শুক্রবার দিবাগত রাতের বৃষ্টিপাত পূর্বাভাস।
সিলেট বিভাগ: ইতিমধ্যেই মাঝারি থেকে ভারি মানের বৃষ্টি চলছে সুনামগন্জ ও সিলেট জেলার উপরে। মৌলভীবাজার ও হবিগন্জ জেলার উপরে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টির সম্ভাবনা রয়েছ রাত ৩ টার পর থেকে সকাল ৮ টার মধ্যে
চট্রগ্রাম বিভাগ: কুমিল্লা, লক্ষিপুর, চাঁদপুর, খাগড়াছড়ি, বান্দরবান জেলা। (অল্প সম্ভাবনা রাত ৩ টার পর থেকে সকাল ৮ টার মধ্যে।)
ময়মনিসংহ বিভাগ: নেত্রকোনা ও ময়মনসিংহ জেলার জেলার কোন কোন উপজেলা। (অল্প সম্ভাবনা রাত ৩ টার পর থেকে সকাল ৮ টার মধ্যে।)
ঢাকা বিভাগ: নরসিংদী, কিশোরগন্জ ও গাজিপুর, শরিয়তপুর, মুন্সিগন্জ জেলার কোন কোন উপজেলা। (অল্প সম্ভাবনা রাত ৩ টার পর থেকে সকাল ৮ টার মধ্যে।)
খুলনা বিভাগ: কুষ্টিয়া, মেহেরপুর (অল্প সম্ভাবনা রাত ৩ টার পর থেকে সকাল ৮ টার মধ্যে।)
রাজশাহী বিভাগ: রাজশাহী, পাবনা জেলা। (অল্প সম্ভাবনা রাত ৩ টার পর থেকে সকাল ৮ টার মধ্যে।)
রংপুর বিভাগ: আজ রাতে বৃষ্টিপাতের সম্ভাবনা খুবই কম।