মঙ্গলবারের (৩০ শে মে, ২০২৩) আবহাওয়া পূর্বাভাস
জুন মাসের ৮ তারিখ পর্যন্ত দেশের বেশিভাগ জেলাগুলোর উপর বৃষ্টিপাতের সম্ভাবনা খুবই কম।
গতকাল সোমবার থেকে দেশের উপর শুষ্ক অবহাওয়া বিরাজ করা শুরু করেছে। জুন মাসের ৭ তারিখ পর্যন্ত সিলেট বিভাগে ৪ টি জেলা ও ময়মনসিংহ বিভাগের নেত্রকোনা জেলা দেশের অন্যান্য জেলাগুলোর উপর বৃষ্টিপাতের সম্ভাবনা খুবই কম।
বাংলাদেশের উপর দিয়ে মৃদু থেকে মাঝারি মানের তাপ প্রবাহ বয়ে যাওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে।
গতকাল ২৯ শে মে, ২০২৩, দেশের অনেক জেলায় দিনের সর্বোচ্চ তাপমাত্রা ৩৬ ডিগ্রী সেলসিয়াস উঠেছিল। আগামী ৮ দিন (জুন মাসের ৭ তারিখ পর্যন্ত) বাংলাদেশের উপর দিয়ে মৃদু থেকে মাঝারি মানের তাপ প্রবাহ বয়ে যাওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে।
সাধারণত, কোনও বিস্তৃত এলাকাজুড়ে তাপমাত্রা ৩৬ থেকে ৩৮ ডিগ্রি থাকলে মৃদু, ৩৮ থেকে ৪০ ডিগ্রি থাকলে মাঝারি এবং ৪০ ডিগ্রি সেলসিয়াসের চেয়ে বেশি হলে তীব্র তাপপ্রবাহ বলে।
আজ মঙ্গলবার জাপানের কৃত্রিম ভূ-উপগ্রহ থেকে প্রাপ্ত চিত্রে বাংলাদেশের আকাশে হালকা মেঘের উপস্থিতি দেখা যাচ্ছে। বঙ্গোপসাগর থেকে জলিয় বাষ্প যুক্ত বাতাস বাংলাদেশের স্থল ভাগের উপর প্রবাহিত হচ্ছে। যে কারণে দেশের সকল জেলায় বায়ুর আর্দ্রতা ৪০ থেকে ৮০ % বিরাজ করতেছে।
কৃত্রিম ভূ-উপগ্রহ থেকে প্রাপ্ত চিত্রে স্পষ্ট দেখা যাচ্ছে যে বাংলাদেশের আকাশের উপর দিয়ে মেঘ এক স্থান থেকে অন্য স্থানে যাচ্ছে। ফলে নিশ্চিত করেই বলা যায় বাংলাদেশের উপরে বায়ুর উচ্চ চাপ অবস্থা বিরাজ করতেছে না।
বছরের এই সময়টিতে সূর্য ঠিক বাংলাদেশের উপর অবস্থান করে। যার কারণে দিনের বেলা সূর্য শক্তি বাংলাদেশের উপরের বায়ুমণ্ডলে প্রবেশ করতেছে। দিনের গতকাল সোমবার দেশের বেশিভাগ জেলায় দিনের তাপমাত্রা ছিলও ৩২ থেকে ৩৬ ডিগ্রী সেলসিয়াসের মধ্যে। এপ্রিল মাসে দেশের উপর দিয়ে বয়ে যাওয়া তীব্র তাপ-প্রবাহ অপেক্ষা দেশের তাপমাত্রা অপেক্ষাকৃত কম থাকলেও মানুষ অস্বস্তিকর অনুভব করার মূল কারণ হলও পুরো দেশের উপর বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ৪০% থেকে ৮০ % বিরাজ করা। যে কারণে মানুষের শরীর থেকে ঘাম দ্রুত শুকিয়ে যাচ্ছে না। ফলে মানুষের শরীর তাপ ত্যাগ করে ঠাণ্ডা হতে পড়তেছে না। যা কারণে মানুষ অনেক বেশি অস্বস্তি অনুভব করতেছে ৩২ থেকে ৩৬ ডিগ্রী সেলসিয়াস তাপমাত্রার মধ্যেই।
জুন মাসের ৩ তারিখ থেকে ৯ পর্যন্ত মেহেরপুর, যশোর, ঝিনাইদহ, মাগুরা রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, নাটোর, পাবনা, চুয়াডাঙ্গা, কুষ্টিয়া, জেলায় দিনের সর্বোচ্চ তাপমাত্রা ৩৮ থেকে ৪১ ডিগ্রী সেলসিয়াস পর্যন্ত উঠার সম্ভাবনা নির্দেশ করতেছে সকল আবহাওয়া পূর্বাভাস মডেল।