ভূমিকম্প আপডেট: ২ দিনে ৪ টি ভূমিকম্পে কেপে উঠলো বাংলাদেশ।
আমেরিকান ভূতাত্ত্বিক অধিদপ্তর থেকে পাওয়া তথ্য অনুসারে আজ সন্ধ্যা ৬ টা বেজে ৬ মিনিটের সময় নরসিংদী জেলায় উপরে সংঘটিত ভূমিকম্পটির মাত্রা ছিল ৪ দশমিক ৩। ভূমিকম্পটির সঠিক উৎপত্তিস্থল হলও নরসিংদী জেলা শহর থেকে ১৪ কিলোমিটার পশ্চিম ও দক্ষিণ-পশ্চিম দিকে ২৩ দশমিক ৯৩ উত্তর অক্ষাংশ ও ৯০ দশমিক ৬০ পূর্ব দ্রাঘিমাংশের উপরে। আজকের ভূমিকম্পটিও ভূ-পৃষ্ঠ থেকে ১০ কিলোমিটার গভীরে সংঘটিত হয়েছে। গতকালের ৫ দশমিক ৭ মাত্রার ভূমিকম্পটি যে স্থানে সংঘটিত হয়েছিল আজ সন্ধ্যার সময় ৪ দশমিক ৩ মাত্রার ভূমিকম্পটি প্রথম ভূমিকম্পের ১০ কিলোমিটারের মধ্যেই সংঘটিত হয়েছে।
আজ শনিবার সকাল ১০টা ৩৬ মিনিট ১২ সেকেন্ডে নরসিংদী জেলার পলাশ উপজেলায় ৩ দশমিক ৩ মাত্রার ২য় ভূমিকম্পটি অনুভূত হয়। আজ শনিবার সন্ধ্যা ৬ টা বেজে ৬ মিনিট ৪ সেকেন্ডে রিখটার স্কেলে ৩ দশমিক ৭ মাত্রার একটি ভূমিকম্প হয় ঢাকা জেলার বাড্ডা উপজেলায়।
ফলে আজ শনিবার সকাল থেকে সন্ধার মধ্যে যে ৩ টি ভূমিকম্প সংঘটিত হয়েছে গতকাল শুক্রবারের ভূমিকম্পের আফটার-শক ভূমিকম্প হিসাবেই চিহ্নিত করা হবে। এখানে উল্লেখ্য যে প্রথম ভূমিকম্পে মান যত বেশি হবে আফটার শক ভূমিকম্প সংঘটিত হওয়ার ঝুঁকি তত দীর্ঘ সময় ধরে স্থায়ী হবে।
এখানে উল্লেখ্য যে ২০২৩ সালে তুরস্ক ও সিরিয়া সীমান্তে ৭ দশমিক ৮ মাত্রার যে ভয়ংকর ভূমিকম্প সংঘটিত হয়েছিল তার পরে ১০ দিন ধরে আফটার শক ভূমিকম্প সংঘটিত হয়েছিল। ফলে নরসিংদী জেলায় শুক্রবার ৫ দশমিক ৭ মাত্রার যে ভূমিকম্প সংঘটিত হয়েছের তার আফটার-শক ভূমিকম্প হওয়ার ঝুঁকি রয়েছে আরও ২ থেকে ৪ দিন পর্যন্ত। ফলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা-কার্যক্রম সাময়িক ভাবে বন্ধ করে হলগুলো খালি করার সিদ্ধান্ত সঠিক বলে মনে করি যদিও শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রম ক্ষতিগ্রস্ত হওয়ার আশংকা করা যাচ্ছে।

