বঙ্গোপসাগরে নিম্নচাপ/ঘূর্ণিঝড় (মিধিলি) সৃষ্টির সম্ভাবনা
(আপডেট: ৫, নভেম্বর ১৩, ২০২৩)
আবহাওয়া পূর্বাভাস মডেলগুলো হতে প্রাপ্ত ১৩ ই নভেম্বরের পূর্বাভাস তথ্য বিশ্লেষণ করে দেখা যাচ্ছে যে আগামীকাল ১৪ ই নভেম্বর দুপুরের পর থেকে ১৫ ই নভেম্বর দুপুরের মধ্যে দক্ষিণ মধ্য বঙ্গোপসাগরে ১ টি লঘু চাপ সৃষ্টির প্রবল সম্ভাবনা রয়েছে। লঘু চাপটি ভারতের আন্দামান ও নিকবার দ্বীপের উত্তর-পশ্চিম পাশে সৃষ্টির সম্ভাবনা বেশি। লঘুতাটি ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার সম্ভাবনা অপেক্ষাকৃত কম। কারণ অক্টোবর মাসে ২৪ তারিখে বাংলাদেশের চট্টগ্রাম ও কক্সবাজার উপকূলে আঘাত করা ঘূর্ণিঝড় হামুন এর কারণে উত্তর বঙ্গোপসাগরের সামুদ্রের পানিতে জমা থাকা অনেক শক্তি ক্ষয় হয়ে গিয়েছে ও নতুন করে শক্তি জমা হতে সময় লাগতেছে।
আমেরিকার গ্লোবাল ফোরকাস্ট সিস্টেম নামক আবহাওয়া পূর্বাভাস মডেল (Global Forecast System) ও ইউরোপিয়ান ইউনিয়নের ইন্টিগ্রেটেড ফোরকাস্ট সিস্টেম নামক আবহাওয়া মডেল (ECMWF Integrated Forecasting System) হতে প্রাপ্ত সর্বশেষ পূর্বাভাস অনুসারে লঘুচাপটি ভারতের পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের খুলনা ও বরিশাল বিভাগের উপকূলীয় এলাকার মধ্যবর্তী জেলাগুলোর উপর দিয়ে স্থল ভাগে আঘাত করার সম্ভাবনা রয়েছে নভেম্বর মাসের ১৬ তারিখ দুপুর ১২ টার পর থেকে ১৭ ও নভেম্বর দুপুর ১২ টার মধ্যে। গত ৫ দিনের মধ্যে আজই প্রথম আমেরিকান ও ইউরোপিয়ান ইউনিয়নের ২ টি মডেলই নির্দেশ করতেছে যে সম্ভব্য লঘুচাপ/নিম্নচাপটি ভারতের পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের খুলনা ও বরিশাল বিভাগের উপকূলীয় এলাকার মধ্যবর্তী জেলাগুলোর উপর দিয়ে স্থল ভাগে আঘাত করার সম্ভাবনা রয়েছে। তবে আমেরিকান মডেল নির্দেশ করতেছে যে নিম্নচাপ হিসাবে উপকূলে আঘাত করবে; পক্ষান্তরে ঊরোপিয়ান ইউনিয়নের মডেল অনুসারে লঘুচাপ হিসাবে স্থল ভাগে আঘাত করার সম্ভাবনা বেশি।
ছবি বর্ণনা: আমেরিকার গ্লোবাল ফোরকাস্ট সিস্টেম নামক আবহাওয়া পূর্বাভাস মডেলের (Global Forecast System) পূর্বাভাস অনুসারে সম্ভব্য লঘুচাপটি নিম্নচাপে পরিণত হয়ে বাংলাদেশের খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের উপকূলীয় এলাকার মধ্যবর্তী জেলাগুলোর উপর দিয়ে স্থল ভাগে আঘাত করার সম্ভাবনা রয়েছে নভেম্বর মাসের ১৬ তারিখের পর থেকে ১৭ তারিখের মধ্যে।
ছবি বর্ণনা: ইউরোপিয়ান ইউনিয়নের ইন্টিগ্রেটেড ফোরকাস্ট সিস্টেম নামক আবহাওয়া মডেল (ECMWF Integrated Forecasting System) হতে প্রাপ্ত সম্ভব্য ঘূর্ণিঝড় মিধিলি এর ৫১ টি সম্ভব্য যাত্রাপথ ও বাতাসের গতিবেগের চিত্র। এই চিতটিকে আবহাওয়া বিজ্ঞানের ভাষায় এনসেম্বল আবহাওয়ার পূর্বাভাস (Ensemble weather forecast) বলা হয়।
বাংলাদেশ ও ভারতের পশ্চিমবঙ্গের কৃষক, জেলে ও পর্যটকদের জন্য নিম্নলিখিত অগ্রিম সতর্ক ব্যবস্হা গ্রহণের অনুরোধ করা যাচ্ছে।
১) জমিতে পাকা আমন ধান থাকলে ১৫ ই নভেম্বর এর মধ্যে ধান কেটে ঘরে তুলার পরামর্শ (বিশেষ করে খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কৃষকদের)।
২) ১৫-১৭ নভেম্বরের মধ্যে সমুদ্র প্রচণ্ড উত্তাল থাকার সম্ভাবনা রয়েছে ফলে এই সময় খুলনা ও বরিশাল বিভাগের উপকূলীয় এলাকার জেলেদের সমুদ্রে মাছ ধরার ছোট ট্রলার থাকলে ডুবে গিয়ে জেলেদের মৃত্যুর আশংকা রয়েছে।
৩) ১৫ থেকে ১৭ ই নভেম্বর টেকনাফ-টু-সেন্টমার্টীন নৌযান চলাচল বন্ধ থাকার সম্ভাবনা রয়েছে।
ছবি বর্ণনা: ইউরোপিয়ান ইউনিয়নের ইন্টিগ্রেটেড ফোরকাস্ট সিস্টেম নামক আবহাওয়া মডেল (ECMWF Integrated Forecasting System) হতে প্রাপ্ত সম্ভব্য প্রথম লঘু চাপটির প্রভাবে সম্ভব্য মোট বৃষ্টিপাতের পরিমাণ বাংলাদেশের বিভিন্ন বিভাগের উপরে।
ছবি বর্ণনা: আমেরিকার গ্লোবাল ফোরকাস্ট সিস্টেম নামক আবহাওয়া পূর্বাভাস মডেলের (Global Forecast System) পূর্বাভাস অনুসারে সম্ভব্য প্রথম লঘু চাপটির প্রভাবে সম্ভব্য মোট বৃষ্টিপাতের পরিমাণ বাংলাদেশের বিভিন্ন বিভাগের উপরে।