বুধবারের বৃষ্টিপাত ও কুয়াশা পূর্বাভাস এবং বঙ্গোপসাগরে সম্ভব্য ঘূর্ণিঝড় এর আপডেট ৯
বঙ্গোপসাগরে সম্ভব্য ঘূর্ণিঝড় আপডেট ৯, নভেম্বর ২৯, ২০২৩
আন্দামান ও নিকবার দ্বীপের দক্ষিণ-পূর্ব পাশে যে লঘুচাপটি সৃষ্টি হয়েছে তা প্রায় একই স্থানে স্হীর অবস্থায় রয়েছে সৃষ্টি হওয়ার পর থেকে। লঘুচাপ টির কেন্দ্রে আজ বুধবার দুপুর ৩ টার সময় ৬ দশমিক ৬ দশমিক ২ ডিগ্রী উত্তর অক্ষাংশ ও ৯২ দশমিক ৬ ডিগ্রী পূর্ব দ্রাঘিমাংশের উপরে অবস্থান করে আরও সংগঠিত হচ্ছিল।
লঘুচাপটি বর্তমানে যে স্থানে রয়েছে সেই সহান ঘূর্ণিঝড় সৃষ্টির জন্য খুবই অনুকূল পরিবেশ বিরাজ করতেছে। ঐ স্থানে সমুদ্রের পানির তাপমাত্রা ২৯ থেকে ৩০ ডিগ্রী সেলসিয়াস, সমুদ্র পৃষ্ঠের উপরে বাতাসের গড় গতিবেগ ঘন্টায় ২৫ থেকে ৩০ কিলোমিটার ও উল্লম্ব বায়ুশিয়ার এর মান ৫ থেকে ১৫ নটিকাল মাইল বিরাজ করতেছে।
আবহাওয়া পূর্বাভাস মডেলগুলো হতে প্রাপ্ত সর্বশেষ পূর্বাভাস অনুসারে লঘুচাপটি ডিসেম্বর মাসের ১ তারিখের মধ্যে গভীর নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে। লঘুচাপটি ডিসেম্বর মাসের ২ তারিখ পর্যন্ত বর্তমান অবস্থান থেকে উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হতে থাকবে ও এর পরে দিক পরিবর্তন করে উত্তর-পূর্ব দিকে বাংলাদেশ ও মায়ানমার উপকূলের দিয়ে অগ্রসর হওয়ার সম্ভাবনা নির্দেশ করতেছে প্রধান-প্রধান আবহাওয়া পূর্বাভাস মডেলগুলো।
ইউরোপিয়ান ইউনিয়ন ও আমেরিকার আবহাওয়া পূর্বাভাস মডেল অনুসারে ঘূর্ণিঝড় হিসাবেই বাংলাদেশ ও মায়ানমার এর রাখাই রাজ্যের মধ্যবর্তী উপকূলীয় এলাকার উপরে দিয়ে স্থল ভাগে আঘাত করার সম্ভাবনা রয়েছে ডিসেম্বর মাসের ৫ থেকে ৬ তারিখের মধ্যে।
ছবি বর্ণনা: ইউরোপিয়ান ইউনিয়নের ইন্টিগ্রেটেড ফোরকাস্ট সিস্টেম নামক আবহাওয়া মডেল (ECMWF Integrated Forecasting System) হতে প্রাপ্ত সম্ভব্য ঘূর্ণিঝড়টির ৫১ টি সম্ভব্য যাত্রাপথ ও বাতাসের গতিবেগের চিত্র। এই চিত্রটিকে আবহাওয়া বিজ্ঞানের ভাষায় এনসেম্বল আবহাওয়ার পূর্বাভাস (Ensemble weather forecast) বলা হয়।
ছবি বর্ণনা: আমেরিকার গ্লোবাল ফোরকাস্ট সিস্টেম মডেল এর পূর্বাভাস অনুসারে সম্ভব্য ঘূর্ণিঝড়টির ৩১ টি সম্ভব্য যাত্রাপথ ও বাতাসের গতিবেগের চিত্র। এই চিত্রটিকে আবহাওয়া বিজ্ঞানের ভাষায় এনসেম্বল আবহাওয়ার পূর্বাভাস (Ensemble weather forecast) বলা হয়।
ছবি বর্ণনা: ইউরোপিয়ান ইউনিয়নের ইন্টিগ্রেটেড ফোরকাস্ট সিস্টেম নামক আবহাওয়া মডেল (ECMWF Integrated Forecasting System) হতে প্রাপ্ত সম্ভব্য ঘূর্ণিঝড়টির ৫১ টি সম্ভব্য যাত্রাপথ ও বাতাসের গতিবেগের চিত্র। এই চিত্রটিকে আবহাওয়া বিজ্ঞানের ভাষায় এনসেম্বল আবহাওয়ার পূর্বাভাস (Ensemble weather forecast) বলা হয়।