একটি বেসরকারি আবহাওয়া পূর্বাভাস ওয়েবসাইট যা বাংলা ভাষায় আবহাওয়া পূর্বাভাস প্রদান করে থাকে একাধিক আবহাওয়া পূর্বাভাস মডেল, কৃত্রিম ভূ-উপগ্রহ ও রাডার থেকে প্রাপ্ত তথ্য বিশ্লেষণের মাধ্যমে।

ঘূর্ণিঝড়

শনিবারের (এপ্রিল ৬, ২০২৪) আবহাওয়া পূর্বাভাস: ৪ টি বিভাগের উপর কালবৈশাখী ঝড় অতিক্রমের আশংকা করা যাচ্ছে।

Blog Image
Email : 590k 12k

শনিবারের (এপ্রিল ৬, ২০২৪) আবহাওয়া পূর্বাভাস: ৪ টি বিভাগের উপর কালবৈশাখী ঝড় অতিক্রমের আশংকা করা যাচ্ছে।

আজ শনিবার সকাল ১১ টা বেজে ৩০ মিনিট সময়কার কৃত্রিম ভূ-উপগ্রহ থেকে প্রাপ্ত চিত্র, আবহাওয়া সম্পর্কিত বিভিন্ন মানচিত্র ও আবহাওয়া মডেল থেকে প্রাপ্ত পূর্বাভাস বিশ্লেষণ করে আজ সকাল ১১ টার পর থেকে আগামীকাল রবিবার সকাল ৮ টার মধ্যে দেশের ৮ টি বিভাগের মধ্যে ৪ টি বিভাগের বিভিন্ন জেলার উপর দিয়ে কালবৈশাখী ঝড়, বজ্রপাত সহ বৃষ্টিপাত অতিক্রমের আশংকা করা যাচ্ছে।


ছবি: জাপানের কৃত্রিম ভূ-উপগ্রহ থেকে প্রাপ্ত সকাল ১১ টা বেজে ৩০ মিনিট সময়কার দৃশ্যমান মানচিত্রে বাংলাদেশের পূর্ব দিকের বিভাগগুলোর উপরে হালকার পরিমাণে মেঘের উপস্থিতি/অনুপস্থিতি দেখা যাচ্ছে।


সিলেট বিভাগ: আজ শনিবার সিলেট বিভাগের জেলাগুলোর উপর দিয়ে ২ থেকে ৩ বার পর্যন্ত কালবৈশাখী ঝড় অতিক্রম করার আশংকা করা যাচ্ছে।

প্রথমবার: দুপুর ১ টার পর থেকে বিকেল ৫ টার মধ্যে সুনামগঞ্জ ও সিলেট জেলার ভারতীয় সীমান্তবর্তী উপজেলাগুলোর (সিলেটের কানাইঘাট, জৈন্তাপুর, কোম্পানীগঞ্জ ও সুনামগঞ্জের ছাতক, সুনামগঞ্জ উপজেলা) উপরে বজ্রপাত সহ হালকা থেকে মাঝারি পরিমাণ বৃষ্টির আশংকা রয়েছে।

দ্বিতীয়বার: সন্ধ্যা ৭ টার পর থেকে রাত ১২ টার মধ্যে সুনামগঞ্জ ও সিলেট জেলার ভারতীয় সীমান্তবর্তী উপজেলাগুলোর বৃষ্টিপাত আস্তে-আস্তে সিলেট ও সুনামগঞ্জ জেলার অভ্যন্তরে অন্যান্য উপজেলার উপরে বিস্তার লাভ করার প্রবল আশংকা করা যাচ্ছে। সিলেট ও সুনামগঞ্জ জেলার উপরে শক্তিশালি কালবৈশাখী ঝড়, তীব্র বজ্রপাত ও শিলাবৃষ্টির আশংকা করা যাচ্ছে এই সময়ের মধ্যে। এই ঝড় হবিগঞ্জ ও মৌলভীবাজার জেলা উপজেলাগুলোর উপরে ছড়িয়া পড়ার আশংকা রয়েছে।

তৃতীয়বার: রাত ১২ টার পর থেকে সকাল ৬ টার মধ্যে সুনামগঞ্জ জেলার ছাতক উপজেলা ও সিলেট জেলার কোম্পানিগঞ্জ উপজেলার উপরে ঝড় শুরু হয়ে দক্ষিণ-পূর্ব দিকে অগ্রসর হয়ে সুনামগঞ্জ ও সিলেট জেলার উপর দিয়ে আসামের করিমগঞ্জ জেলায় প্রবেশের আশংকা রয়েছে।

ময়মনিসংহ বিভাগ: আজ ময়মনিসংহ বিভাগের জেলাগুলোর উপর দিয়ে ২ বার কালবৈশাখী ঝড় অতিক্রমের আশংকা করা যাচ্ছে।

প্রথমবার বিকেল ৪ টার পর থেকে সন্ধ্যা ৭ টার মধ্যে নেত্রকোনা ও ময়মনসিংহ জেলার কিছু উপজেলার উপরে হালকা পরিমাণ বজ্রপাত সহ হালকা থেকে মাঝারি পরিমাণে বৃষ্টির কিছু আশংকা রয়েছে।

