একটি বেসরকারি আবহাওয়া পূর্বাভাস ওয়েবসাইট যা বাংলা ভাষায় আবহাওয়া পূর্বাভাস প্রদান করে থাকে একাধিক আবহাওয়া পূর্বাভাস মডেল, কৃত্রিম ভূ-উপগ্রহ ও রাডার থেকে প্রাপ্ত তথ্য বিশ্লেষণের মাধ্যমে।

ঘূর্ণিঝড়

মঙ্গলবার (জুন ২৭, ২০২৩) সকাল থেকে মধ্য রাত পর্যন্ত পর্যন্ত বৃষ্টিপাত ও বজ্রপাত পূর্বাভাস

Blog Image
Email : 4704k 12k

মঙ্গলবার (জুন ২৭, ২০২৩) সকাল থেকে মধ্য রাত পর্যন্ত বৃষ্টিপাত ও বজ্রপাত পূর্বাভাস

আজ মঙ্গলবার জুন ২৭, ২০২৩ সকাল ৯ টার পর থেকে মধ্য রাত পর্যন্ত খুলনা ও বরিশাল বিভাগের সকল জেলা ও ঢাকা, চট্টগ্রাম, ময়মনসিংহ, রাজশাহী ও সিলেট বিভাগের অনেক জেলার উপর হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাত ও বজ্রপাতের প্রবল সম্ভাবনা দেখা যাচ্ছে।

ঢাকা শহরে বৃষ্টিপাতের সম্ভাবনা:

আজ সকাল ১০ টার পর থেকে দুপুর ৩ টার মধ্যে ঢাকা শহরের উপরে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে। ঢাকা শহরের আশ-পাশের জেলাগুলোর উপর বৃষ্টির প্রবল সম্ভাবনা দেখা যাচ্ছে একই সময়ের মধ্যে।

বিভিন্ন বিভাগের জেলাগুলোর উপর বৃষ্টিপাতের সম্ভব্য সময় নিম্নরূপ:

১) বরিশাল বিভাগে (সম্ভাবনা বেশি): আজ বরিশাল বিভাগের প্রায় সকল জেলার উপর সারাদিনই বৃষ্টিপাত অবস্থা জারি থাকার প্রবল সম্ভাব্য দেখা যাচ্ছে। অপেক্ষাকৃত বেশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে ভোলা, বরগুনা, পিরোজপুর জেলার উপরে। এছাড়া বরিশাল বিভাগের অন্যান্য জেলাগুলোর উপর আজ সন্ধ্যা পর্যন্ত থেমে-থেমে একাধিকার হালকা থেকে মাঝারি মানের বৃষ্টির প্রবল সম্ভাবনা রয়েছে।

২) খুলনা বিভাগ (সম্ভাবনা বেশি): বরিশালের মতো খুলনা বিভাগের প্রায় সকল জেলার উপর আজ মঙ্গলবার দিনের কোন না কোন সময় বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। বৃষ্টিপাতের প্রায় ১০০ ভাগ সম্ভাবনা রয়েছে সাতক্ষীরা ও বাগেরহাট জেলার উপর। এই ২ টি জেলায় আজ প্রায় সারাদিনই মাঝারি থেকে ভারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়া সকাল ৯ টার পর থেকে রাত ১২ টা পর্যন্ত খুলনা বিভাগের অন্যান্য জেলাগুলোর উপর বৃষ্টির প্রবল সম্ভাবনা রয়েছে।

৩) ঢাকা বিভাগ (সম্ভাবনা মধ্যম): গতকাল সোমবারের মতো আজ মঙ্গলবারও পদ্মা নদীর দক্ষিণ পাশে অবস্থিত ঢাকা বিভাগের সকল জেলায় হালকা থেকে মাঝারি মানের বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সবচেয়ে বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে গোপালগঞ্জ, শরিয়তপুর, মাদারীপুর জেলার উপরে। তবে পদ্মা নদীর উত্তর পাশের জেলার উপর বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে তবে অপেক্ষাকৃত কম বৃষ্টি হবে। ঢাকা বিভাগের কিশোরগঞ্জ, গাজীপুর ও টাঙ্গাইল জেলার উপরে দুপুর ১২ টার পর থেকে বিকেল ৫ টার মধ্যে বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

৪) রাজশাহী বিভাগে বৃষ্টিপাত সম্ভাবনাময় জেলা সমূহ: রাজশাহী বিভাগের জেলাগুলোর উপর দিনের বিভিন্ন সময়ে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে বৃষ্টির সম্ভাবনা অপেক্ষাকৃত বেশি রাজশাহী, পাবনা, নাটোর, চাঁপাইনবাবগঞ্জ জেলার উপর সকাল ১১ টার পর থেকে বিকেল বিকেল ৫ টার মধ্যে।

৫) সিলেট বিভাগ: আজ সিলেট বিভাগের সিলেট ও সুনামগঞ্জ জেলার উপর (বিশেষ করে মেঘালয় পর্বতের কাছের উপজেলাগুলোর উপরে) হালকা থেকে মাঝারি মানের বৃষ্টির প্রবল সম্ভাবনা রয়েছে সকাল ১১ টার পর থেকে বিকেল ৫ টার মধ্যে। হবিগঞ্জ ও মৌলভীবাজার জেলার উপর বৃষ্টি হতে পারে তবে পরিমাণ খুবই কম হওয়ার সম্ভাবনা বেশি।

৬) চট্টগ্রাম বিভাগ: চট্টগ্রাম বিভাগের প্রায় সকল জেলার উপর দিনের বিভিন্ন সময়ে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আজ সকাল থেকেই বৃষ্টি হচ্ছে নোয়াখালী, ফেনী, কুমিল্লা জেলার উপরে। সকাল ৯ টার পর থেকে সন্ধ্যা পর্যন্ত এই বৃষ্টিপাত অব্যাহত থাকার সম্ভাবনা অপেক্ষাকৃত বেশি নোয়াখালী, ফেনী, কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া, চট্টগ্রাম, কক্সবাজার জেলার উপর।

৭) রংপুর বিভাগ: আজ সকাল ১০ টার পর থেকে রাত ৮ টার মধ্যে ঠাকুরগাঁও, দিনাজপুর, পঞ্চগড় জেলার উপর হালকা থেকে মাঝারি মানের বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

পশ্চিমবঙ্গের উপর বৃষ্টিপাত পূর্বাভাস:

গতকাল সোমবারের মতো আজ মঙ্গলবারও পশ্চিমবঙ্গের আকাশ সারাদিনই মেঘলা থাকার সম্ভাবনা বেশি। আজ মঙ্গলবার পশ্চিমবঙ্গের দক্ষিণ পাশের সকল জোর উপর বৃষ্টিপাতের প্রবল সম্ভাবনা রয়েছে সকাল ৯ টার পর থেকে সন্ধ্যা ৭ টার মধ্যে। বিশেষ করে পশ্চিমবঙ্গের কোলকাতা, কৃষ্ণনগর, বর্ধমান, বানকুরা, আসানসোল, মাদনিপুর ইত্যাদি জেলার উপর হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাতের প্রবল সম্ভাবনা রয়েছে দিনের একাধিকবার।

পশ্চিমবঙ্গের উত্তরের জেলাগুলো বিশেষ করে দক্ষিণ দিনাজপুর, পুর্নিয়া, দার্জিলিং, শিলিগুড়ি ও কুচবিহার জেলার উপর দুপুরের পর থেকে সন্ধ্যার মধ্যে বজ্রপাত সহ হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

 

 

 

 

Related Post