বুধবার রাতের (২৪ শে ডিসেম্বর, ২০২৫) কুয়াশা পূর্বাভাস।
আজ বুধবার সন্ধ্যার পর থেকে আগামীকাল বৃহস্পতিবার দুপুর ১২ টার মধ্যে বাংলাদেশের ৩০ থেকে ৪০ টি জেলার আকাশ মাঝারি থেকে ঘন কুয়াশার চাদরে ঢাকা থাকার প্রবল আশংকা করা যাচ্ছে। বিশেষ করে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, ও সিলেট বিভাগের জেলাগুলোর উপরে মাঝারি থেকে ঘন কুয়াশার চাদরে ঢাকা থাকার প্রবল আশংকা করা যাচ্ছে। আজ রাতে খুলনা, চট্রগ্রাম ও বরিশাল বিভাগের জেলাগুলোর উপরে অপেক্ষাকৃত হালকা ঘনত্বের কুয়াশা থাকার সম্ভাবনা রয়েছে।
আগামীকাল রংপুর, রাজশাহী ও সিলেট বিভাগের জেলাগুলোর জেলাগুলোর উপরে দুপুর ১২ টা পর্যন্ত কুয়াশার চাদরে ঢাকা থাকার আশংকা করা যাচ্ছে। ময়মনসিংহ বিভাগের জেলাগুলোর জেলাগুলোর উপরে দুপুর ২ টা পর্যন্ত কুয়াশার চাদরে ঢাকা থাকার আশংকা করা যাচ্ছে। আশংকা করা যাচ্ছে আগামীকাল বৃহস্পতিবার রংপুর, রাজশাহী ও খুলনা বিভাগের একাধিক জেলার উপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ অতিক্রম করার। এই ৩ বিভাগের অনেক জেলায় সকাল ৬ টার সময় সর্বনিম্ন তাপমাত্রা ৮ থেকে ১০ ডিগ্রী সেলসিয়াস পর্যন্ত নেমে যাওয়ার আশংকা করা যাচ্ছে।
আজ বুধবার সন্ধ্যা ৭ টার পর থেকে আগামীকাল বৃহস্পতিবার সকাল ১০ টার মধ্যে বিভিন্ন বিভাগের নিম্নলিখিত জেলাগুলোর উপরে কুয়াশা থাকার প্রবল আশংকা করা যাচ্ছে:
রংপুর বিভাগ: সকল জেলা [মাঝারি থেকে ভারি ঘনত্বের কুয়াশা]
রাজশাহী বিভাগ: সকল জেলা [হালকা থেকে মাঝারি ঘনত্বের কুয়াশা]
ময়মনসিংহ বিভাগ: সকল জেলা [মাঝারি থেকে ভারি ঘনত্বের কুয়াশা]
সিলেট বিভাগ: সকল জেলা [মাঝারি থেকে ভারি ঘনত্বের কুয়াশা]
ঢাকা বিভাগ: দক্ষিন দিকের জেলাগুলোর উপরে হালকা থেকে মাঝারি ঘনত্বের কুয়াশা এবং উত্তর দিকের জেলাগুলোর উপরে বিশেষ করে টাঙ্গাইল, গাজিপুর ও কিশোরগন্জ জেলার উপরে মাঝারি থেকে ভারি ঘনত্বের কুয়াশা থাকার আশংকা করা যাচ্ছে।
খুলনা বিভাগ: উত্তর দিকের জেলাগুলোর উপরে মাঝারি থেকে ভারি ঘনত্বের কুয়াশা ও দক্ষিন দিকের জেলাগুলোর উপরে হালকা থেকে মাঝারি ঘনত্বের কুয়াশা থাকার আশংকা করা যাচ্ছে।
বরিশাল বিভাগ: সকল জেলা [হালকা থেকে মাঝারি ঘনত্বের কুয়াশা থাকার আশংকা করা যাচ্ছে]
চট্রগ্রাম বিভাগ: উত্তর দিকের জেলাগুলোর উপরে হালকা থেকে মাঝারি ঘনত্বের কুয়াশা ও দক্ষিন দিকের জেলাগুলোর উপরে মাঝারি থেকে ভারি ঘনত্বের কুয়াশা থাকার আশংকা করা যাচ্ছে।