দ্বিতীয়বার রাত ৮ টার পর থেকে রাত ১২ টার মধ্যে জামালপুর, নেত্রকোনা ও ময়মনসিংহ জেলার বিভিন্ন উপজেলার উপর দিয়ে বজ্রপাত সহ হালকা থেকে মাঝারি পরিমাণে বৃষ্টির আশংকা রয়েছে। ময়মনিসংহ বিভাগের জেলাগুলোর উপরে মার্বেল সাইজের শিলাবৃষ্টি হওয়ার আশংকা রয়েছে।

চট্টগ্রাম বিভাগ: আজ শনিবার বিকেল ৪ টার পর থেকে রাত ১২ টার মধ্যে চট্টগ্রাম বিভাগের কুমিল্লা, ফেনী, ব্রাক্ষমণবাড়িয়া, উত্তর চট্টগ্রাম, খাগড়াছড়ি, রাঙ্গামাটি জেলার উপরে বজ্রপাত সহ হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাত হওয়ার কিছু সম্ভাবনা রয়েছে।

ঢাকা বিভাগ: আজ শনিবার সন্ধ্যা ৭ টার পর থেকে রাত ৩ টার মধ্যে ঢাকা বিভাগের গাজীপুর ও কিশোরগঞ্জ জেলার কোন-কোন উপজেলার উপরে বজ্রপাত সহ হালকা থেকে মাঝারি পরিমাণে বৃষ্টির কিছু আশংকা রয়েছে। এছাড়া, আজ শনিবার ঢাকা বিভাগের অন্যান্য জেলাগুলোর উপরে কালবৈশাখী ঝড় কিংবা বৃষ্টিপাতের কোন সম্ভাবনা অপেক্ষাকৃত কম। তবে আগামীকাল রবিবার ঢাকা বিভাগের একাধিক জেলার উপর বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

আজ সকাল ১১ টা পর্যন্ত ঢাকা শহরের উপরে বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে না। তবে দুপুর ৩ টার পরে আরও কিছুটা নিশ্চিত হওয়ার যাবে যে আগামী ২৪ ঘন্টায় ঢাকা শহরের উপরে বৃষ্টিপাতের কোন সম্ভাবনা রয়েছে কি না। বিকেল ৪ টার সময় ঢাকা শহরের বৃষ্টিপাত পূর্বাভাস আপডেট করা হবে। ফলে বিকেল ৪ টার পরে আবারও পূর্বাভাস দেখে নেওয়ার জন্য অনুরোধ করা যাচ্ছে।

ঢাকা শহরে আজ রাতে বৃষ্টিপাতের কোন সম্ভাবনা দেখা যাচ্ছে না (আপডেট সময় সন্ধা ৬ টা বেজে ৩০ মিনিট)

বরিশাল বিভাগ: আজ শনিবার দুপুর ১২ টার পর থেকে রাত ১২ টার মধ্যে বরিশাল বিভাগের জেলাগুলোর উপরে বৃষ্টিপাতের কোন সম্ভাবনা দেখা যাচ্ছে না।

রংপুর বিভাগ: আজ শনিবার সন্ধ্যা ৭ টার পর থেকে ভোর ৫ টার মধ্যে রংপুর বিভাগের লালমনিরহাট, কুড়িগ্রাম, গাইবান্ধা ও রংপুর জেলার উপরে বজ্রপাত সহ হালকা পরিমাণে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বৃষ্টিপাতের সম্ভাবনা অপেক্ষাকৃত বেশি লালমনিরহাট ও কুড়িগ্রাম জেলার সীমান্তবর্তী উপজেলাগুলোর উপরে।

রাজশাহী বিভাগ: আজ শনিবার দুপুর ১২ টার পর থেকে আগামীকাল শনিবার সকাল ১০ টার মধ্যে রাজশাহী বিভাগের বেশিভাগ জেলার উপর দিয়ে কালবৈশাখী ঝড় ও বজ্রপাত অতিক্রমের কোন সম্ভাবনা দেখা যাচ্ছে না। তবে বিচ্ছিন্ন ভাবে দুই একটি জেলার উপরে স্বল্প সময়ের জন্য বজ্রপাত সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

খুলনা বিভাগ: আজ শনিবার বিকেল ৫ টার পর থেকে রাত ১২ টার মধ্যে খুলনা বিভাগের সাতক্ষীরা, খুলনা ও বাগেরহাট জেলার উপকূলীয় এলাকার উপজেলাগুলোর উপর দিয়ে হালকা মানের কালবৈশাখী ঝড় ও বজ্রপাত অতিক্রমের কিছু সম্ভাবনা রয়েছে।


