শনিবার দিবাগত রাতের বৃষ্টিপাত পূর্বাভাস।
চট্রগ্রাম বিভাগ: কক্সবাজার, বান্দরবান, চট্রগ্রাম, খাগড়াছড়ি জেলা।
ঢাকা বিভাগ: নরসিংদী, মুন্সিগন্জ, ঢাকা, শরিয়তপুর, মানিকগন্জ, রাজবাড়ী জেলার কোন কোন উপজেলা।
রাজশাহী বিভাগ: রাজশাহী, পাবনা, সিরাজগন্জ জেলা। (অল্প সম্ভাবনা রাত ৩ টার পর থেকে সকাল ৮ টার মধ্যে।
রংপুর বিভাগ: নীলফামারী, দিনাজপুর, ও রংপুর জেলার কোন কোন উপজেলা। (খুব অল্প সম্ভবনা)