মঙ্গলবার মধ্যরাতের পর থেকে বুধবার মধ্যরাতের মধ্যে বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের উপরে বৃষ্টিপাতের প্রবল সম্ভাবনা রয়েছে
পশ্চিমা লঘুচাপের প্রভাবে ভারতের পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের উপরে আজ মঙ্গলবার (২৩ শে জানুয়ারি, ২০২৪) মধ্যরাতের পর থেকে ২৫ শে জানুয়ারি বৃহঃপতিবার দুপুর এর মধ্যে বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে।এই সময়ের মধ্যে দেশের বিভিন্ন জেলার উপরে ৫ থেকে ২০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। অপেক্ষাকৃত বেশি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আগামীকাল সকাল থেকে সন্ধ্যার মধ্যে। ২৫ শে জানুয়ারি খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কোন-কোন জেলার উপরে সামান্য পরিমাণ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
------> বৃষ্টি শুরুর সম্ভাবনা রয়েছে আজ মঙ্গলবার রাত ১০ টার পর থেকে রাত ৩ টার মধ্যে। বৃষ্টিপাত প্রথমে খুলনা বিভাগে??? সাতক্ষীরা, যশোর, চুয়াডাঙ্গা, মেহেরপুর ও কুষ্টিয়া জেলার উপর দিয়ে বাংলাদেশের প্রবেশের সম্ভাবনা বেশি।
-----> মূল বৃষ্টিপাত ও খুলনা বিভাগের জেলাগুলোর উপর দিয়ে বাংলাদেশে প্রবেশের সম্ভাবনা বেশি। মূল বৃষ্টিপাত বাংলাদেশের প্রবেশের সম্ভব্য সময় ভোর ৪ টার পর থেকে আগামীকাল বুধবার সকাল ৮ টার মধ্যে।
------> বৃষ্টিপাত দক্ষিণ-পশ্চিম দিক দিয়ে বাংলাদেশের খুলনা বিভাগ দিয়ে প্রবেশ করে উত্তর-পূর্ব দিকের বিভাগগুলোর (বরিশাল, ঢাকা, চট্টগ্রাম) উপর দিয়ে ভারতের ত্রিপুরা রাজ্যে প্রবেশের সম্ভাবনা বেশি।
১০ থেকে ২০ মিলিমিটার বৃষ্টির সম্ভাবনা (২ দিনে) রয়েছে নিম্নলিখিত জেলাগুলোর উপরে:
সাতক্ষীরা, খুলনা, যশোর, নড়াইল, বাগেরহাট, গোপালগঞ্জ, বরিশাল, শরিয়তপুর, মুন্সিগন্জ, লক্ষ্মীপুর, চাঁদপুর, বরগুনা, পিরোজপুর, পটুয়াখালী, ভোলা, নোয়াখালী, ফেনী, কুমিল্লা জেলার উপরে।
৫ থেকে ১০ মিলিমিটার বৃষ্টির সম্ভাবনা (২ দিনে) রয়েছে নিম্নলিখিত জেলাগুলোর উপরে:
ঝিনাইদহ, মাগুরা, কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, মেহেরপুর, ফরিদপুর, মাদারীপুর, মানিকগঞ্জ, ব্রাক্ষমনবাড়িয়া, ঢাকা, নরসিংদী, চট্টগ্রাম, খাগড়াছড়ি, রাঙ্গামাটি, বান্দরবন, কক্সবাজার জেলায়।
ছবি: ইউরোপিয়ান ইউনিয়নের ইন্টিগ্রেটেড ফোরকাস্টিং সিস্টেম মডেল থেকে প্রাপ্ত নিচের চিত্রের দেখা যাচ্ছে সম্ভাব্য মোট বৃষ্টিপাতের পরিমাণ।
ছবি: দক্ষিন কোরিয়ার আবহাওয়া পূর্বাভাস মডেল থেকে প্রাপ্ত চিত্রে দেখা যাচ্ছে সম্ভাব্য মোট বৃষ্টিপাতের পরিমাণ