বুধবার রাতের ও বৃহস্পতিবার সকালের কুয়াশা ও শৈত্যপ্রবাহ পূর্বাভাস (জানুয়ারি ১৪, ২০)
===========================
আজ বুধবার রাতে আবারও দেশের বেশিভাগ জেলা কুয়াশা মুক্ত থাকার সম্ভাবনা দেখা যাচ্ছে। আজ রাতেও শুধুমাত্র চট্রগ্রাম বিভাগের চট্রগ্রাম, কক্সবাজার, বান্দরবাণ, রাঙ্গামাটি, খাগড়াছড়ি জেলার উপরে হালকা ঘনত্বের কুয়াশার উপস্হিতি থাকার আশংকা করা যাচ্ছে।
আগামীকাল বৃহস্পতিবার সকাল ৮ টার পূর্বেই দেশের বেশিভাগ জেলার উপরে সূর্যের আলো উঠার সম্ভাবনা রয়েছে।
শৈত্যপ্রবাহ আপডেট (১৪ ই জানুয়ারি, ২০২৬)
============================
আগামীকাল বৃহস্পতিবার সকাল থেকে আবারও শীতের প্রকোপ বাড়ার আশংকা করা যাচ্ছে। আগামীকাল রংপুর, খুলনা ও রাজশাহী বিভাগের ভারতীয় সীমান্তবর্তী জেলাগুলোর উপরে শীতের পরিমান বৃদ্ধি পাওয়ার আশংকা করা যাচ্ছে। আগামীকাল ৮/১০ টি জেলার উপরে সকাল ৬ টার সময় তাপমাত্রা ১০ ডিগ্রীর নিচে থাকার সম্ভাবনা রয়েছে। এছাড়া দেশের সকল জেলার উপরে সকাল ৬ টার সময় তাপমাত্রা ১০ ডিগ্রী সেলসিয়াসের বেশি থাকার সম্ভাবনা রয়েছে। অর্থাৎ, পুরো দেশের উপরে তাপমাত্রা আগামীকাল আরও কিছুটা বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে। কুয়াশামুক্ত ও অপেক্ষাকৃত গরম আবহাওয়া আরও ১ থেকে ২ দিন স্হায়ী হওয়ার সম্ভাবনা রয়েছে। #Bangladesh #fogforest #coldwavewarning #ColdWaveAlert

