একটি বেসরকারি আবহাওয়া পূর্বাভাস ওয়েবসাইট যা বাংলা ভাষায় আবহাওয়া পূর্বাভাস প্রদান করে থাকে একাধিক আবহাওয়া পূর্বাভাস মডেল, কৃত্রিম ভূ-উপগ্রহ ও রাডার থেকে প্রাপ্ত তথ্য বিশ্লেষণের মাধ্যমে।

বন্যা

বৃহস্পতিবারের আবহাওয়া পূর্বাভাস (১০ ই জুলাই, ২০২৫): ঢাকা শহরের উপরে বৃষ্টির সম্ভাবনা প্রায় ১০০%

Blog Image
Email : 480k 12k

বৃহস্পতিবারের আবহাওয়া পূর্বাভাস (১০ ই জুলাই, ২০২৫):ঢাকা শহরের উপরে বৃষ্টির  সম্ভাবনা প্রায় ১০০% 

ঢাকা শহরের উপরে দিয়ে মাঝারি থেকে ভারি মানের বৃষ্টি অতিক্রমের সম্ভাবনা প্রায় ১০০% দুপুর ১২ টা বেজে ৩০ মিনিটের পর থেকে দুপুর ৩ টার মধ্যে।
সকাল ১১ টা বেজে ৪৫ মিনিটের পর থেকে বিকেল ৫ টার মধ্যে বরিশাল, ঢাকা, ও চট্রগ্রাম বিভাগের উত্তর দিকে সকল জেলার উপর দিয়ে মাঝারি থেকে ভারি মানের বৃষ্টি অতিক্রমের প্রবল আশংকা করা যাচ্ছে। বিভিন্ন জেলার উপর দিয়ে বৃষ্টি অতিক্রমের সম্ভব্য সময় নিম্নরূপ:
বরিশাল বিভাগ: সকল জেলা [সকাল ১১ টা বেজে ৪৫ মিনিটের পর থেকে বিকেল ৫ টার মধ্যে]
ঢাকা বিভাগ: দক্ষিণ দিকের সকল জেলা [সকাল ১১ টা বেজে ৪৫ মিনিটের পর থেকে দুপুর ৩ টার মধ্যে]। উত্তর দিকের সকল জেলা [দুপুর ২ পর থেকে বিকেল ৬ টার মধ্যে]
চট্রগ্রাম বিভাগ: নোয়াখালী, ফেনী, চাঁদপুর, কুমিল্লা, লক্ষ্মীপুর, ব্রাক্ষণবাড়িয়া, চট্রগ্রাম, রাঙ্গামাটি, খাগড়াছড়ি জেলা [দুপুর ১২ টার পর থেকে বিকেল ৬ টার মধ্যে কমপক্ষে ২ বার]
রাজশাহী বিভাগ: পাবনা, সিরাজগঞ্জ জেলা [দুপুর ২ পর থেকে বিকেল ৬ টার মধ্যে]
ময়মনিসংহ বিভাগ: সকল জেলা [দুপুর ২ পর থেকে বিকেল ৬ টার মধ্যে]
সিলেট বিভাগ: বিচ্ছিন্ন ভাবে সকল জেলার বিভিন্ন উপজেলার উপর দিয়ে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টি অতিক্রমের সম্ভাবনা রয়েছে দুপুর ৩ পর থেকে বিকেল ৬ টার মধ্যে।
খুলনা বিভাগ: দিনের বিভিন্ন সময়ে বিচ্ছিন্ন ভাবে সকল জেলার বিভিন্ন উপজেলার উপর দিয়ে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টি অতিক্রমের সম্ভাবনা রয়েছে একাধিকবার।
রংপুর বিভাগ: কোন-কোন জেলার উপর বিচ্ছিন্ন ভাবে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টির সম্ভাবনা রয়েছে দুপুর ২ টার পর থেকে বিকেল ৬ টার মধ্যে। আজ রাতে রংপুর বিভাগের জেলাগুলোর উপরে মাঝারি থেকে ভারি মানের বৃষ্টির আশংকা করা যাচ্ছে।


