একটি বেসরকারি আবহাওয়া পূর্বাভাস ওয়েবসাইট যা বাংলা ভাষায় আবহাওয়া পূর্বাভাস প্রদান করে থাকে একাধিক আবহাওয়া পূর্বাভাস মডেল, কৃত্রিম ভূ-উপগ্রহ ও রাডার থেকে প্রাপ্ত তথ্য বিশ্লেষণের মাধ্যমে।

Breaking News :
কাল বৈশাখী

শুক্রবারের আবহাওয়া পূর্বাভাস (২রা মে, ২০২৫): দুপুর ১২ টা পর্যন্ত প্রযোজ্য

Blog Image
Email : 301k 12k

শুক্রবারের আবহাওয়া পূর্বাভাস (২রা মে, ২০২৫): দুপুর ১২ টা পর্যন্ত প্রযোজ্য 

আজ শুক্রবার (২রা মে, ২০২৫) সকাল ৭ টা বেজে ৪০ মিনিটের সময় জাপানের কৃত্রিম ভূ-উপগ্রহ থেকে প্রাপ্ত চিত্র বিশ্লেষণ করে দেখা যাচ্ছে যে বাংলাদেশের বেশিভাগ জেলার আকাশ মেঘ-মুক্ত রয়েছে। আবহাওয়া পূর্বাভাস মডেলগুলো নির্দেশ করতেছে আজ শুক্রবার ও আগামী ২ দিন (২, ৩, ৪) বাংলাদেশে কালবৈশাখী ঝড়ের সক্রিয়তা অপেক্ষাকৃত কম থাকার সম্ভাবনার কথা। আজ দুপুর ১২ টার পূর্বে দেশের বেশিভাগ জেলায় বৃষ্টির কোন সম্ভাবনা দেখা যাচ্ছে না। বিশেষ করে রংপুর, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, সিলেট বিভাগে দুপুর ১২ টার পূর্বের বৃষ্টিপাতের সম্ভাবনা নাই বললেই চলে।

সকাল ১০ টার পর থেকে দুপুর ৩ টার মধ্যে রাজশাহী, ঢাকা, খুলনা ও ময়মনিসংহ বিভাগের মধ্যবর্তী জেলাগুলোর কোন-কোন স্থানে বজ্রপাত সহ হালকা পরিমাণে বৃষ্টির অল্প কিছু সম্ভাবনা রয়েছে। 


বিশেষ দ্রষ্টব্য: দুপুর ১২ টার পরে জেলা ও বিভাগ ভিত্তিক পূর্বাভাস প্রকাশ করা হবে মেঘের বৈশিষ্ট্য বিশ্লেষণ করার পরে।  


#Bangladesh #Rainfallforecast #SevereThunderstormWatch #thunderstorm 

Related Post