একটি বেসরকারি আবহাওয়া পূর্বাভাস ওয়েবসাইট যা বাংলা ভাষায় আবহাওয়া পূর্বাভাস প্রদান করে থাকে একাধিক আবহাওয়া পূর্বাভাস মডেল, কৃত্রিম ভূ-উপগ্রহ ও রাডার থেকে প্রাপ্ত তথ্য বিশ্লেষণের মাধ্যমে।

Breaking News :
আবহাওয়ার পূর্বাভাস

বৃহস্পতিবারের বৃষ্টিপাত ও কুয়াশা পূর্বাভাস (২০ ই নভেম্বর, ২০২৫)

Blog Image
Email : 72k 12k
বৃহস্পতিবারের (২০ ই নভেম্বর, ২০২৫) বৃষ্টিপাত ও কুয়াশা পূর্বাভাস
আজ বৃহস্পতিবার সকাল ১১ টার সময় জাপানের কৃত্রিম ভূ-উপগ্রহ থেকে প্রাপ্ত দৃশ্যমান মেঘের চিত্র বিশ্লেষণ করে দেখা যাচ্ছে যে বাংলাদেশের ৮ টি বিভাগের মধ্যে ৭ টি বিভাগের সকল জেলার আকাশ সম্পূর্ন রূপে মেঘ মুক্ত অবস্থায় রয়েছে। শুধুমাত্র চট্রগ্রাম বিভাগের পার্বত্য চট্রগ্রামের কক্সবাজার ও বান্দরবান জেলার কোন-কোন উপজেলার উপরে হালকা পরিমাণে মেঘের উপস্থিতি দেখা যাচ্ছে। আজ সকাল ১১ টার পর থেকে আগামীকাল শুক্রবার সকাল ৮ টা পর্যন্ত শুধুমাত্র চট্রগ্রাম বিভাগের পার্বত্য চট্রগ্রামের কক্সবাজার ও বান্দরবান জেলার কোন-কোন উপজেলার উপরে হালকা পরিমাণে বৃষ্টির সামান্য সম্ভাবনা রয়েছে। বাংলাদেশের অন্য কোন জেলা ও ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের উপরে বৃষ্টিপাতের সম্ভাবনা নাই বলেই চলে।


কুয়াশা পূর্বাভাস
================
আজ রাত ১২ টার পর থেকে আগামীকাল শুক্রবার সকাল ৮ টার মধ্যে রংপুর বিভাগের কুড়িগ্রাম, গাইবান্ধা, ও লালমনিরহাট জেলা এবং চট্রগ্রাম বিভাগের পার্বত্য চট্রগ্রামের বিভিন্ন জেলার উপরে হালকা থেকে মাঝারি ঘনত্বের কুয়াশায় উপস্থিতি থাকার আশংকা করা যাচ্ছে।
১০ দিনের বৃষ্টিপাত পূর্বাভাস:
=====================
আগামী ২৮ শে নভেম্বর পর্যন্ত বাংলাদেশের উপরে বৃষ্টিপাতের কোন সম্ভাবনা দেখা যাচ্ছে না আজ ২০ ই নভেম্বর পর্যন্ত পাওয়া সর্বশেষ আবহাওয়া পূর্বাভাস অনুসারে। ফলে জমিতে থাকা পাকা আমন ধান কাটা ও মাড়াই করা এবং শীতকালীন শাক-সবজি চাষের জন্য রোদ্দৌজ্জল আবহাওয়া বিরাজ করার সম্ভাবনা রয়েছে পুরো নভেম্বর মাস জুড়ে।
ঘুর্নিঝড় আপডেট
===============
আগামী ২৫ শে নভেম্বর দক্ষিন বঙ্গপোসাগরে একটি লঘুচাপ সৃষ্টির আশংকা করা যাচ্ছে। তবে আজ ২০ ই নভেম্বর পর্যন্ত পাওয়া সর্বশেষ আবহাওয়া পূর্বাভাস অনুসারে এই লঘুচাপ থেকে সৃষ্টি হওয়া সাম্ভব্য ঘুর্ণিঝড়টি বাংলাদেশের উপকূলে আসার সম্ভাবনা খুবই কম। সাম্ভব্য ঘুর্ণিঝড়টি ভারতের অন্ধ্রপ্রদেশের উপকূলে আঘাত করার আশংকা করা যাচ্ছে। এবে সাম্ভব্য এই ঘুর্নিঝড়ের কারণে ৩০ শে নভেম্বর থেকে ডিসেম্বর মাসের ২ তারিখ পর্যন্ত বাংলাদেশের উপরে খুবই হালকা মানের বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে না।

Related Post