ফেনী জেলার ফুল-গাজী ও পরশুরাম উপজেলায় বন্যার প্রবল আশংকা করা যাচ্ছে।
বাংলাদেশ সরকারের বন্যা পূর্বাভাসও সতর্কীকরণ কেন্দ্রের তথ্য ফেনী জেলার পরশুরাম উপজেলায় মহুরি নদীর পানি আজ সোমবার সকাল ৬ টার পর থেকে দুপুর ১ টা বেজে ৩০ মিনিটের মধ্যেপ্রায় ১৫ ফুট বৃদ্ধি পেয়েছে। আজ সন্ধ্যার মধ্যে ফেনী জেলার ফুল-গাজী ও পরশুরাম উপজেলায় ব্যাপক বন্যা হওয়ার প্রবল প্রবল আশংকা করা যাচ্ছে।
ভারতের ত্রিপুরা রাজ্যের দক্ষিণ দিকে মুহুরি নদীর ভারত অংশের ৩০ কিলোমিটার উজানে কালসি ব্যারেজ নামে একটি ব্যারেজ আছে, এই ব্যারেজের উপরে মুহুরি নদীর উজানে ১৮ কিলোমিটার উপরে মুহুরি নদীর উৎস এবং কানেক্টিং ক্যানেল আছে কয়েকটা। যেগুলোতে পানি স্টোর করে রাখা যায় কৃষি কাজের জন্য।
যেহেতু আবারও উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে একটি মৌসুমি লঘু-চাপ সৃষ্টির আশংকা করা যাচ্ছে ২৩/২৪ শে জুলাইযার কারণে ভারতের ত্রিপুরা রাজ্যের উপরে ২৪ শে জুলাই থেকে২৮ শে জুলাই পর্যন্ত ভারি থেকে খুবই ভারি মানের বৃষ্টির আশংকা করা যাচ্ছে তাই ত্রিপুরা রাজ্য কর্তৃপক্ষে আগে থেকে পানি সংরক্ষণ বাঁধগুলো খালে করে ফেলার জন্য খুলে দিয়েছে যাতে করে ২৩ শে জুলাই এর মধ্যে সকল বাঁধ খালি হয়ে যায়।
ছবিতে ভারতের ত্রিপুরা রাজ্যের মুহুরি নদীর উপরে কালসি ব্যারেজ এর অস্থান লাল রং এর গোল বৃত্তের মাধ্যমে চিহ্নিত করা হয়েছে। সেই সাথে মুহুরি নদীর গতিপথ লাল লাইনের মধ্যমে নির্দেশ করা হয়েছে। মহুরি নদী ফেনী জেলার পরশুরাম উপজেলার যে অংশ দিয়ে বাংলাদেশে প্রবেশ করেছে তাও লাল রং এর গোল বৃত্তের মাধ্যমে চিহ্নিত করা হয়েছে।
কালসি ব্যারেজে পানি জমিয়ে রেখে ছেড়ে দেয়ার মত কোন কাহিনী আছে কিনা তা যৌথ নদী কমিশন খতিয়ে দেখতে পারে৷ সাম্প্রতিক কালের হাই রেজুলেশনের পেইড বাণিজ্যিক স্যাটেলাইট ইমেজ দেখলেও হয়তো অনেক কিছু বুঝা যেতে পারে। কালসি ব্যারেজের আপ ও ডাউন স্টীমের ওয়াটার লেভেলের তথ্য পাওয়াও আমাদের জন্য জরুরী।
মোস্তফা কামাল পলাশ
আবহাওয়া ও জলবায়ু গবেষক
সাসকাচোয়ান বিশ্ববিদ্যালয়, কানাডা
প্রধান আবহাওয়াবিদ, আবহাওয়া ডট কম।