রবিবারের (অক্টোবর ২৯, ২০২৩) আবহাওয়া পূর্বাভাস
আজ ২৯ শে অক্টোবর রবিবার দুপুর ১২ টার সময় জাপানের হিমাওয়ারি নামক কৃত্রিম ভূউপগ্রহ থেকে প্রাপ্ত দৃশ্যমান চিত্র (visible imagery, ব্যান্ড ৩, শূন্য দশমিক ৬৪ মাইক্রোমিটার তরঙ্গ দৈর্ঘ্য) বিশ্লেষণ করে দেখা যাচ্ছে যে বাংলাদেশের ৬৪ টি জেলার মধ্যে শুধুমাত্র ময়মনসিংহ, কিশোরগঞ্জ, ব্রাক্ষমণবাড়িয়া, হবিগঞ্জ ও মৌলভীবাজার জেলার উপর খুবই সামান্য পরিমাণে মেঘের উপস্থিতি রয়েছে। ভারতের পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ, চব্বিচশপরগনা,হাওড়া, ও হুগলী জেলার আকাশে সামান্য পরিমাণে মেঘের উপস্থিতি রয়েছে এছাড়া পশ্চিমবঙ্গের অন্য সকল জেলার আকাশ মেঘ মুক্ত রয়েছে।
বাংলাদেশ ও ভারতের পশ্চিমবঙ্গের উপরে বায়ুচাপ মানচিত্র বিশ্লেষণ করে দেখা যাচ্ছে যে বাংলাদেশ ও ভারতের পশ্চিমবঙ্গের ভূ-পৃষ্ঠের উপর বায়ুর উচ্চ চাপ অবস্থা বিরাজ করতেছে যা ঘন মেঘ সৃষ্টি হতে বাধা প্রদান করতেছে। যার কারণে বাংলাদেশ ও ভারতের পশ্চিমবঙ্গের আকাশে উঁচু বৃষ্টি-যুক্ত মেঘের সৃষ্টি হওয়ার সম্ভাবনা নাই বললেই চলে। বাংলাদেশের ও ভারতের পশ্চিমবঙ্গের আকাশে বায়ুর এই উচ্চ চাপ অবস্থা আগামী এক সপ্তাহ জুড়ে বিরাজ করার প্রবল সম্ভাবনা দেখা যাচ্ছে। ফলে আগামী এক সপ্তাহ দিনের বেলা আকাশ মেঘ মুক্ত থাকবে ও গরম আব হাওয়া অনুভূত হবে। পক্ষান্তরে রাতের বেলা আকাশ মেঘমুক্ত থাকার কারণে দ্রুত তাপমাত্রা কমে যাবে ও শীত অনুভূত হবে। সকালবেলা দেশের বিভিন্ন এলাকায় কুয়াশা পড়া শুরু করবে; ও সকাল বেলার তাপমাত্রা অনেক কম থাকবে।
আজ রবিবার দুপুর ১ টার পর থেকে আগামীকাল সোমবার সকাল ৬ টার মধ্যে বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের কোন জেলার উপরে বৃষ্টিপাতের কোন সম্ভাবনা দেখা যাচ্ছে না।
পশ্চিমবঙ্গের উপর বৃষ্টিপাত পূর্বাভাস
আজ রবিবার দুপুর ১ টার পর থেকে আগামীকাল সোমবার দুপুর ১ টার মধ্যে পশ্চিমবঙ্গের কোন জেলার উপরে বৃষ্টিপাতের কোন সম্ভাবনা দেখা যাচ্ছে না।
ছবি: জাপানের কৃত্রিম ভূ-উপগ্রহ থেকে প্রাপ্ত (দুপুর ১২ টা বেজে ৪০ মিনিটের সময় প্রাপ্ত চিত্র) মেঘের চিত্র বাংলাদেশের উপর
ছবি: কৃত্রিম ভূ-উপগ্রহ থেকে প্রাপ্ত (দুপুর ১২ টা বেজে ৩০ মিনিটের সময় প্রাপ্ত চিত্র) মেঘের শীর্ষের তাপমাত্রা। যে স্থানে তাপমাত্রা যত বেশি ঋনাত্নক সেই স্থানে মেঘের উচ্চতা তত বেশি ও সেই স্থানে মেঘের মধ্যে বৃষ্টির পানির পরিমাণ তত বেশি।
ছবি: কৃত্রিম ভূ-উপগ্রহ থেকে প্রাপ্ত (দুপুর ১২ টা বেজে ৩০ মিনিটের সময় প্রাপ্ত চিত্র) মেঘের শীর্ষের তাপমাত্রা। যে স্থানে তাপমাত্রা যত বেশি ঋনাত্নক সেই স্থানে মেঘের উচ্চতা তত বেশি ও সেই স্থানে মেঘের মধ্যে বৃষ্টির পানির পরিমাণ তত বেশি।
নভেম্বর মাসের ১৩ তারিখ পর্যন্ত আবহাওয়া পূর্বাভাস
আবহাওয়া পূর্বাভাস মডেলগুলো থেকে প্রাপ্ত পূর্বাভাস ও আবহাওয়া সম্পর্কিত বিভিন্ন সূচক বিশ্লেষণ করে দেখা যাচ্ছে যে নভেম্বর মাসের ১৩ তারিখ পর্যন্ত বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের জেলাগুলোর উপর উল্লেখযোগ্য পরিমাণে বৃষ্টিপাতের কোন সম্ভাবনা নাই। নভেম্বর মাসের ১৩ তারিখ পর্যন্ত বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের জেলাগুলোর উপর দিয়ে, অতি বৃষ্টি, তাপ-প্রবাহ, কিংবা শৈত্য প্রবাহের মতো বিরূপ আবহাওয়া অতিক্রম করার কোন সম্ভাবনা নাই বলেই চলে।