একটি বেসরকারি আবহাওয়া পূর্বাভাস ওয়েবসাইট যা বাংলা ভাষায় আবহাওয়া পূর্বাভাস প্রদান করে থাকে একাধিক আবহাওয়া পূর্বাভাস মডেল, কৃত্রিম ভূ-উপগ্রহ ও রাডার থেকে প্রাপ্ত তথ্য বিশ্লেষণের মাধ্যমে।

Breaking News :
কাল বৈশাখী

বৃহ্ঃপতিবারের (আগস্ট১০, ২০২৩) আবহাওয়া পূর্বাভাস

Blog Image
Email : 4848k 12k

বৃহ্ঃপতিবারের (আগস্ট১০, ২০২৩) আবহাওয়া পূর্বাভাস

বন্যা ও পাহাড় ধ্বসের ঝুঁকি:

গতকাল বুধবার থেকে আজ বৃহ্ঃপতিবার পর্যন্ত চট্টগ্রাম, কক্সবাজার ও পার্বত্য চট্টগ্রামের জেলাগুলোর উপরে অপেক্ষাকৃত কম বৃষ্টি হয়েছে ফলে বন্যা ও জালবদ্ধতা পরিস্থিতির আরও উন্নতি আশা করা যাচ্ছে। বাংলাদেশ সরকারের বন্যা পূর্বাভাস ও নিয়ন্ত্রণ কেন্দ্রের ওয়েবসাইট হতে প্রাপ্ত সর্বশেষ তথ্য অনুসারে বান্দরবন জেলা লামা উপজেলায় মাতামুহুরি নদীর পানি বন্যা বিপদসীমার নিচে নেমে এসেছে। একই ভাবে কক্সবাজার জেলার চকরিয়া উপজেলায় একই নদীর পানি বন্যা বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হওয়া শুরু করেছে। বান্দরবন জেলার সদর উপজেলা দিয়ে প্রবাহিত সাঙ্গু নদীর পানি এখনও বন্যা বিপদসীমার প্রায় ১ মিটার উপর দিয়ে ও চট্টগ্রাম জেলার চান্দানাইশ উপজেলার পয়েন্টে একি নদীর পানি বন্যা বিপদসীমার প্রায় ১৫ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। উভয় নদীর উজানে অবস্থিত পয়েন্টে থেকে বন্যার পানি ভাটি এলাকার নেমে আসার সাথে-সাথে উপকূলীয় এলাকার উপজেলাগুলো প্লাবিত হওয়া আশংকা করা যাচ্ছে।

গত ৯ দিন ধরে অনবরত বৃষ্টিপাতের ফলে চট্টগ্রাম, কক্সবাজার ও পার্বত্য চট্টগ্রামের পাহাড়ি এলাকার মাটি পানি দ্বারা সম্পৃক্ত হয়েছে ও গত কয়েক দিনে একাধিক স্থানে পাহাড় ধ্বসের সংবাদ পাওয়া গেছে সেই সাথে মানুষের মৃত্যুর সংবাদ। আগামী ২/৩ দিনও পাহাড় ধ্বস হওয়ার প্রবল ঝুঁকি রয়েছে। ফলে নিরাপদ আশ্রয়ে থাকা মানুষদের এখনই ঝুঁকিপূর্ণ স্থানে থাকা বাড়ি-ঘড়ে ফিরে বসবাস করা পুরোপুরি নিরাপদ না।

সমুদ্রে উত্তাল অবস্থা বিরাজ করার সম্ভাবনা:

আজ বৃহঃপতিবার চট্টগ্রাম বিভাগের উপকূলীয় এলাকার জেলাগুলোর সমুদ্র কিছুটা উত্তাল থাকার সম্ভাবনা রয়েছে যেহেতু এখনও ঘন মেঘের সৃষ্টি হচ্ছে ও উচ্চগতির বাতাস প্রবাহিত হচ্ছে চট্টগ্রাম ও কক্সবাজার জেলার উপকূলের দিকে।

বাংলাদেশের বিভিন্ন বিভাগ ও ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের বিভিন্ন জেলার উপরে সম্ভব্য আবহাওয়ার নিম্নরূপ অবস্থা বিরাজ করার সম্ভাবনা দেখা যাচ্ছে:


চট্টগ্রাম বিভাগ: আজ বৃহঃপতিবার চট্টগ্রাম বিভাগের সকল জেলার উপরে দিনের বিভিন্ন সময়ে বিভিন্ন মানের বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। আজ সকাল ৬ টার পর থেকে চট্টগ্রাম, রাঙ্গামাটি, খাগড়াছড়ি ও কুমিল্লা জেলায় যে বৃষ্টি হচ্ছে তা দুপুর পর্যন্ত অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে।

বরিশাল বিভাগ: আজ বৃহঃপতিবার বরিশাল বিভাগের সকল জেলার উপরে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দিনের বিভিন্ন সময়ে। বিশেষ করে বরিশাল, বরগুনা, ভোলা ও পটুয়াখালী জেলার উপরে সকল ৯ টার পর থেকে দুপুর ৩ টার মধ্যে।

ঢাকা বিভাগ: আজ বৃহঃপতিবার ঢাকা বিভাগের সকল জেলার উপরে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আজকের তবে কোন-কোন জেলায় বিচ্ছিন্ন ভাবে খুব অল্প সময়ের জন্য গুড়ি-গুড়ি বৃষ্টি হতে পারে। বিশেষ করে পদ্মা নদীর দুই পাশের জেলাগুলোর উপরে। সকাল ১০ টার পর থেকে দুপুর ৩ টার মধ্যে ফরিদপুর, মাদারীপুর, গোপালগঞ্জ, শরিয়তপুর, রাজবাড়ি জেলার উপর হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