আজ বৃহস্পতিবার (১০ ই জুলাই, ২০২৫) বাংলাদেশ সময় সকাল সকাল ১১ টার বেজে ৩০ মিনিটের সময় বাংলাদেশের বিমান বাহিনীর যশোর জেলায় অবস্থিত রাডার থেকে প্রাপ্ত রিফলেকটিভিটি চিত্রে দেখা যাচ্ছে যে মৌসুমি লঘুচাপের কারণে সৃষ্টি হওয়া বৃষ্টিবাহি মেঘের  একটি কেন্দ্র কিছুটা ভারতের স্থলভাগের উত্তর দিকে অগ্রসর হয়েছে আজ ভারতের পশ্চিমবঙ্গ, ওড়িশা ও ঝাড়খণ্ড রাজ্যের উপরে অবস্থান করতেছে। আজও বঙ্গোপসাগর থেকে সৃষ্টি হওয়া বৃষ্টি যুক্ত ঘন মেঘ বাংলাদেশের খুলনা, বরিশাল ও চট্রগ্রাম বিভাগের জেলাগুলোর উপর দিয়ে বাংলাদেশের অভ্যন্তর ভাগে প্রবেশ করা অব্যাহত রয়েছে। আজ বৃহস্পতিবার বৃষ্টির তীব্রতা কিছুটা কমে আসলেও আজও সারাদিন থেমে-থেমে একের-পর-এক বৃষ্টি-যুক্ত মেঘ বাংলাদেশের উপর দিয়ে প্রবাহিত হওয়ার প্রবল আশংকা করা যাচ্ছে। 

আজ থেকে রংপুর বিভাগের জেলাগুলোর উপরে বৃষ্টি শুরু হওয়ার প্রবল আশংকা করা যাচ্ছে। আগামী শনিবার পর্যন্ত প্রত্যেক দিন রংপুর বিভাগের জেলাগুলোর উপরে বৃষ্টি হওয়ার প্রবল আশংকা করা যাচ্ছে। 

আজ খুলনা, বরিশাল, চট্রগ্রাম, ঢাকা, রাজশাহী, ময়মনসিংহ, ও সিলেট বিভাগের জেলাগুলোর উপরে সারাদিন থেমে-থেমে একাধিকবার হালকা থেকে মাঝারি মানের বৃষ্টির প্রবল আশংকা করা যাচ্ছে। এই সময় কোন-কোন জেলার উপরে ভারি মানের বৃষ্টির আশংকা করা যাচ্ছে ৩০ মিনিট থেকে ২ ঘন্টা পর্যন্ত। 

বিশেষ দ্রষ্টব্য ১:


আজ সারাদিন ঢাকা শহরের উপর দিয়ে থেমে-থেমে একাধিকবার হালকা থেকে মাঝারি মানের বৃষ্টি অতিক্রমের প্রবল আশংকা করা যাচ্ছে।
  

বিশেষ দ্রষ্টব্য ২:

আজ সারাদিন নোয়াখালী, ফেনী, কুমিল্লা জেলার উপর দিয়ে থেমে-থেমে একাধিকবার হালকা থেকে মাঝারি মানের বৃষ্টি অতিক্রমের প্রবল আশংকা করা যাচ্ছে। যেহেতু বৃষ্টির পরিমাণ কমে এসেছে, তাই বন্যা পরিস্থিতির ধীর-ধীরে উন্নতির দিকে যাওয়া শুরু করার আশা করা যাচ্ছে। তবে বন্যার পানি পুরোপুরি নেমে যাওয়ার জন্য কমপক্ষে ২ থেকে ৫ দিন পর্যন্ত লাগতে পারে।  


Related Post