একটি বেসরকারি আবহাওয়া পূর্বাভাস ওয়েবসাইট যা বাংলা ভাষায় আবহাওয়া পূর্বাভাস প্রদান করে থাকে একাধিক আবহাওয়া পূর্বাভাস মডেল, কৃত্রিম ভূ-উপগ্রহ ও রাডার থেকে প্রাপ্ত তথ্য বিশ্লেষণের মাধ্যমে।

ঘূর্ণিঝড়

মঙ্গলবার (ফেব্রুয়ারি ২০, ২০২৪) ও বুধবারের আবহাওয়া পূর্বাভাস: আজ রাত থেকেই বৃষ্টি শুরুর সম্ভাবনা দেখা যাচ্ছে

Blog Image
Email : 4762k 12k

মঙ্গলবার (ফেব্রুয়ারি ২০, ২০২৪) ও বুধবারের আবহাওয়া পূর্বাভাস: আজ রাত থেকেই বৃষ্টি শুরুর সম্ভাবনা দেখা যাচ্ছে

 

বৃষ্টিপাত পূর্বাভাস আপডেট (রাত ৯ টা বেজে ৩০ মিনিট)
খুলনা বিভাগের ভারতীয় সীমান্তবর্তী সাতক্ষীরা জেলার উপর দিয়ে বৃষ্টিপাত বাংলাদেশের প্রবেশ করা শুরু করেছে। রাত ৮ টা বেজে ৩০ মিনিটের পর থেকে ঠিক যেমনটি পূর্বাভাস করা হয়েছিল আজ দুপুরে। রাত ১১ টার মধ্যে যশোর, ঝিনাইদহ, চুয়াডাঙ্গা জেলার উপর বৃষ্টি শুরু হওয়ার প্রবল সম্ভাবনা দেখা যাচ্ছে।
নেত্রকোনা ও সুনামগন্জ জেলার উপরেও বৃষ্টি শুরু হতে যাচ্ছে রাত ৯ টা বেজে ৩০ মিনিটের পর থেকে রাত ১১ টার মধ্যে।
আজ রাতে বৃষ্টির সময় তীব্র বজ্রপাত ও শীলাবৃষ্টি হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে।

বৃষ্টিপাত পূর্বাভাস আপডেট (বিকেল ৪ টা)

আজ মঙ্গলবার বিকেল ৫ টার পর থেকে সকাল ৬ টার মধ্যে ময়মনসিংহ, সিলেট, ঢাকা, ও চট্টগ্রাম বিভাগের উত্তর-পূর্ব দিকের জেলাগুলো ও রাত ৮ টার পর থেকে সকাল ৬ টার মধ্যে খুলনা, বরিশাল বিভাগের সকল জেলা, ঢাকা বিভাগের দক্ষিণের জেলাগুলো ও চট্টগ্রাম বিভাগের জেলাগুলোর উপরে বজ্রপাত সহ হালকা থেকে মাঝারি মানের বৃষ্টির প্রবল সম্ভাবনা দেখা যাচ্ছে।

আজ মঙ্গলবার দুপুর ২ টার সময়কার রাডার ও কৃত্রিম ভূ-উপগ্রহ থেকে প্রাপ্ত চিত্র বিশ্লেষণ করে দেখা যাচ্ছে যে ভারতের পশ্চিমবঙ্গ ও ওড়িশা রাজ্যের সীমান্তবর্তী এলাকা, পশ্চিমবঙ্গ ও ঝাড়খণ্ড রাজ্যের সীমান্তবর্তী এলাকায় মেঘের সৃষ্টি হচ্ছে। একই সময়ে বাংলাদেশ সিলেট, ময়মনসিংহ ও রংপুর বিভাগের মেঘালয় সীমান্ত এলাকায় মেঘের সৃষ্টি হচ্ছে। আবহাওয়া পূর্বাভাস মডেলগুলো থেকে প্রাপ্ত পূর্বাভাসে দেখা যাচ্ছে যে উপরোক্ত স্থান গুলোতে বজ্রপাত সহ বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।

ভারতের পশ্চিমবঙ্গ ও ওড়িশা রাজ্যের সীমান্তবর্তী এলাকা, পশ্চিমবঙ্গ ও ঝাড়খণ্ড রাজ্যের সীমান্তবর্তী এলাকায় বজ্রপাত সহ বৃষ্টি শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে বিকেল ৪ টার পর থেকে সন্ধ্যা ৭ টার মধ্যে। এই বৃষ্টিপাত দক্ষিণ-পূর্ব দিকে অগ্রসর হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। ফলে শুরুতে কোলকাতা, হাওড়া, হগলি জেলার উপরে বৃষ্টি ঝড়িয়ে তার পরে বাংলাদেশের খুলনা বিভাগের জেলাগুলোর উপরে প্রবেশের সম্ভাবনা রয়েছে রাত ৮ টার পর থেকে রাত ১২ টার মধ্যে। বাংলাদেশের প্রবেশের পরে খুলনা, ঢাকা, ও বরিশাল বিভাগের জেলাগুলোর উপর দিয়ে অতিক্রম করে চ্রগ্রাম বিভাগের উত্তর দিকের জেলাগুলোর উপর দিয়ে ভারতের ত্রিপুরা রাজ্যে প্রবেশের সম্ভাবনা রয়েছে।


