সোমবার রাতের (২২ শে ডিসেম্বর) কুয়াশা পূর্বাভাস।
আজ সোমবার সন্ধ্যার পর থেকে আগামীকাল মঙ্গলবার দুপুর ১২ টার মধ্যে বাংলাদেশের ৪০ টির বেশি জেলার আকাশ মাঝারি থেকে ঘন কুয়াশার চাদরে ঢাকা থাকার প্রবল আশংকা করা যাচ্ছে। বিশেষ করে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, ঢাকা ও চট্রগ্রাম বিভাগের জেলাগুলোর উপরে মাঝারি থেকে ঘন কুয়াশার চাদরে ঢাকা থাকার প্রবল আশংকা করা যাচ্ছে।
খুলনা ও বরিশাল বিভাগের দক্ষিন দিকের জেলাগুলো এবং চট্রগ্রাম বিভাগের জেলাগুলোর উপরে দুপুর ১২ টা পর্যন্ত কুয়াশার চাদরে ঢাকা থাকার আশংকা করা যাচ্ছে। আশংকা করা যাচ্ছে আগামীকাল মঙ্গলবার রংপুর, রাজশাহী ও খুলনা বিভাগের একাধিক জেলার উপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ অতিক্রম করার। অনেক জেলায় সকাল ৬ টার সময় সর্বনিম্ন তাপমাত্রা ১০ ডিগ্রী সেলসিয়াসের নিচে নেমে যাওয়ার আশংকা করা যাচ্ছে।
আজ সোমবার সন্ধ্যা ৭ টার পর থেকে আগামীকাল মঙ্গলবার সকাল ১০ টার মধ্যে বিভিন্ন বিভাগের নিম্নলিখিত জেলাগুলোর উপর দিয়ে মাঝারি থেকে ভারি মানের কুয়াশা অতিক্রম করার প্রবল আশংকা করা যাচ্ছে:
খুলনা বিভাগ: সকল জেলা [মাঝারি থেকে ভারি ঘনত্বের কুয়াশা]
বরিশাল বিভাগ: সকল জেলা [মাঝারি থেকে ভারি ঘনত্বের কুয়াশা]
চট্রগ্রাম বিভাগ: কুমিল্লা, ব্রাক্ষণবাড়িয়া, চাঁদপুর, লক্ষ্মীপুর, ফেনী, লক্ষ্মীপুর [মাঝারি থেকে ভারি ঘনত্বের কুয়াশা]
রংপুর বিভাগ: সকল জেলা [মাঝারি থেকে ভারি ঘনত্বের কুয়াশা]
রাজশাহী বিভাগ: সকল জেলা [হালকা থেকে মাঝারি ঘনত্বের কুয়াশা]
ঢাকা বিভাগ: দক্ষিন দিকের জেলাগুলোর উপরে মাঝারি থেকে ভারি ঘনত্বের কুয়াশা ও উত্তর ও পূর্ব দিকের জেলাগুলোর উপরে হালকা ঘনত্বের কুয়াশা থাকার সম্ভাবনা রয়েছে।
ময়মনসিংহ বিভাগ: সকল জেলা [হালকা থেকে মাঝারি ঘনত্বের কুয়াশা]
সিলেট বিভাগ: কোন-কোন জেলার উপরে হালকা ঘনত্বের কুয়াশা থাকার সম্ভাবনা রয়েছে।

