একটি বেসরকারি আবহাওয়া পূর্বাভাস ওয়েবসাইট যা বাংলা ভাষায় আবহাওয়া পূর্বাভাস প্রদান করে থাকে একাধিক আবহাওয়া পূর্বাভাস মডেল, কৃত্রিম ভূ-উপগ্রহ ও রাডার থেকে প্রাপ্ত তথ্য বিশ্লেষণের মাধ্যমে।

ঘূর্ণিঝড়

বুধবারের (এপ্রিল ১০, ২০২৪) আবহাওয়া পূর্বাভাস ও ঈদের দিনের (১১ ই এপ্রিল) বৃষ্টিপাত পূর্বাভাস

Blog Image
Email : 4686k 12k

বুধবারের (এপ্রিল ১০, ২০২৪) আবহাওয়া পূর্বাভাস ও ঈদের দিনের (১১ ই এপ্রিল) বৃষ্টিপাত পূর্বাভাস

আজ বুধবার দুপুর ১ টার সময়কার কৃত্রিম ভূ-উপগ্রহ থেকে প্রাপ্ত চিত্র, আবহাওয়া সম্পর্কিত বিভিন্ন মানচিত্র ও আবহাওয়া মডেল থেকে প্রাপ্ত পূর্বাভাস বিশ্লেষণ করে আজ দুপুর ১ টার পর থেকে আগামীকাল বৃহঃপতিবার সকাল ১০ টার মধ্যে দেশের বেশিভাগ বিভাগের আকাশ মেঘাচ্ছন্ন থাকলেও বেশিভাগ জেলার উপরে বৃষ্টিপাতের কোন সম্ভাবনা দেখা যাচ্ছে না। আগামী ১৪ ই এপ্রিল পর্যন্ত বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের উপর কিছুটা শুষ্ক আবহাওয়া বিরাজ করার আশংকা করা যাচ্ছে।

ছবি: আজ বুধবার দুপুর ১ টার সময় জাপানের কৃত্রিম ভূ-উপগ্রহ থেকে প্রাপ্ত দৃশ্যমান মানচিত্রে বাংলাদেশের মধ্যভাগ ও ভারতের পশ্চিমবঙ্গের দক্ষিণাঞ্চলের বেশিভাগ জেলার উপরে হালকা থেকে মাঝারি ঘনত্বের সঞ্চরণশীল মেঘের উপস্থিতি দেখা যাচ্ছে যা থেকে উল্লেখযোগ্য পরিমাণে বৃষ্টিপাতের সম্ভাবনা কম।

আজ বুধবার বিভাগ ভিত্তিক বিস্তারিত পূর্বাভাস নিচে উল্লেখ করা হলও:

খুলনা বিভাগ: আজ বুধবার দুপুর ১ টার পর থেকে সন্ধ্যা ৭ টার মধ্যে খুলনা বিভাগের কিছু জেলার উপরে বিচ্ছিন্ন ভাবে খুব স্বল্প সময়ের জন্য সামান্য পরিমাণ বৃষ্টি হতে পারে। বিশেষ করে সাতক্ষীরা, খুলনা যশোর, নড়াইল জেলার উপরে। অন্যান্য জেলাগুলোর উপর বৃষ্টিপাতের সম্ভাবনা অপেক্ষাকৃত কম।

সিলেট বিভাগ: আজ বুধবার সন্ধ্যার পূর্বে সিলেট বিভাগের জেলাগুলোর উপরে বৃষ্টিপাতের সম্ভাবনা অপেক্ষাকৃত কম। রাত ১০ টার পর থেকে ভোর ৬ টার মধ্যে সিলেট বিভাগের সুনামগঞ্জ ও সিলেট জেলার মেঘালয় সীমান্তবর্তী উপজেলাগুলোর উপরে বজ্রপাত সহ হালকা পরিমাণে বৃষ্টিপাতের আশংকা করা যাচ্ছে।

চট্টগ্রাম বিভাগ: আজ বুধবার দুপুর ১ টার পর থেকে আগামীকাল বৃহঃপতিবার সকাল ১০ টার মধ্যে চট্টগ্রাম বিভাগের কোন জেলার উপরে বৃষ্টিপাতের কোন সম্ভাবনা দেখা যাচ্ছে না। আজ দুপুর ১২ টার সময় পুরো দেশের মধ্যে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে কক্সবাজার জেলায় ৩৭ দশমিক ৩ ডিগ্রী সেলসিয়াস ।

বরিশাল বিভাগ: আজ বুধবার দুপুর ১ টার পর থেকে আগামীকাল বৃহঃপতিবার সকাল ১০ টার মধ্যে বরিশাল বিভাগের কোন জেলার উপরে বৃষ্টিপাতের কোন সম্ভাবনা দেখা যাচ্ছে না।

রাজশাহী বিভাগ: আজ বুধবার দুপুর ১ টার পর থেকে আগামীকাল বৃহঃপতিবার সকাল ১০ টার মধ্যে রাজশাহী বিভাগের কোন জেলার উপরে বৃষ্টিপাতের কোন সম্ভাবনা দেখা যাচ্ছে না। আজ বুধবার থেকে আবারও রাজশাহী বিভাগের জেলাগুলোর উপরে তাপ-প্রবাহ শুরু হতে যাচ্ছে যা আগামী ১৪ ই এপ্রিল পর্যন্ত অব্যাহত থাকার আশংকা করা যাচ্ছে। আজ দুপুর ১২ টার সময় পাবনার ইশ্বদী উপজেলায় ৩৬ ডিগ্রী সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।

