একটি বেসরকারি আবহাওয়া পূর্বাভাস ওয়েবসাইট যা বাংলা ভাষায় আবহাওয়া পূর্বাভাস প্রদান করে থাকে একাধিক আবহাওয়া পূর্বাভাস মডেল, কৃত্রিম ভূ-উপগ্রহ ও রাডার থেকে প্রাপ্ত তথ্য বিশ্লেষণের মাধ্যমে।

Breaking News :
ঘূর্ণিঝড়

নভেম্বর মাসের শেষ সপ্তাহে (২৪ থেকে ২৮ শে নভেম্বর) বঙ্গোপসাগরে ঘুর্নিঝড় সৃষ্টির আশংকা করা যাচ্ছে

Blog Image
Email : 5125k 12k

নভেম্বর মাসের শেষ সপ্তাহে (২৪ থেকে ২৮ শে নভেম্বর এর মধ্য) বঙ্গোপসাগরে ঘুর্নিঝড় সৃষ্টির আশংকা করা যাচ্ছে

নভেম্বর মাসের শেষ সপ্তাহে বঙ্গোপসাগরে ঘুর্নিঝড় সৃষ্টির সম্ভাবনা নির্দেশ করতেছে আমেরিকার আবহাওয়া পূর্বাভাস মডেল। যদি এই ঘুর্নিঝড়টি সৃষ্টি হয় তবে এই নাম হবে ফেনগাল (Fengal)। এই নামটি সৌদি আরবের দেওয়া। সম্ভব্য এই ঘুর্নিঝড়টি একটি দুর্বল প্রকৃতির ঘুর্নিঝড় হওয়ার আশংকা করা যাচ্ছে।

নভেম্বর মাসের ২৩/২৪ তারিখে ভারতের আন্দামান ও নিকবার দ্বীপের দক্ষিণ-পূর্ব দিকে একটি লঘু চাপ সৃষ্টির আশংকা করা যাচ্ছে।

 

এই লঘুচাপটি শক্তিশালি হয়ে ঘুর্নিঝড়ে পরিনত হয়ে সরাসরি পশ্চিম দিকে অগ্রসর হয়ে ভারতের তামিলনাড়ু রাজ্য ও শ্রীলংকার উপরে আঘাত করার আশংকা করা যাচ্ছে নভেম্বর মাসের ২৬/২৭ তারিখে severe cyclonic storm হিসাবে।

Severe Cyclonic Storm is defined as a tropical cyclone that has 3-minute mean maximum sustained wind speeds of between 48–63 knots (89–117 km/h; 55–72 mph).

আবহাওয়া বিয়ষক সকল সূচক বিশ্লেষণ করে সম্ভব্য এই ঘুর্নিঝড়টির বাংলাদেশের উপকূলে আঘাতের কোন সম্ভাবনা দেখা যাচ্ছে না আজ ১৪ নভেম্বর পর্যন্ত পাওয়া পূর্বাভাস অনুসারে।

তবে সম্ভব্য এই ঘুর্নিঝড়টির প্রভাবে বাংলাদেশের খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের জেলাগুলোর উপরে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে নভেম্বর মাসের ২৭, ২৮ ও ২৯ তারিখে।

Related Post