একটি বেসরকারি আবহাওয়া পূর্বাভাস ওয়েবসাইট যা বাংলা ভাষায় আবহাওয়া পূর্বাভাস প্রদান করে থাকে একাধিক আবহাওয়া পূর্বাভাস মডেল, কৃত্রিম ভূ-উপগ্রহ ও রাডার থেকে প্রাপ্ত তথ্য বিশ্লেষণের মাধ্যমে।

ঘূর্ণিঝড়

শনিবার রাতের (১১ ই মে, ২০২৪) কালবৈশাখি ঝড় পূর্বাভাস ও নৌযান চলাচল সতর্কতা

Blog Image
Email : 45787k 12k

শনিবার (১১ ই মে, দিবাগত রাত, ২০২৪) রাতের কালবৈশাখি ঝড় পূর্বাভাস ও নৌযান চলাচল সতর্কতা

আজ শনিবার (১১ ই মে, দিবাগত রাত, ২০২৪) বিকেল ৬ টার পর থেকে আগামীকাল রবিবার সকাল ৮ টার মধ্যে পশ্চিমবঙ্গের মধ্য ও দক্ষিনাম্বচলের জেলাগুলো এবং বাংলাদেশের খুলনা, রাজশাহী, রংপুর, ঢাকা, ময়মনিসংহ, বরিশাল, ও চট্রগ্রাম বিভাগের বেশিভাগ উপর দিয়ে কালবৈশাখী ঝড় অতিক্রমের প্রবল আশংকা করা যাচ্ছে। কালবৈশাখী ঝড় দেশের দক্ষিণাঞ্চলের উপর দিয়ে অতিক্রম করার সম্ভব্য সময় রাত ৮ টার পর থেকে ভোর ৬ টা।

আজ রাতে পদ্মা, যমুনা ও মেঘনা নদীতে নৌযান চলাচল সম্পূর্ণ রূপে বন্ধ রাখার পরামর্শ দেওয়া যাছে বিশেষ করে পদ্মা ও মেঘনা নদীর উপরে ঘন্টায় ৭০ থেকে ৯০ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হওয়ার প্রবল আশংকা করা যাচ্ছে। ফলে আজ শনিবার দিবাগত রাতে নৌযান নিয়ন্ত্রণ হারিয়ে যে কোন সময় জাহাজ দুর্ঘটনা ঘটার প্রচণ্ড ঝুঁকি রয়েছে।

Related Post