বুধবারের (২৪ মে, ২০২৩) এর কালবৈশাখী ঝড় ও বজ্রপাত পূর্বাভাস
- আজ বুধবার দুপুর ৩ টার পর থেকে মধ্য চট্টগ্রাম, বরিশাল ও খুলনা বিভাগের জেলাগুলোর উপর দিয়ে একাধিকবার কলাবৈশাখি ঝড়, তীব্র বজ্রপাত, কোন কোন স্থানে হালকা শিলা বৃষ্টি সহ মাঝারি থেকে ভারি বৃষ্টির প্রবল সম্ভাবনা দেখা যাচ্ছে। আজ দিনের সবচেয়ে বেশি কালবৈশাখী ঝড় ও বজ্রপাত অতিক্রম করার সম্ভাবনা রয়েছে চট্টগ্রাম, বান্দরবন, কক্সবাজার জেলার উপর দিয়ে। দ্বিতীয় সর্বোচ্চ কালবৈশাখী ঝড় অতিক্রম করার সম্ভাবনা রয়েছে নোয়াখালী, ভোলা, বরিশাল, বরগুনা, পিরোজপুর, পটুয়াখালী, সাতক্ষীরা, বাগেরহাট জেলার উপর দিয়ে।
ছবি: আকশের উপস্হিত মেঘের শীর্ষের তাপমাত্রার ছবি (জাপানের হিমাওয়ারি নামক কৃত্রিম ভূ-উপগ্রহ থেকে প্রাপ্ত)
- বিকেল ৪ টার পর থেকে রাত ১০ টার মধ্যে সিলেট বিভাগের সকল জেলাগুলোর উপর দিয়ে কলাবৈশাখি ঝড়, তীব্র বজ্রপাত, কোন কোন স্থানে হালকা শিলা বৃষ্টি সহ মাঝারি থেকে ভারি বৃষ্টির প্রবল সম্ভাবনা দেখা যাচ্ছে। বিকেল ৪ টা থেকে সন্ধ্যা ৭ টার মধ্যে সুনামগঞ্জ ও সিলেট জেলায় ও সন্ধ্যা ৬ টার পর থেকে রাত ১০ টার মধ্যে হবিগঞ্জ ও মৌলভীবাজার জেলার উপর দিয়ে কলাবৈশাখি ঝড় অতিক্রম করার সম্ভাবনা বেশি।
- দুপুর ৩ টা বেজে ৩০ মিনিটের পর থেকে রাত ৮ টার ফরিদপুর-মাদারীপুর-শরিয়তপুর-গোপালগঞ্জ-চাঁদপুর-লক্ষ্মীপুর জেলার উপর দিয়ে কলাবৈশাখি ঝড়, তীব্র বজ্রপাত, কোন কোন স্থানে হালকা শিলা বৃষ্টি সহ হলকা থেকে মাঝারি মানের বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে।
- আজ বুধবার দিনের বেলা রাজশাহী ও রংপুর বিভাগের জেলাগুলোর উপর দিয়ে কলাবৈশাখি ঝড় অতিক্রম করার সম্ভাবনা অপেক্ষাকৃত অনেক কম। তবে সন্ধ্যার পর থেকে ভোর রাত পর্যন্ত রাজশাহী ও রংপুর বিভাগের কোন-কোন জেলার উপর দিয়ে কলাবৈশাখি ঝড় অতিক্রম করার সম্ভাবনা রয়েছে।
বজ্রপাত থেকে প্রাণে বাঁচতে চাইলে:
১) ঝড়ের সময় কোন ভাবেই ঘরের বাহিরে থাকবেন না
২) ঝড় চলাকালীন আম কুড়াতে ঘর থেকে বেড় হবেন না
৩) ঝড় চলাকালীন মাঠে ফুটবল খেলতে বের হবে না
৪) ঝড় চলাকালীন মাছ মারতে বেড় হবে না
৫) ঝড় চলাকালীন পুকুরে গোছল করতে নামবেন না
৬) ঝড় চলাকালীন বড় গাছের নিচে আশ্রয় নিবে না।
ছবি: আকাশে উপস্হিত মেঘের ছবি (জাপানের হিমাওয়ারি নামক কৃত্রিম ভূ-উপগ্রহ থেকে প্রাপ্ত)