একটি বেসরকারি আবহাওয়া পূর্বাভাস ওয়েবসাইট যা বাংলা ভাষায় আবহাওয়া পূর্বাভাস প্রদান করে থাকে একাধিক আবহাওয়া পূর্বাভাস মডেল, কৃত্রিম ভূ-উপগ্রহ ও রাডার থেকে প্রাপ্ত তথ্য বিশ্লেষণের মাধ্যমে।

ঘূর্ণিঝড়

বৃহঃপতিবার (ফেব্রুয়ারি ১৫, ২০২৪) ও শুক্রবারের আবহাওয়া পূর্বাভাস

Blog Image
Email : 45813k 12k

বৃহঃপতিবার (ফেব্রুয়ারি ১৫, ২০২৪) ও শুক্রবারের আবহাওয়া পূর্বাভাস

বৃষ্টিপাত পূর্বাভাস আপডেট (সময় দুপুর ৩ টা বেজে ৩০ মিনিট)

বিকেল ৪ টা থেকে ৫ টার মধ্যে বজ্রপাত সহ হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাতে শুরু হতে যাচ্ছে চুয়াডাঙ্গা, মেহেরপুর, যশোর, ঝিনাইদহ, কুষ্টিয়া জেলার উপরে। এই বৃষ্টি উত্তর-পূর্ব দিকে রাজশাহী, ঢাকা ও ময়মনিসংহ বিভাগের জেলাগুলোর দিকে অগ্রসর হওয়ার প্রবল সম্ভাবনা দেখা যাচ্ছে। সন্ধ্যা ৭ টার পর থেকে রাত ১০ টার মধ্যে ঢাকা শহরের উপরে হালকা পরিমাণে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে সম্ভাবনা বেশি ফরিদপুর, মাদারীপুর, মাগুরা, রাজবাড়ী, পাবনা, মানিকগঞ্জ, টাঙ্গাইল, জামালপুর, গাজীপুর, নেত্রকোনা, সুনামগঞ্জ জেলার উপরে বৃষ্টির।

আজ বৃহঃপতিবার দুপুর ২ টার পর থেকে আগামীকাল শুক্রবার দুপুর ২ টার মধ্যে রংপুর, রাজশাহী, খুলনা ময়মনসিংহ, ঢাকা, ও সিলেট বিভাগের একাধিক জেলার উপরে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে। আজ রাত ১০ টার পর থেকে রাত ৩ টার মধ্যে ঢাকা শহরের উপরে বৃষ্টিপাতের সামান্য সম্ভাবনা রয়েছে।

আজ বৃহঃপতিবার দুপুর ২ টার সময়কার রাডার ও কৃত্রিম ভূ-উপগ্রহ থেকে প্রাপ্ত চিত্র বিশ্লেষণ করে দেখা যাচ্ছে যে পশ্চিমবঙ্গের বান্কুরা ও বর্ধমান জেলার উপরে বজ্রপাত সহ বৃষ্টিপাত হওয়া একটি মেঘে খুলনা বিভাগের দিকে অগ্রসর হচ্ছে। এই বজ্র-মেঘটি আজ বিকেল ৪ টা থেকে সন্ধ্যা ৬ টার মধ্যে খুলনা বিভাগের উত্তরের জেলাগুলোর (যশোর, চুয়াডাঙ্গা, মেহেরপুর, কুষ্টিয়া) উপর দিয়ে বাংলাদেশের প্রবেশের প্রবল সম্ভাবনা দেখা যাচ্ছে। এই বৃষ্টি রাজশাহী বিভাগের দক্ষিণ-পূর্ব দিকের জেলাগুলোর (রাজশাহী, নাটোর, পাবনা, সিরাজগঞ্জ) উপর দিয়ে অতিক্রম করার সম্ভাবনা রয়েছে সন্ধ্যা ৬ টা থেকে রাত ১০ টার মধ্যে। খুলনা বিভাগের উপর দিয়ে বৃষ্টি ঢাকা ও ময়মনসিংহ বিভাগের দিকে অগ্রসর হওয়ার সম্ভাবনা রয়েছে। বিশেষ করে ঢাকা বিভাগের ফরিদপুর, মাদারীপুর, রাজবাড়ি, মানিকগঞ্জ, টাঙ্গাইল, গাজীপুর, কিশোরগঞ্জ জেলার উপরে দিয়ে অতিক্রম করার সম্ভাবনা রয়েছে।


