একটি বেসরকারি আবহাওয়া পূর্বাভাস ওয়েবসাইট যা বাংলা ভাষায় আবহাওয়া পূর্বাভাস প্রদান করে থাকে একাধিক আবহাওয়া পূর্বাভাস মডেল, কৃত্রিম ভূ-উপগ্রহ ও রাডার থেকে প্রাপ্ত তথ্য বিশ্লেষণের মাধ্যমে।

বন্যা

ফেনী ও কুমিল্লা জেলার উপরে বন্যা পরিস্থিতির অবনতির আশংকা করা যাচ্ছে (আপডেট সময় দুপুর ২ টা বেজে ৪৫ মিনিট)

Blog Image
Email : 338k 12k
ফেনী ও কুমিল্লা জেলার উপরে বন্যা পরিস্থিতির অবনতির আশংকা করা যাচ্ছে (আপডেট সময় দুপুর ২ টা বেজে ৪৫ মিনিট)
আজ বুধবার দুপুর ২ টা বেজে ২২ মিনিটের সময় ভারতীয় আবহাওয়া অধিদপ্তর কর্তৃক পরিচালিত ত্রিপুরা রাজ্যের আগরতলা শহরে অবস্থিত রাডার থেকে প্রাপ্ত চিত্র হতে দেখে যাচ্ছে যে ফেনী ও চট্রগ্রাম জেলায় বৃষ্টির পরিমাণ কমে এসেছে। তবে মাঝারি থেকে ভারি মানের বৃষ্টি অব্যাহত রয়েছে ভারতের ত্রিপুরা রাজ্যের উত্তর ও দক্ষিণ দিকের জেলাগুলোর উপরে। ফলে আশংকা করা যাচ্ছে আজ সারাদিন কুমিল্লা ও ফেনী জেলার বিভিন্ন নদীর পানি সমতলের উচ্চতা বৃদ্ধি অব্যাহত থাকার যেহেতু ত্রিপুরা রাজ্যের পাহাড়ি এলাকা থেকে বৃষ্টির পানি নেমে এসে নদী-নালায় যোগ হওয়া শুরু হবে।


তবে জাপানের কৃত্রিম ভূ-উপগ্রহ থেকে প্রাপ্ত মেঘের চিত্র বিশ্লেষণ করে দেখা যাচ্ছে যে দুপুর ২ টা বেজে ৩০ মিনিটের সময় খুলনা ও বরিশাল বিভাগের উপকূলীয় জেলাগুলো এবং চট্রগ্রাম বিভাগের কক্সবাজার ও বান্দরবন জেলার উপরে মাঝারি থেকে ভারি মানের বৃষ্টি অব্যাহত রয়েছে।


আজ বিকেল ৪ টার পর থেকে আবারও ফেনী, কুমিল্লা ও চট্রগ্রাম জেলায় মাঝারি থেকে ভারি মানের বৃষ্টি শুরুর প্রবল আশংকা করা যাচ্ছে। আজ দুপুর ৩ টার পর থেকে রাত ১২ টার মধ্যে নতুন করে ৫০ থেকে ১৫০ মিলিমিটার বৃষ্টির প্রবল আশংকা করা যাচ্ছে চট্রগ্রাম ও বরিশাল বিভাগের জেলাগুলো এবং ভারতের ত্রিপুরা রাজ্যের উপরে।



একটানা অতিবৃষ্টির কারণে ফেনী জেলা এবং কুমিল্লা জেলার বন্যা পরিস্থিতির অবনতির প্রবল আশংকা করা যাচ্ছে। আজ বুধবার দুপুর ৩ টার পর থেকে আগামী শুক্রবার পর্যন্ত ফেনী জেলা এবং কুমিল্লা জেলার নতুন-নতুন এলাকা বন্যার পানিতে প্লাবিত হওয়া অব্যাহত থাকার প্রবল আশংকা করা যাচ্ছে।



*********************** অতি-বৃষ্টি পূর্বাভাস *********************
বুধবার দুপুর ৩ টার পর থেকে আগামীকাল বৃহস্পতিবার দুপুর ১২ টা পর্যন্ত ভারি থেকে খুবই ভারি বৃষ্টির আশংকা করা যাচ্ছে খুলনা, বরিশাল ও চট্রগ্রাম বিভাগের উপকূলীয় জেলাগুলোর উপরে। বিশেষ করে বরিশাল বিভাগের ভোলা, পটুয়াখালী এবং চট্রগ্রাম বিভাগের নোয়াখালী, ফেনী, কুমিল্লা, লক্ষ্মীপুর, চাঁদপুর, চট্রগ্রাম, রাঙ্গামাটি ও খাগড়াছড়ি জেলায়।
********** চট্টগ্রাম বিভাগে পাহাড়ি ও টিলা ধ্বসের ঝুঁকি পূর্বাভাস ********

চট্টগ্রাম, কক্সবাজার, বান্দরবন, রাঙ্গামাটি ও খাগড়াছড়ি জেলার উপরে আজ বুধবার দুপুর ৩ টার পর থেকে আগামীকাল বৃহস্পতিবার দুপুর ১২ টা পর্যন্ত মাঝারি থেকে ভারি বৃষ্টির আশংকা করা যাচ্ছে। গত সোমবার থেকে একটানা বৃষ্টির কারণে এই ৫ টি জেলায় পাহাড় ও টিলা ধ্বসের প্রচণ্ড ঝুঁকি থাকবে। পাহাড়ের ঢালে কিংবা পাহাড়ের উপরে বসবাস করা মানুষের নিরাপদ স্থানে সরিয়া নেওয়ার পরামর্শ দেওয়া যাচ্ছে।



Related Post