মঙ্গলবারের (১৮ ই নভেম্বর, ২০২৫) বৃষ্টিপাত ও কুয়াশা পূর্বাভাস
আজ মঙ্গলবার সকাল ৬ টা বেজে ৩০ মিনিটের সময় জাপানের কৃত্রিম ভূ-উপগ্রহ থেকে প্রাপ্ত দৃশ্যমান মেঘের চিত্র বিশ্লেষণ করে দেখা যাচ্ছে যে বাংলাদেশের ৮ টি বিভাগের সকল জেলার আকাশ সনম্পূর্ন রূপে মেঘ মুক্ত অবস্থায় রয়েছে। শুধুমাত্র চট্রগ্রাম বিভাগের পার্বত্য চট্রগ্রামের পাহাড়ি এলাকাগুলোর কোন-কোন উপজেলার উপরে হালকা পরিমাণে কুয়াশার উপস্থিতি দেখা যাচ্ছে যা সকাল ৯ টার মধ্যে সরে গিয়ে রোদ্দৌজ্জল আবহাওয়া বিরাজ করার সম্ভাবনা রয়েছে। আজ মঙ্গলবার সকাল ৭ টার পর থেকে আগামীকাল বুধবার সকাল ৮ টা পর্যন্ত বাংলাদেশের, ভারতের পশ্চিম বঙ্গ রাজ্য ও ত্রিপুরা রাজ্যের কোন জেলার উপরে বৃষ্টিপাতের কোন সম্ভাবনা নাই।
কুয়াশা পূর্বাভাস
================
আজ ভোর ৪ টার পর থেকে আগামীকাল বুধবার সকাল ৮ টার মধ্যে রংপুর, রাজশাহী, ও ময়মনিসংহ বিভাগের বিভিন্ন জেলার উপরে হালকা থেকে মাঝারি ঘনত্বের কুয়াশায় উপস্থিতি থাকার আশংকা করা যাচ্ছে।
১০ দিনের বৃষ্টিপাত পূর্বাভাস:
=====================
আগামী ২৯ শে নভেম্বর পর্যন্ত বাংলাদেশের উপরে বৃষ্টিপাতের কোন সম্ভাবনা দেখা যাচ্ছে না আজ ১৮ ই নভেম্বর পর্যন্ত পাওয়া সর্বশেষ আবহাওয়া পূর্বাভাস অনুসারে। ফলে জমিতে থাকা পাকা আমন ধান কাটা ও মাড়াই করা এবং শীতকালীন শাক-সবজি চাষের জন্য রোদ্দৌজ্জল আবহাওয়া বিরাজ করার সম্ভাবনা রয়েছে পুরো নভেম্বর মাস জুড়ে।
ঘুর্নিঝড় আপডেট
===============
আজ ১৮ ই নভেম্বর পর্যন্ত পাওয়া সর্বশেষ আবহাওয়া পূর্বাভাস অনুসারে নভেম্বর মাসে বাংলাদেশের উপকূলে কোন ঘুর্নিঝড় আঘাত করার কোন সম্ভাবনা দেখা যাচ্ছে না।

