একটি বেসরকারি আবহাওয়া পূর্বাভাস ওয়েবসাইট যা বাংলা ভাষায় আবহাওয়া পূর্বাভাস প্রদান করে থাকে একাধিক আবহাওয়া পূর্বাভাস মডেল, কৃত্রিম ভূ-উপগ্রহ ও রাডার থেকে প্রাপ্ত তথ্য বিশ্লেষণের মাধ্যমে।

ঘূর্ণিঝড়

ঘুর্নিঝড় হামুন: রাত ১১ টার পর থেকে ভোর পর্যন্ত মাঝারি থেকে ভারি বৃষ্টিপাতের প্রবল সম্ভাবনা দেখা যাচ্ছে

Blog Image
Email : 4692k 12k

আজ রাত ১১ টার পর থেকে ভোর পর্যন্ত মাঝারি থেকে ভারি বৃষ্টিপাতের প্রবল সম্ভাবনা দেখা যাচ্ছে নিম্নলিখিত জেলাগুলোর উপরে:

১) খুলনা বিভাগ: সাতক্ষীরা, খুলনা, বাগেরহাট, পিরোজপুর, নড়াইল
২) বরিশাল বিভাগ: বরগুনা, বরিশাল, পটুয়াখালী
৩) চট্রগ্রাম বিভাগ: কক্সবাজার, বান্দরবাণ, দক্ষিন চট্রগ্রাম, ব্রাক্ষমণবাড়িয়া, নোয়াখালী, লক্ষীপুর, চাঁদপুর
৪) সিলেট বিভাগ: হবিগন্জ ও মৌলভীবাজার
৫) ঢাকা বিভাগ: গোপালগন্জ, শরিয়তপুর, মাদারিপুর,

আমেরিকার নৌবাহিনী কর্তৃক পরিচালিত জয়েন্ট টাইফুন ওয়ার্নিং সেন্টার এর পরে এবারে ভারতীয় আবহাওয়া অধিদপ্তও নিশ্চিত করেছে বঙ্গপোসাগরে ঘুর্নিঝড় হামুন সৃষ্টি হয়েছে। ভারতীয় আব হাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুসারে ঘুর্নিঝড় হামুন আগামী ২৫ শে অক্টোবর সন্ধার পর থেকে বরিশাল বিভাগের পটুয়াখালি জেলার খেপুপাড়া উপজেলা ও চট্রগ্রাম বিভাগের চট্রগ্রাম জেলার মধ্যবর্তী কোন উপকূলীয় এলাকা দিয়ে স্হল ভাগে আঘাত করার সম্ভাবনা রয়েছে নিম্নাচাপ কিংবা গভীর নিম্নচাপ হিসাবে।

 

ছবি: ভারতীয় আবহাওয়া অধিদপ্তের পূর্বাভাস অনুসারে ঘুর্নিঝড় হামুন এর চলার পথ ও বাতাসের সাম্ভব্য গতিবেগ

 

Related Post