ভারতের পশ্চিমবঙ্গের উপরে বৃষ্টিপাত ও কালবৈশাখী ঝড়ের পূর্বাভাস

কৃত্রিম ভূ-উপগ্রহ থেকে প্রাপ্ত মেঘের চিত্র, আবহাওয়া সম্পর্কিত বিভিন্ন মানচিত্র ও আবহাওয়া মডেল থেকে প্রাপ্ত পূর্বাভাস বিশ্লেষণ করে আজ শনিবার বিকেল ৫ টার পর থেকে রাত ১২ টার মধ্যে পশ্চিমবঙ্গের মেদিনীপুর ও দক্ষিণ চব্বিশ-পরগনা জেলার উপর দিয়ে কালবৈশাখী ঝড় ও বজ্রপাত অতিক্রমের কিছু আশংকা রয়েছে। সন্ধা ৭ টার পর থেকে রাত ৩ টার মধ্যে পশ্চিমবঙ্গের সর্ব-উত্তরের দার্জিলিং, জলপাইগুড়ি, কুচবিহার, ও আলিপুরদুয়ার জেলার উপর দিয়ে কালবৈশাখী ঝড় ও বজ্রপাত অতিক্রমের কিছু আশংকা রয়েছে।


৩ দিনের বৃষ্টিপাত পূর্বাভাস (রবিবার, ৯ ই এপ্রিল পর্যন্ত)

মাঝারি থেকে ভারি বৃষ্টির সম্ভাবনা: শুধুমাত্র সিলেট বিভাগের ৪ টি জেলার উপরে ও খুলনা বিভাগের যশোর, ঝিনাইদহ জেলার উপরে।

হালকা পরিমাণে বৃষ্টির সম্ভাবনা: ঢাকা, রাজশাহী ও চট্টগ্রাম বিভাগের জেলাগুলোর উপরে।

১৫ দিনের বৃষ্টিপাত পূর্বাভাস (১৯ শে এপ্রিল পর্যন্ত)

আগামী ১৪ ই এপ্রিল থেকে ১৮ ই এপ্রিল পর্যন্ত বাংলাদেশের সকাল বিভাগের উপর দিয়ে শক্তিশালি কালবৈশাখী ঝড়, তীব্র বজ্রপাত ও শিলাবৃষ্টির অতিক্রমের প্রবল আশংকা করা যাচ্ছে। ঐ সময় দেশের উল্লেখযোগ্য পরিমাণ বৃষ্টিপাতের প্রবল সম্ভাবনা রয়েছে। যেহেতু এপ্রিল মাসের প্রথম দিন থেকেই সিলেট বিভাগের জেলাগুলো ও ভারতের মেঘালয় ও আসাম রাজ্যের পাহাড়ি এলাকাগুলোতে নিয়মিত বৃষ্টির কারণে সিলেটের হাওর এলাকার বিলগুলো বৃষ্টির পানিতে ভরাট হওয়া শুরু হয়েছে। আগামী ১৪ ই এপ্রিল থেকে ১৮ ই এপ্রিল পর্যন্ত সম্ভব্য বৃষ্টিপাতের কারণে সিলেটের হাওড় এলাকা পাহাড়ি ঢলের পানিতে প্লাবিত হওয়ার প্রবল আশংকা করা যাচ্ছে।

দেশের কৃষক, ইট ভাটার মালিক ও অন্যান্য মানুষদের প্রয়োজনীয় ব্যবস্হা নিয়ে রাখার জন্য পরামর্শ দেওয়া যাচ্ছে। বৃষ্টিপাতের এই পূর্বাভাস নিয়মিত আপডেট করা হবে আগামী ১০ দিন।

 

তাপ-প্রবাহ পূর্বাভাস

আজ ৬ ই এপ্রিল পর্যন্ত খুলনা, রাজশাহী, রংপুর, বরিশাল, ঢাকা ও ময়মনসিংহ বিভাগের জেলাগুলোর উপর দিয়ে তাপ-প্রবাহ অতিক্রমের প্রবল আশংকা করা যাচ্ছে। আগামীকাল রবিবার থেকে দেশের উপর দিয়ে চলমান তাপ-প্রবাহের মান কমে আসার সম্ভাবনা রয়েছে যেহেতু ৭ থেকে ৯ ই এপ্রিল পর্যন্ত দেশের বিভিন্ন বিভাগের উপর দিয়ে কালবৈশাখী ঝড় অতিক্রম করার আশংকা করা যাচ্ছে।

 


দেশের উপর দিয়ে চলমান তাপ-প্রবাহের সময় কৃষকদের জন্য পরামর্শ দিয়েছে বাংলাদেশ ধান গবেষণা ইন্সটিটিউট যা নিচে সংযুক্ত করা দেওয়া হলও কৃষদের জন্য।

 

 

 


বিশেষ দ্রষ্টব্য:

উপরে উল্লেখিত বৃষ্টিপাত পূর্বাভাস সম্ভাবনা মাত্র। কোন স্থানে বৃষ্টিপাত আবহাওয়া সম্পর্কিত একাধিক শর্ত পূরণের উপর নির্ভর করে। বিভিন্ন বিভাগে বৃষ্টিপাত শুরুর সম্ভব্য সময় থেকে প্রকৃত বৃষ্টিপাত শুরুর সময় এর পার্থক্য ২ থেকে ৪ ঘন্টা পূর্বে বা পরে হতে পারে।

 

 

 

Related Post