দুপুর ১২ টার পর থেকে সন্ধ্যা ৭ টার মধ্যে মানিকগঞ্জ, টাঙ্গাইল, গাজীপুর, কিশোরগঞ্জ, ঢাকা, নরসিংদী, মুন্সিগন্জ, ও নরায়নগন্জ জেলার উপর দিয়ে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টি অতিক্রম করার প্রবল সম্ভাবনা রয়েছে।

আজ ঢাকা শহরে ১ থেকে ২ বার বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। গতকালের মতো আজকেও দুপুর ১ টার পর থেকে বিকেল ৫ টার মধ্যে ঢাকা শহরের উপর দিয়ে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টি অতিক্রম করার সম্ভাবনা রয়েছে। সেই সাথে ঢাকা শহরের কোন-কোন এলাকার উপরে ভারি বৃষ্টির সম্ভাবনা। আজকে ঢাকা শহরে উপরে বৃষ্টি দক্ষিণ-পূর্ব দিক থেকে প্রবেশ করার সম্ভাবনা রয়েছে ফলে ঢাকার দক্ষিণ দিকের এলাকাগুলোতে ভারি বৃষ্টির সম্ভাবনা বেশি। আজকে নারায়নগন্জ ও মুন্সিগন্জ জেলার উপরে মাঝারি থেকে ভারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দুপুর ১২ টার পর থেকে বিকেল ৪ টার মধ্যে।

রাজশাহী বিভাগ: আজ বৃহঃপতিবার দুপুর ১২ টার পর থেকে বিকেল ৬ টার মধ্যে রাজশাহী বিভাগের সকল জেলাগুলোর উপরে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টির প্রবল সম্ভাবনা রয়েছে। আজ বৃষ্টিপাতের সম্ভাবনা বেশি রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, বগুড়া, ও সিরাজগঞ্জ জেলার উপরে।

খুলনা বিভাগ: আজ বৃহঃপতিবার খুলনা বিভাগের সকল জেলার উপর বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিশেষ করে সাতক্ষীরা, খুলনা ও বাগেরহাট জেলার উপরে সকাল ১০ টার পর থেকে দুপুর ৩ টার মধ্যে ও খুলনা বিভাগের উত্তরের জেলাগুলোর উপরে বিশেষ করে কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, মেহেরপুর জেলার উপরে দুপুর ১২ টার পর থেকে সন্ধ্যা ৭ টার মধ্যে হালকা মানের বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দুপুর ১ টার পর থেকে বিকেল ৪ টার মধ্যে খুলনা, চুয়াডাঙ্গা, যশোর ও মাগুরা জেলার অনেক উপজেলার উপর হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

ময়মনসিংহ বিভাগ: আজ বৃহঃপতিবার সকাল ১০ টার পর থেকে দুপুর ৩ টার মধ্যে নেত্রকোনা জেলা ও দুপুর ৩ টার পর থেকে রাত ৮ টার মধ্যে ময়মনিসংহ বিভাগের অন্যান্য জেলাগুলোর উপরে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। রাতে আবারও নেত্রকোনা জেলার উপরে বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

সিলেট বিভাগ: আজ বৃহঃপতিবার দিনের বেলা সিলেট বিভাগের জেলাগুলোর উপরে একাধিকবার বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সকল ১০ পর থেকে দুপুর ৩ টার মধ্যে সুনামগঞ্জ ও সিলেট জেলার মেঘালয় পর্বত এলাকার উপজেলাগুলোর উপরে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টি প্রবল সম্ভাবনা রয়েছে। এর পরে দুপুর ১২ টার পর থেকে সন্ধ্যা ৬ টার মধ্যে সিলেট বিভাগের জেলাগুলোর উপরে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

রংপুর বিভাগ: আজ বৃহঃপতিবার সকাল ১০ টার পর থেকে বিকেল ৬ টার মধ্যে রংপুর বিভাগের কুড়িগ্রাম, লালমনিরহাট, রংপুর জেলার উপরে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। রাত ৮ টার পর থেকে শুক্রবার ভোর পর্যন্ত রংপুর বিভাগের সকল জেলার উপরে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে।

পশ্চিমবঙ্গের উপর বৃষ্টিপাত পূর্বাভাস:

আজ বৃহঃপতিবার পশ্চিমবঙ্গের উত্তর ও মধ্য অঞ্চলের জেলাগুলোর উপর মাঝারি থেকে ভারি বৃষ্টি অতিক্রম করার প্রবল সম্ভাবনা রয়েছে। আজ দুপুর ১২ টার পর থেকে রাত ৮ টার মধ্যে উত্তর ও দক্ষিণ দিনাজপুর, মালদহ, দার্জিলিং, জলপাইগুড়ি, কুচবিহার, আলিপুর-দুয়ার জেলার উপরে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সকাল ৯ টার পর থেকে বিকেল ৫ টার মধ্যে মেদনিপুর, বর্ধমান, বান্কুরা, হাওড়া, নদীয়া, চব্বিশ পরগনা জেলার উপরে মাঝারি থেকে ভারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

 


ছবি: জাপানের কৃত্রিম ভূ-উপগ্রহ থেকে প্রাপ্ত সকাল ৮ টার মেঘের চিত্র দক্ষিণ এশিয়ার দেশগুলোর উপরে।

ছবি: জাপানের কৃত্রিম ভূ-উপগ্রহ থেকে প্রাপ্ত সকাল ৮ টা বেজে ৩০ মিনিটের মেঘের চিত্র বাংলাদেশের উপরে।

Related Post