শনিবার দিবাগত রাতের কুয়াশা পূর্বাভাস সংশোধন
আজ শনিবার দুপুর ১২ টার সময় দেওয়া পূর্বাভাসে উল্লেখ করা হয়েছিল যে আজ শনিবার দিবাগত রাতে দেশের বেশিভাগ জেলা কুয়াশার চাদরে ঢাকা থাকার সম্ভাবনা রয়েছে। রাত ১২ টার সময় কৃত্রিম ভূ-উপগ্রহ থেকে প্রাপ্ত চিত্র বিশ্লেষণ করে দেখা যাচ্ছে যে পশ্চিমা লঘুচাপের অগ্রবর্তী অংশ খুব দ্রুত গতিতে ভারতের পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের উপরে পৌঁছে গেছে। যার কারণে ভারতের পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের ভূ-পৃষ্ঠের উপরে বায়ুর দ্রুত কমে যাওয়া শুরু করেছে। ফলে আজ রাতে শুধুমাত্র রংপুর বিভাগের বেশিভাগ জেলাগুলোর উপরে মাঝারি থেকে ঘন কুয়াশা, ও রাজশাহী, ময়মনসিংহ, খুলনা ও ঢাকা বিভাগের অল্প কিছু জেলার উপরে হালকা থেকে মাঝারি ঘনত্বের কুয়াশার উপস্থিতি থাকার সম্ভাবনা রয়েছে। আজ রাতে খুলনা বিভাগের দক্ষিণের জেলাগুলো, বরিশাল, চট্টগ্রাম, সিলেট বিভাগের জেলাগুলোর উপরে কুয়াশা না থাকার প্রবল সম্ভাবনা দেখা যাচ্ছে।
আগামীকাল রবিবার দুপুর ১২ টার মধ্যে রংপুর বিভাগের জেলাগুলোর উপরে থেকে কুয়াশা সরে গিয়ে সূর্যের আলো দেখা যাওয়ার সম্ভাবনা রয়েছে।
রাজশাহী, ময়মনসিংহ, খুলনা ও ঢাকা বিভাগের যে সকল জেলার উপরে হালকা থেকে মাঝারি ঘনত্বের কুয়াশার উপস্থিতি থাকার সম্ভাবনা রয়েছে তা সকাল ১০ টার মধ্যে সরে গিয়ে সূর্যের আলো দেখা যাওয়ার সম্ভাবনা রয়েছে।
আজ রাতে পশ্চিমবঙ্গের উত্তরের জেলাগুলো ছাড়া অন্যান্য সকল জেলার উপরে কুয়াশা না পড়ার সম্ভাবনা বেশি।


