ফেনী ও কুমিল্লা জেলার উপরে বন্যা পরিস্হিতির অবনতির আশংকা করা যাচ্ছে আজ বুধবার।
আজ বুধবার সকাল সকাল ৮ টা বেজে ৩২ মিনিটের সময় ভারতীয় আবহাওয়া অধিদপ্তর কর্তৃক পরিচালিত ত্রিপুরা রাজ্যের আগরতলা শহরে অবস্থিত রাডার থেকে প্রাপ্ত চিত্র হতে দেখে যাচ্ছে যে মাঝারি থেকে ভারি মানের বৃষ্টি অব্যাহত রয়েছে চট্রগ্রাম ও বরিশাল বিভাগের জেলাগুলো এবং ভারতের ত্রিপুরা রাজ্যের উপরে। বিশেষ করে মাঝারি থেকে ভারি মানের বৃষ্টিপাত চলার প্রমাণ পাওয়া যাচ্ছে চট্রগ্রাম বিভাগের নোয়াখালী, ফেনী, কুমিল্লা, লক্ষ্মীপুর, চট্রগ্রাম, খাগড়াছড়ি, রাঙ্গামাটি জেলা এবং ভারতের ত্রিপুরা রাজ্যের সকল জেলার উপরে।
প্রায় সারা রাত চট্রগ্রাম বিভাগের বেশিভাগ জেলা এবং ভারতের ত্রিপুরা রাজ্যের উপরে বৃষ্টিপাত অব্যাহত ছিল। ফলে আশংকা করা যাচ্ছে আজ সারাদিন কুমিল্লা ও ফেনী জেলার বিভিন্ন নদীর পানি সমতলের উচ্চতা বৃদ্ধি অব্যাহত থাকার যেহেতু ত্রিপুরা রাজ্যের পাহাড়ি এলাকা থেকে বৃষ্টির পানি নেমে এসে নদী-নালায় যোগ হওয়া শুরু হব আজকে থেকে। আজ বুধবার বিকেল ৬ টার মধ্যে নতুন করে ১০০ থেকে ২০০ মিলিমিটার বৃষ্টির প্রবল আশংকা করা যাচ্ছে চট্রগ্রাম ও বরিশাল বিভাগের জেলাগুলো এবং ভারতের ত্রিপুরা রাজ্যের উপরে।
একটানা অতিবৃষ্টির কারণে ইতিমধ্যেই প্লাবিত হওয়া ফেনী জেলা এবং কুমিল্লা জেলার বন্যা পরিস্থিতির অবনতির প্রবল আশংকা করা যাচ্ছে আজ বুধবার সকাল থেকে যা আগামী শুক্রবার পর্যন্ত অব্যাহত থাকার প্রবল আশংকা করা যাচ্ছে।