫ ই মার্চ আবারও বৃষ্টিপাতের সম্ভাবনা।
আজ বুধবার (২৮ শে ফেব্রুয়ারি, ২০২৪) সকাল ১০ টা বেজে ২০ মিনিটের সময়কার কৃত্রিম ভূ-উপগ্রহ থেকে প্রাপ্ত দৃশ্যমান চিত্র বিশ্লেষণ করে দেখা যাচ্ছে যে ভারতের পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের আকাশ সম্পূর্ণ রূপে মেঘমুক্ত অবস্থায় রয়েছে। শুধু তাই না; ভারতের উত্তর প্রদেশ, বিহার রাজ্যের আকাশও মেঘ মুক্ত অবস্থায় রয়েছে। পূর্ব-ভারত ও বাংলাদেশের বিস্তীর্ণ আকাশ জুড়ে মেঘমুক্ত অবস্থা নির্দেশ এই এলাকার ভূ-পৃষ্ঠের কাছা-কাছি উচ্চতায় বায়ুর উচ্চচাপ অবস্থা বরিাজ করতেছে যা মেঘ সৃষ্টিতে বাঁধা প্রদান করে। ফলে আজ বুধবার সকাল ১১ টার পর থেকে আগামীকাল বৃহঃপতিবার সকাল ১১ টার মধ্যে বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের কোন জেলার উপরে বৃষ্টিপাতের কোন সম্ভাবনা দেখা যাচ্ছে না।

ছবি: কৃত্রিম ভূ-উপগ্রহ থেকে প্রাপ্ত সকাল ১০ টা বেজে ৫০ মিনিট সময়কার মেঘের চিত্র।
বুধবার সকালের সর্বনিম্ন তাপমাত্রা ও আগামীকাল বৃহঃপতিবার কুয়াশা পূর্বাভাস
আজ বুধবার পুরো দেশের মধ্যে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে পঞ্চগড় জেলার তেতুলিয়া উপজেলায় ১২ দশমিক ২ ডিগ্রী সেলসিয়াস। আজ বুধবার সন্ধ্যার পর থেকে আগামীকাল বৃহঃপতিবার সকাল ৮ টার মধ্যে সিলেট বিভাগের সুনামগঞ্জ ও হবিগঞ্জ জেলা, রংপুর বিভাগের কুড়িগ্রাম ও গাইবান্ধা জেলা; খুলনা বিভাগের সাতক্ষীরা, খুলনা, বাগেরহাট জেলা, ময়মনিসংহ বিভাগের শেরপুর ও ময়মনিসংহ জেলা; ও বরিশাল বিভাগের বরগুনা ও ভোলা জেলার উপরে খুব হালকা পরিমাণে কুয়াশা পড়ার সম্ভাবনা রয়েছে ভোর ৪ টার পর থেকে সকাল ৮ টার মধ্যে।
আগামীকাল বৃহঃপতিবার রংপুর বিভাগের পঞ্চগড়, দিনাজপুর ও কুড়িগ্রাম জেলার কোন-কোন উপজেলার উপরে সকাল ৬ টার সময়কার তাপমাত্রা ১১ থেকে ১৩ ডিগ্রী সেলসিয়াস থাকার সম্ভাবনা রয়েছে। দেশের অন্যান্য জেলাগুলো সকাল ৬ টার তাপমাত্রা ১৪ ডিগ্রী সেলসিয়াসের বেশি থাকার সম্ভবানা রয়েছে।
ভারতের পশ্চিমবঙ্গের উপরে বৃষ্টিপাত ও কুয়াশা পূর্বাভাস
আজ বুধবার সকাল ১১ টার পর থেকে আগামীকাল বৃহঃপতিবার সকাল ১১ টার মধ্যে পশ্চিমবঙ্গের কোন জেলার উপরে বৃষ্টিপাতের কোন সম্ভাবনা দেখা যাচ্ছে না।
আজ বুধবার দিবাগত রাত ৩ টার পর থেকে আগামীকাল বৃহঃপতিবার সকাল ৮ টার মধ্যে পশ্চিমবঙ্গের বঙ্গোপসাগরের উপকূলে অবস্থিত এলাকাগুলোর উপরে খুবই হালকা পরিমাণে কুয়াশা পড়ার সম্ভাবনা রয়েছে।
৭ দিনের বৃষ্টিপাত পূর্বাভাস:
মার্চ মাসের প্রথম সপ্তাহে আর একটি পশ্চিমা লঘুচাপ ভারতীয় উপ মহাদেশের উপর দিয়ে অতিক্রম করার সম্ভাবনা রয়েছে। আবহাওয়া পূর্বাভাস মডেলগুলো হতে প্রাপ্ত আজ ২৮ শে ফেব্রুয়ারির পূর্বাভাস অনুসারে মার্চ মাসের ৩ তারিখ (রবিবার) সন্ধ্যার পর থেকে ৫ তারিখ (মঙ্গলবার) রাত ১২ টার মধ্যে ভারতের পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের উপরে হালকা থেকে মাঝারি পরিমাণে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অপেক্ষাকৃত বেশি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে মার্চ মাসের ৪ তারিখে। সর্বশেষ পূর্বাভাস অনুসারে এবারেও অপেক্ষাকৃত বেশি পরিমাণে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে সিলেট, ময়মনিসংহ সকল জেলা ও ঢাকা বিভাগের কিশোরগঞ্জ জেলা এবং চট্টগ্রাম বিভাগের ব্রাক্ষমণবাড়িয়া ও কুমিল্লা জেলার উপরে।

ছবি: ইউরোপিয়ান ইউনিয়নের আব হাওয়া পূর্বাভাস মডেল অনুসারে মার্চ মাসের ৩ তারিখ (রবিবার) সন্ধ্যার পর থেকে ৫ তারিখ (মঙ্গলবার) রাত ১২ টার মধ্যে ভারতের পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের উপরে সম্ভব্য বৃষ্টিপাতের স্থান ও বৃষ্টিপাতের মোট পরিমাণ (আজ ২৮ শে ফেব্রুয়ারির পূর্বাভাস অনুসারে)
বিশেষ দ্রষ্টব্য:
উপরে উল্লেখিত পূর্বাভাস আবহাওয়া পূর্বাভাস মডেল, রাডার ও কৃত্রিম ভূ-উপগ্রহ থেকে প্রাপ্ত তথ্য বিশ্লেষণ করে তৈরি করা হয়েছে। কোন স্থানের আবহাওয়া ১ থেকে ৩ ঘন্টার ব্যবধানে উল্লেখযোগ্য পরিমাণে পরিবর্তন হতে পারে।

