বৃষ্টিপাত পূর্বাভাস: আজ ভোর ৪ টার পর থেকে বিকেল ৫ টার মধ্যে খুলনা ও বরিশাল বিভাগের জেলাগুলোর উপরে বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে।
বাংলাদেশ বিমানবাহিনীর যশোর জেলায় অবস্থিত রাডার থেকে প্রাপ্ত চিত্র বিশ্লেষণ করে দেখা যাচ্ছে যে পশ্চিমা লঘু চাপের প্রভাবে সৃষ্ট নিম্নচাপের কারণে ভারতের পশ্চিমবঙ্গ ও ঝাড়খণ্ড রাজ্যের সীমান্ত সংলগ্ন পশ্চিমবঙ্গের পুরুলিয়া, বান্কুরা, বর্ধমান, ও বীরভূম জেলার উপরে বৃষ্টি-যুক্ত মেঘের সৃষ্টি হয়ে তা দক্ষিণ-পূর্ব দিকে পশ্চিমবঙ্গের দক্ষিণ-পূর্ব দিকে জেলা ও বাংলাদেশের খুলনা বিভাগের দিকে অগ্রসর হচ্ছে।
আশংকা করা যাচ্ছে যে আজ ভোর ৪ টার পর থেকে বিকেল ৫ টার মধ্যে খুলনা, বরিশাল, ঢাকা, ও চট্টগ্রাম বিভাগের কোন-কোন জেলার উপরে হালকা পরিমাণে বৃষ্টিপাতের হতে পারে। নিম্নলিখিত জেলাগুলোর উপর দিয়ে হালকা পরিমাণে বৃষ্টি অতিক্রম করার সম্ভাবনা দেখা যাচ্ছে:
খুলনা বিভাগ: চুয়াডাঙ্গা, মেহেরপুর, ঝিনাইদহ, যশোর, খুলনা, মাগুরা, নড়াইল
ঢাকা বিভাগ: গোপালগঞ্জ, মাদারীপুর, শরিয়তপুর
বরিশাল বিভাগ: সকল জেলা
বিশেষ দ্রষ্টব্য: আজ বৃষ্টিপাতের সম্ভাবনা খুবই সামান্য।
বৃষ্টি উত্তর-পশ্চিম দিক থেকে দক্ষিণ-পূর্ব দিকে অগ্রসর হচ্ছে। অর্থাৎ। খুলনা বিভাগের দিক থেকে চট্টগ্রাম বিভাগের দিকে। ফলে খুলনা বিভাগের জেলাগুলোর উপরে শুরুতে (ভোর ৪ টার পর থেকে সকাল ১০ টার মধ্যে), ও সকাল ৮ টার পর থেকে দুপুর ১২ টার মধ্যে বরিশাল বিভাগের জেলাগুলোর উপরে ও সকাল ১০ টার পর থেকে বিকেল ৫ টার মধ্যে চট্টগ্রাম বিভাগের জেলাগুলোর উপরে।