ঢাকা বিভাগ: আজ বুধবার দুপুর ১ টার পর থেকে আগামীকাল বৃহঃপতিবার সকাল ১০ টার মধ্যে ঢাকা বিভাগের বেশিভাগ জেলার উপরে বৃষ্টিপাতের কোন সম্ভাবনা দেখা যাচ্ছে না। তবে বিচ্ছিন্ন ভাবে ফরিদপুর-মাদারীপুর জেলার কোন-কোন উপজেলার উপরে স্বল্প সময়ের জন্য হালকা পরিমাণে বৃষ্টির কিছু সম্ভাবনা রয়েছে।

আজ থেকে ঢাকা বিভাগের সকল জেলার উপরে দিনের সর্বোচ্চ তাপমাত্রা বৃদ্ধি পেতে থাকার প্রবল আশংকা করা যাচ্ছে। আগামীকাল বৃহঃপতিবার থেকে ঢাকা বিভাগের জেলাগুলোর উপরে তাপ-প্রবাহ শুরু হওয়ার আশংকা করা যাচ্ছে যা আগামী ১৪ ই এপ্রিল পর্যন্ত অব্যাহত থাকতে পারে। তবে এর মধ্যে কিশোরগঞ্জ জেলার বিভিন্ন উপজেলার উপরে বিচ্ছিন্ন ভাবে খুব স্বল্প সময়ের জন্য সামান্য পরিমাণ বৃষ্টি হতে পারে।

ময়মনিসংহ বিভাগ: আজ বুধবার দুপুর ১১ টার পর থেকে আগামীকাল বৃহঃপতিবার সকাল ১০ টার মধ্যে ময়মনসিংহ বিভাগের কোন জেলার উপরে বৃষ্টিপাতের কোন সম্ভাবনা দেখা যাচ্ছে না। আজ থেকে ময়মনিসংহ বিভাগের সকল জেলার উপরে দিনের সর্বোচ্চ তাপমাত্রা বৃদ্ধি পেতে থাকার প্রবল আশংকা করা যাচ্ছে।

রংপুর বিভাগ: আজ বুধবার দুপুর ১১ টার পর থেকে আগামীকাল বৃহঃপতিবার সকাল ১০ টার মধ্যে রংপুর বিভাগের কোন জেলার উপরে বৃষ্টিপাতের কোন সম্ভাবনা দেখা যাচ্ছে না। আগামীকাল বৃহঃপতিবার থেকে আবারও রংপুর বিভাগের জেলাগুলোর উপরে তাপ-প্রবাহ শুরু হওয়ার আশংকা করা যাচ্ছে যা আগামী ১৪ ই এপ্রিল পর্যন্ত অব্যাহত থাকতে পারে।


ভারতের পশ্চিমবঙ্গের উপরে বৃষ্টিপাত ও কালবৈশাখী ঝড়ের পূর্বাভাস

কৃত্রিম ভূ-উপগ্রহ থেকে প্রাপ্ত মেঘের চিত্র, আবহাওয়া সম্পর্কিত বিভিন্ন মানচিত্র ও আবহাওয়া মডেল থেকে প্রাপ্ত পূর্বাভাস বিশ্লেষণ করে আজ বুধবার দুপুর ১ টার পর থেকে আগামীকাল বৃহঃপতিবার সকাল ১০ টার মধ্যে পশ্চিমবঙ্গের ২/১ টি জেলা ছাড়া বেশিভাগ জেলার উপরে বৃষ্টিপাতের কোন সম্ভাবনা দেখা যাচ্ছে না। পশ্চিমবঙ্গের দক্ষিণের বেশিভাগ জেলাগুলোর দিনের সর্বোচ্চ তাপমাত্রা ৩৫ ডিগ্রী সেলসিয়াস এর উপরে উঠা শুরু হয়েছে। চলমান এই তাপ-প্রবাহ পশ্চিমবঙ্গের জেলাগুলোর উপরে আগামী ১৪ ই এপ্রিল পর্যন্ত অব্যাহত থাকার আশংকা করা যাচ্ছে।

 

 

তথ্য সংশোধন:

ভুলবশত আজ দুপুর ১২ টার দেশের সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গা জেলায় উল্লেখ করা হয়েছি। প্রকৃত পক্ষে আজ বুধবার দুপুর ১২ টার সময় দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে কক্সবাজার জেলায় ৩৭ দশমিক ৩ ডিগ্রী সেলসিয়াস। অনিচ্ছাকৃত ভুলের জন্য আন্তরিক ভাবে দুঃখিত।

 


বিশেষ দ্রষ্টব্য:

উপরে উল্লেখিত বৃষ্টিপাত পূর্বাভাস সম্ভাবনা মাত্র। কোন স্থানে বৃষ্টিপাত আবহাওয়া সম্পর্কিত একাধিক শর্ত পূরণের উপর নির্ভর করে। বিভিন্ন বিভাগে বৃষ্টিপাত শুরুর সম্ভব্য সময় থেকে প্রকৃত বৃষ্টিপাত শুরুর সময় এর পার্থক্য ২ থেকে ৪ ঘন্টা পূর্বে বা পরে হতে পারে।

 

 

 

Related Post