৩১ শে জানুয়ারি থেকে ৬ ই ফেব্রুয়ারির মধ্যে দেশের সকল জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে।
- পশ্চিমা লঘুচাপের প্রভাবে আবারও বাংলাদেশের মাঝারি থেকে ভারি বৃষ্টিপাতের প্রবল সম্ভাবনা দেখা যাচ্ছে ৩১ শে জানুয়ারি থেকে ৬ ই ফেব্রুয়ারির মধ্যে। অর্থাৎ, পরবর্তী বৃষ্টি পুরো এক সপ্তাহ ধরে চলার সম্ভাবনা রয়েছে। তবে প্রতিদিনই সকল বিভাগে বৃষ্টি হবে না।
- ৩১ শে জানুয়ারি থেকে ৬ ই ফেব্রুয়ারির মধ্যে বাংলাদেশের বিভিন্ন বিভাগের উপরে উল্লেখযোগ্য পরিমাণে বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে।
- ৩১ শে জানুয়ারি খুলনা, রাজশাহী, ঢাকা, ময়মনিসংহ ও সিলেট বিভাগের জেলাগুলোর উপরে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
- ফেব্রুয়ারির ১ ও ২ তারিখে খুলনা, ঢাকা, বরিশাল, ও চট্টগ্রাম বিভাগের জেলাগুলোর উপরে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
- ফেব্রুয়ারির ৪ ও ৫ তারিখে সিলেট বিভাগের জেলাগুলোর উপরে মাঝারি থেকে ভারি ও চট্টগ্রাম বিভাগের জেলাগুলোর উপরে হালকা মানের বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
ছবি: ইউরোপিয়ান ইউনিয়নের ইন্টিগ্রেটেড ফোরকাস্টিং সিস্টেম মডেল অনুসারে জানুয়ারির ৩১ তারিখ থেকে ফেব্রুয়ারি মাসের ৫ তারিখ সকাল ৬ টা পর্যন্ত বিভিন্ন বিভাগ ও জেলার উপরে সম্ভব্য মোট বৃষ্টিপাতের পরিমাণ।