শুক্রবারের আবহাওয়া পূর্বাভাস (জানুয়ারি ০৮, ২০২৬)
আজ শুক্রবার সকাল ১০ টা বেজে ৫০ মিনিটের সময় ইউরোপিয়ান ইউনিয়নের কৃত্রিম ভূ-উপগ্রহ থেকে প্রাপ্ত কুয়াশার চিত্র বিশ্লেষণ করে দেশের মাত্র ১৫ টি জেলার উপরে কুয়াশার উপস্থিতি লক্ষ করা গেছে। বিশেষ করে রংপুর বিভাগের দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়, গাইবান্ধা, কুড়িগ্রাম জেলা, ময়মনসিংহ বিভাগের শেরপুর ও ময়মনসিংহ জেলা; চট্টগ্রাম বিভাগের ব্রাক্ষণবাড়িয়া, কুমিল্লা, ফেনী, লক্ষ্মীপুর জেলার উপরে হালকা থেকে মাঝারি ঘনত্বের কুয়াশার উপস্থিতি দেখা যাচ্ছে যা দুপুর ১ টার মধ্যে শেষ হয়ে সূর্যে আলো দেখা যাওয়ার সম্ভাবনা রয়েছে।
আগামীকাল সকাল ১০ টার পূর্বে দেশের বেশিভাগ জেলার উপরে সূর্যের আলো দেখা যাওয়ার সম্ভাবনা রয়েছে রংপুর বিভাগের জেলাগুলো ছাড়া। রংপুর বিভাগের জেলাগুলোর উপরে সকাল ১১ টার পর্যন্ত অপেক্ষা করতে হতে পরে সূর্যের আলো দেখা যাওয়ার জন্য।
আজ রাতে রংপুর, রাজশাহী, সিলেট, চট্টগ্রাম, ময়মনসিংহ বিভাগের জেলগুলোর উপরে হালকা থেকে মাঝারি মানের কুয়াশার উপস্থিতি থাকার আশংকা করা যাচ্ছে। ভারতের পশ্চিমবঙ্গ ও বিহার রাজ্য থেকে মাঝারি থেকে ভারি ঘনত্বের কুয়াশা বাংলাদেশের দিয়ে অগ্রসর হচ্ছে যা আজ আবারও সন্ধ্যার পর থেকে রংপুর ও রাজশাহী বিভাগের জেলাগুলোর উপর দিয়ে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশের আশংকা করা যাচ্ছে।
শৈত্যপ্রবাহ আপডেট (৯ই জানুয়ারি, ২০২৬)
আজ শুক্রবার (৯ই জানুয়ারি, ২০২৬) সকাল ৬ টার সময় দেশের ৮ টি বিভাগের মধ্যে ৩ টি বিভাগের উপরে শৈত্য-প্রবাহ তাপমাত্রা (১০ ডিগ্রী সেলসিয়াসের নিচে) রেকর্ড করা হয়েছে। আজ পুরো দেশের মধ্যে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে পঞ্চগড় জেলার তেতুলিয়া উপজেলায় ৭ দশমিক ৫ ডিগ্রী সেলসিয়াস। এছাড়া চুয়াডাঙ্গা জেলায় ৯ ডিগ্রী, নওগাঁ জেলার বাদলগাছি উপজেলায় ৯ দশমিক ৪ ডিগ্রী সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। আজ ঢাকা বিমান বন্দরে ১২ ডিগ্রী সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।
শুক্রবার রাতে নৌযান চলাচলে বিশেষ সতর্কতা:
===============================
আজ শুক্রবার রাতে নৌ-পথে অপেক্ষাকৃত হালকা পরিমাণে কুয়াশার উপস্থিতি থাকার সম্ভাবনা রয়েছে যমুনা, তিস্তা, আত্রাই নদী উপরে।
শুক্রবার রাতে সড়ক পথে চলাচলে বিশেষ সতর্কতা:
==================================
আজ শুক্র বার রাতে রংপুর ও রাজশাহী বিভাগের বিভিন্ন সড়ক ও মহাসড়ক গুলোর উপরে হালকা থেকে মাঝারি ঘনত্বের কুয়াশা থাকার আশংকা করা যাচ্ছে। বিশেষ করে পঞ্চগড়-ঢাকা, রাজশাহী-ঢাকা মহাসড়কের উপর দিয়ে চলাচল করা সকল যানবাহনকে গতি নিয়ন্ত্রণ করে খুবই সাবধানতা অবলম্বন করার পরামর্শ দেওয়া যাচ্ছে।