পক্ষান্তরে বাংলাদেশ সিলেট, ময়মনসিংহ ও রংপুর বিভাগের মেঘালয় সীমান্ত এলাকায় মেঘের সৃষ্টি হচ্ছে তার কারণে ময়মনিসংহ ও সিলেট বিভাগের সীমান্তবর্তী মেঘালয় পর্বতের উপরে বৃষ্টিপাত সৃষ্টি হয়ে তা নেত্রকোনা, সুনামগঞ্জ ও সিলেট বিভাগের সীমান্ত অতিক্রম করে দক্ষিণ-পূর্ব দিকে অগ্রসর হয়ে নেত্রকোনা, ময়মনিসংহ, কিশোরগঞ্জ, ব্রাক্ষমণবাড়িয়া ও সিলেট বিভাগের ৪ টি জেলার উপর দিয়ে অতিক্রম করে ভারতের আসাম ও ত্রিপুরা রাজ্যে প্রবেশের সম্ভাবনা রয়েছে। বৃষ্টিপাতের সম্ভব্য সময় সন্ধ্যা ৭ টার পর থেকে রাত ১২ টা।


ছবি: কৃত্রিম ভূ-উপগ্রহ থেকে প্রাপ্ত দুপুর ২ টা বেজে ৩০ মিনিটের সময় প্রাপ্ত মেঘের চিত্র।


২০ থেকে ২৪ শে ফেব্রয়ারী বাংলাদেশের উপরে উল্লেখযোগ্য পরিমাণে বৃষ্টিপাতের সম্ভাবনা

ফেব্রুয়ারি মাসের অবশিষ্ট সময়ে ভারতীয় উপমহাদেশের উপর দিয়ে কমপক্ষে ২ টা এক্সট্রা-ট্রপিকাল জেট স্ট্রিম অতিক্রম করার সম্ভাবনা নির্দেশ করতেছে আবহাওয়া পূর্বাভাস মডেলগুলো। ফলে ফেব্রুয়ারি মাসের অবশিষ্ট ২ সপ্তাহের মধ্য বাংলাদেশের উপরে ২ বার বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। প্রথম বৃষ্টিপাতটির সম্ভব্য সময় ২০ থেকে ২৪ শে ফেব্রয়ারী ও দ্বিতীয় বৃষ্টিপাতের সম্ভব্য সময় ২৯ শে ফেব্রুয়ারি থেকে ৩ রা মার্চ।

আজ ২০ ই ফেব্রুয়ারি মঙ্গলবার বিশ্বের ৮ দেশের আবহাওয়া পূর্বাভাস মডেল হতে প্রাপ্ত সর্বশেষ পূর্বাভাস বিশ্লেষণ করে দেখা যাচ্ছে আজ ২০ শে ই ফেব্রুয়ারি সন্ধ্যার পর থেকে ২৪ ই ফেব্রুয়ারি দিবাগত রাত ১২ টার মধ্যে পুরো বাংলাদেশের বেশিভাগ জেলার উপরে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টির প্রবল সম্ভাবনা রয়েছে। আজ সন্ধ্যার পর থেকে শুরু করে ২৪ শে ফেব্রয়ারী মধ্যরাত পর্যন্ত প্রত্যেকদিনই সিলেট বিভাগের জেলাগুলোর উপরে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

আবহাওয়া পূর্বাভাস মডেলগুলোর পূর্বাভাস অনুসারে সিলেট বিভাগের বিভিন্ন জেলার উপরে আগামী ৪ দিনে (২২ থেকে ২৪ শে ফেব্রুয়ারির মধ্যে) ৫০ থেকে ৭৫ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়া ময়মনসিংহ, ঢাকা ও চট্টগ্রাম বিভাগের বিভিন্ন জেলায় ১০ থেকে ৫০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। অপেক্ষাকৃত কম পরিমাণ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে খুলনা, বরিশাল ও রংপুর বিভাগের জেলাগুলোর উপরে।

ছবি: ইউরোপিয়ান ইউনিয়নের ইন্টিগ্রেটেড ফোরকাস্টিং সিস্টেম মডেল থেকে প্রাপ্ত নিচের চিত্রের দেখা যাচ্ছে সম্ভাব্য মোট বৃষ্টিপাতের পরিমাণ (২৪ শে ফেব্রুয়ারি রাত ১২ টার মধ্যে)।


ভারতের পশ্চিমবঙ্গের উপরে বৃষ্টিপাত পূর্বাভাস

আজ মঙ্গলবার দুপুর ৩ টার পর থেকে আগামীকাল বুধবার দুপুর ৩ টার মধ্যে পশ্চিমবঙ্গের দক্ষিণ-পশ্চিম দিকের মেদিনীপুর, বান্কুরা, পুরুলিয়া, হাওড়া, হুগলী, উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা জেলার উপরে বজ্রপাত সহ হালকা থেকে মাঝারি পরিমাণ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বৃষ্টিপাতের সম্ভাবনা অপেক্ষাকৃত বেশি আজ বিকেল ৪ টার পর থেকে রাত ১২ টার মধ্যে।

 

 

Related Post