ছবি: কৃত্রিম ভূ-উপগ্রহ থেকে প্রাপ্ত দুপুর ২ টার মেঘের চিত্র।

 

আগামী ২৪ ঘন্টায় অপেক্ষাকৃত বেশি পরিমাণে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে খুলনা ও রাজশাহী বিভাগের জেলাগুলোর উপরে। বিশেষ করে রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, পাবনা, নাটোর, সিরাজগঞ্জ, জেলার উপরে ও খুলনা বিভাগের কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, মেহেরপুর, ঝিনাইদহ জেলার উপরেও। চুয়াডাঙ্গা, কুষ্টিয়া, রাজশাহী, নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জ, ও পাবনা জেলার উপরে বজ্রপাত হওয়ার সম্ভাবনা রয়েছে।

ছবি: বজ্রপাত চিত্র।

বজ্রপাত পূর্বাভাস:

আজ বৃহঃপতিবার বিকেল ৫ টার পর থেকে রাত ৮ টার মধ্যে খুলনা বিভাগের সাতক্ষীরা, যশোর, খুলনা, ও বাগেরহাট জেলার উপরে বজ্রপাতের সম্ভাবনা রয়েছে। রাত ৯ টার পর থেকে ভোর ৪ টার মধ্যে রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ, পাবনা, কুষ্টিয়া, মেহেরপুর, চুয়াডাঙ্গা, ও ঝিনাইদহ জেলার উপরে বজ্রপাত হওয়ার সম্ভাবনা রয়েছে।


আজকের দৈনন্দিন সর্বনিম্ন তাপমাত্রা ও আগামীকাল সকালের শৈত্যপ্রবাহ আপডেট

আজ বৃহঃপতিবার (ফেব্রুয়ারি ১৫, ২০২৪) পুরো দেশের মধ্যে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে রংপুর বিভাগের পঞ্চগড় জেলায় ১৩ দশমিক ৬ ডিগ্রী সেলসিয়াস।

ভারতের পশ্চিমবঙ্গের উপরে বৃষ্টিপাত, বজ্রপাত ও শিলাবৃষ্টি পূর্বাভাস

আজ বৃহঃপতিবার দুপুর ২ টার সময় পশ্চিমবঙ্গের বান্কুরা ও বর্ধমান জেলার উপরে বজ্রপাত সহ বৃষ্টি হচ্ছে যা দক্ষিণ-পূর্ব দিকে কোলকাতা শহরের দিকে অগ্রসর হচ্ছে। দুপুরে ৩ টা থেকে সন্ধ্যা ৬ টার মধ্যে কোলকাতা শহরে ও এর চার-পাশের এলাকাগুলোর উপরে বজ্রপাত সহ হালকা থেকে মাঝারি মানের বৃষ্টির প্রবল সম্ভাবনা দেখা যাচ্ছে। আজ দুপুর ২ টার পর থেকে রাত ১২ টার মধ্যে হাওড়া, হুগলী, উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা, নদীয়া, মুর্শিদাবাদ, বর্ধমান, মালদহ, দক্ষিণ দিনাজপুর জেলার উপরে হালকা থেকে ??াঝারি মানের বৃষ্টিপাতের প্রবল সম্ভাবনা দেখা যাচ্ছে।

আজ রাত বৃহঃপতিবার দুপুর ২ টার পর থেকে আগামীকাল শুক্রবার দুপুর ২ টার মধ্যে পশ্চিমবঙ্গের দক্ষিণ ও মধ্যাঞ্চলের বেশিভাগ জেলার উপরে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাতের প্রবল সম্ভাবনা দেখা যাচ্ছে।

 

Related Post