একটি বেসরকারি আবহাওয়া পূর্বাভাস ওয়েবসাইট যা বাংলা ভাষায় আবহাওয়া পূর্বাভাস প্রদান করে থাকে একাধিক আবহাওয়া পূর্বাভাস মডেল, কৃত্রিম ভূ-উপগ্রহ ও রাডার থেকে প্রাপ্ত তথ্য বিশ্লেষণের মাধ্যমে।

ঘূর্ণিঝড়

২০২৪ সালের প্রথম দিনে পুরো বিশ্বের মধ্যে বায়ু দূষণে ২ নম্বর স্থানে ঢাকা শহর

Blog Image
Email : 79108k 12k

২০২৪ সালের প্রথম দিনে পুরো বিশ্বের মধ্যে বায়ু দূষণে ২ নম্বর স্থানে ঢাকা শহর

২০২৪ সালের প্রথম দিনেই পুরো বিশ্বের মধ্যে বায়ু দূষণে ২ নম্বর স্থান অর্জন করেছে ঢাকা শহর। বায়ু দুষনের এই রেকর্ডের জন্য বর্ষবরণ রাতের অনিয়ন্ত্রিত আতশবাজির একটি বিরাট ভূমিকা রয়েছে। বাংলাদেশ ও ভারতের ঊর্ধ্ব আকাশে বায়ুর নিম্নচাপ ও ভূ-পৃষ্ঠের কাছা-কাছি স্থানে বায়ুর উচ্চ-চাপ অবস্থা বিরাজ করতেছে গত ১ সপ্তাহ থেকে। কোন স্থানের আকাশে যখন বায়ুর চাপের এই অবস্থা বিরাজ করে সেই সময় ভূ-পৃষ্ঠের কাছা-কাছি স্থানে সৃষ্ট সকল বায়ুদূষণ ঐ স্থানেই জমা হয়ে থাকে বায়ু তাড়িত হয়ে তা অন্য স্থানে ছড়িয়ে যেতে পারে না। ফলে গতকাল নববর্ষের রাতে ঢাকা শহরের উপরে যে আতশবাজি হয়েছে তার কারণে সৃষ্ট সকল ধুয়া ও দুষিত পদার্থ ঢাকা শহরের উপরেই অবস্থান করতেছে। যার ফলাফল ২০২৪ সালের প্রথম দিনে পুরো বিশ্বের মধ্যে বায়ু দূষণে ২ নম্বর স্থান অর্জন করা।

 

আমেরিকার স্বাধীনতার দিবসের রাতে যে আতশবাজি হয় তার কারণে আমেরিকায় পিএম ২ দশমিক ৫ এর মান ৩৫০ গুন পর্যন্ত বৃদ্ধিপায় ও তা ২৪ থেকে ৪৮ ঘন্টা পর্যন্ত স্হায়ী হয়। What fireworks do to your air quality on July 4th?

Related Post