একটি বেসরকারি আবহাওয়া পূর্বাভাস ওয়েবসাইট যা বাংলা ভাষায় আবহাওয়া পূর্বাভাস প্রদান করে থাকে একাধিক আবহাওয়া পূর্বাভাস মডেল, কৃত্রিম ভূ-উপগ্রহ ও রাডার থেকে প্রাপ্ত তথ্য বিশ্লেষণের মাধ্যমে।

ঘূর্ণিঝড়

শুক্রবার সকাল থেকে দুপুর পর্যন্ত সিলেট, চট্রগ্রাম, রংপুর ও ময়মনসিংহ বিভাগের উপর ভারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে

Blog Image
Email : 4734k 12k

আজ শুক্রবার সকাল ৬ টা থেকে দুপুর ১২ টা পর্যন্ত সিলেট, চট্রগ্রাম, রংপুর ও ময়মনসিংহ বিভাগের উপর দিয়ে ভারি বৃষ্টি অতিক্রম সম্ভাবনা রয়েছে

আজ শুক্রবারও সিলেট বিভাগের জেলাগুলোর উপর মাঝারি থেকে ভারি বৃষ্টি অতিক্রম করার প্রবল সম্ভাবনা দেখা যাচ্ছে। বাংলাদেশ বিমান বাহিনীর রাডার হতে প্রাপ্ত শুক্রবার ভোর ৫ টা বেজে ৪৫ মিনিটের সময় এর বৃষ্টিপাতের চিত্রে দেখা যাচ্ছে যে আজ ভারতের মেঘালয় রাজ্যের চেরাপুঞ্জি নামক স্থানের পাহাড়ি এলাকায় ভারি বৃষ্টি হচ্ছে। জাপানের কৃত্রিম ভূ-উপগ্রহ থেকে প্রাপ্ত মেঘের গতিপথের চিত্র বিশ্লেষণ করে দেখা যাচ্ছে যে ঊর্ধ্বাকাশে মেঘ উত্তর-পশ্চিম দিক থেকে দক্ষিণ-পূর্ব দিকে অগ্রসর হচ্ছে। রাডার ও কৃত্রিম ভূ-উপগ্রহ থেকে প্রাপ্ত চিত্র হতে প্রাপ্ত তথ্যের আলোকে আশংকা করা যাচ্ছে যে আজ শুক্রবার সকাল ৬ টা থেকে ৬ টা বেজে ৩০ মিনিটের মধ্যে ময়মনসিংহ বিভাগের নেত্রকোনা জেলা ও সিলেট বিভাগের সুনামগঞ্জ ও সিলেট জেলা মেঘালয় পর্বত সংলগ্ন সীমান্তবর্তী উপজেলাগুলোতে বজ্র সহ বৃষ্টি শুরু হওয়ার।

আজ শুক্রবার ৬ টা বেজে ৩০ মিনিটের পর থেকে সকাল ১০ টার মধ্যে চট্রগ্রাম, ও পারবত্য চট্রগ্রামের সকল জেলার উপর বজ্র সহ মাঝারি থেকে ভারি বৃষ্টি শুরুর প্রবল সম্ভাবনা দেখা যাচ্ছে।

মেঘালয় পর্বতের উপর অবস্থা করা মেঘের আকার দেখা আশংকা করা যাচ্ছে যে বৃষ্টি যুক্ত পুরো মেঘ সিলেট বিভাগের উপর দিয়ে অতিক্রম করতে শুক্রবার সকাল ৬ টা বেজে ৩০ মিনিটের পর থেকে দুপুর ১২ টা পর্যন্ত সময় লেগে যেতে পারে। এই সময়ে বৃষ্টিপাতের মূল অংশ সুনামগঞ্জ, হবিগঞ্জ ও মৌলভীবাজার জেলার উপর দিয়ে অতিক্রম করার সম্ভাবনা বেশি। তবে বৃষ্টিপাতের উল্লেখযোগ্য অংশ সিলেট জেলার উপর দিয়েও অতিক্রম করার সম্ভাবনা বেশি।

আজ শুক্রবার প্রায় সারাদিনই রংপুর ও ময়মনসিংহ বিভাগের জেলাগুলোর উপর বৃষ্টিপাতের প্রবল সম্ভাবনা দেখা যাচ্ছে। রংপুর বিভাগের জেলাগুলোর মধ্যে সবচেয়ে বেশি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে লালমনিরহাট, রংপুর, কুড়িগ্রাম, ও গাইবান্ধা জেলার উপর। ময়মনসিংহ বিভাগের জেলাগুলোর মধ্যে সবচেয়ে বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে শেরপুর ও নেত্রকোনা জেলার উপর।

এছাড়া আজ শুক্রবার সকাল ৬ টার পর থেকে দুপুর ১২ টার মধ্যে ভারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কিশোরগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা, খাগড়াছড়ি জেলার উপর।

আজ শুক্রবার সকাল ৭ টার পর থেকে দুপুর ১২ টার মধ্যে বরিশাল, খুলনা ও চট্টগ্রাম বিভাগের অনেক জেলার উপর হালকা থেকে মাঝারি মানের বৃষ্টির প্রবল সম্ভাবনা রয়েছে। বিশেষ করে বরিশাল, নোয়াখালী, কুমিল্লা, চাঁদপুর, লক্ষ্মীপুর, শরিয়তপুর, গোপালগঞ্জ, নড়াইল, ফেনী, ভোলা, পিরোজপুর, বরগুনা, বাগেরহাট, চট্টগ্রাম, রাঙ্গামাটি, বান্দরবন, ও কক্সবাজার জেলার উপর।

Related Post