একটি বেসরকারি আবহাওয়া পূর্বাভাস ওয়েবসাইট যা বাংলা ভাষায় আবহাওয়া পূর্বাভাস প্রদান করে থাকে একাধিক আবহাওয়া পূর্বাভাস মডেল, কৃত্রিম ভূ-উপগ্রহ ও রাডার থেকে প্রাপ্ত তথ্য বিশ্লেষণের মাধ্যমে।

ঘূর্ণিঝড়

শনিবারের (অক্টোবর ২১, ২০২৩) আবহাওয়া পূর্বাভাস

Blog Image
Email : 4693k 12k

শনিবারের (অক্টোবর ২১, ২০২৩) আবহাওয়া পূর্বাভাস

আজ ২১ ই অক্টোবর শনিবার দুপুর ১ টা বেজের ৩০ মিনিটে জাপানের হিমাওয়ারি নামক কৃত্রিম ভূউপগ্রহ থেকে প্রাপ্ত দৃশ্যমান চিত্র (visible imagery, ব্যান্ড ৩, শূন্য দশমিক ৬৪ মাইক্রোমিটার তরঙ্গ দৈর্ঘ্য) বিশ্লেষণ করে দেখা যাচ্ছে যে আজও পুরো বাংলাদেশের আকাশ মেঘমুক্ত রয়েছে।

আবহাওয়া সম্পর্কিত বায়ুচাপ মানচিত্র বিশ্লেষণ করে দেখা যাচ্ছে যে আজ ২১ ই অক্টোবর ভারতের পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের বায়ুমণ্ডলে ভূ-পৃষ্ঠের উপরে বায়ুর উচ্চচাপ অবস্থা বিরাজ করছে যার কারণে আকাশ মেঘ মুক্ত থাকায় সূর্য থেকে আগত শক্তি ভূ-পৃষ্ঠে পৌঁছে পুরো দেশের দিনের তাপমাত্রা বৃদ্ধি করছে। আজও বাংলাদেশের ভূ-পৃষ্ঠের উপরে বায়ুর উচ্চ চাপ অবস্থা বিরাজ করছে ও বাংলাদেশের উত্তর দিক থেকে আগত (হিমালয়ের পাদদেশ) শুষ্ক বাতাস বাংলাদেশের স্থল ভাগের উপর দিয়ে দক্ষিণ দিকে বঙ্গোপসাগরের দিকে প্রবাহিত হচ্ছে। স্থল ভাগ থেকে বাতাস সমুদ্রের দিকে প্রবাহিত হওয়া শুরুর কারণে বঙ্গোপসাগর থেকে আর্দ্র ও গরম বাতাস বাংলাদেশের স্থল ভাগের উপরে প্রবাহিত হতে পারিতেছে না।

আজ শুক্রবার দুপুর ১ টার সময় বাংলাদেশের উপর বায়ুর গড় আর্দ্রতা ছিলও ৩০ থেকে ৫০ %। যে কারণে আজ শুক্রবারও দেশের বেশিভাগ জেলার উপরে দিনের সর্বোচ্চ তাপমাত্রা ৩০ থেকে ৩০ ডিগ্রী সেলসিয়াস পৌঁছালেও মানুষের শরীরের উপরে সেই তাপের প্রভাব অনুভূত হচ্ছে না খুব বেশি। আজ শনিবারও বাংলাদেশের সকল জেলার আকাশ মেঘ-মুক্ত থাকবে ও সারাদিন রৌদ্রৌজ্জল অবস্থা বিরাজ করবে।

আজ শনিবার বাংলাদেশের চট্টগ্রাম বিভাগের পার্বত্য চট্টগ্রামের জেলাগুলোর কোন-কোন উপজেলার উপরে বিচ্ছিন্ন ভাবে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টির সম্ভাবনা রয়ছে। দেশের অন্যান্য কোন জেলার উপরে বৃষ্টিপাতের কোন সম্ভাবনা নাই বললেই চলে।

আগামীকাল শনিবারও চট্টগ্রাম বিভাগের পার্বত্য চট্টগ্রামের জেলাগুলোর কোন-কোন উপজেলার উপরে বিচ্ছিন্ন ভাবে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টির সম্ভাবনা রয়ছে।



ছবি কৃতজ্ঞতা: বাংলাদেশ বিমানবাহিনীর আবহাওয়া বিভাগ কর্তৃক পরিচালিত রাডার থেকে প্রাপ্ত রিফলেকটিভিটি (মেঘের মধ্যে অবস্থিত বৃষ্টির কণায় বাধাপ্রাপ্ত হয়ে রাডারের গ্রাহক যন্ত্রে প্রতিফলিত রশ্মির পরিমাণ) মানচিত্র। চিত্রের মধ্যে থাকা বিভিন্ন রং বৃষ্টিপাতের পরিমাণ নির্দেশ করে: লাল রং ভারি বৃষ্টি; হলুদ রং মাঝারি মানের বৃষ্টি ও সবুজ রং হালকা মানের বৃষ্টি নির্দেশ করে। [দুপুর ২ টা বেজে ১০ মিনিট]


পশ্চিমবঙ্গের উপর বৃষ্টিপাত পূর্বাভাস

আজ শনিবার পশ্চিমবঙ্গের কোন জেলার উপরে বৃষ্টিপাতের কোন সম্ভাবনা দেখা যাচ্ছে না।


ছবি: কৃত্রিম ভূ-উপগ্রহ থেকে প্রাপ্ত (দুপুর ১ টা বেজে ৪০ মিনিট) মেঘের শীর্ষের তাপমাত্রা। যে স্থানে তাপমাত্রা যত বেশি ঋনাত্নক সেই স্থানে মেঘের উচ্চতা তত বেশি ও সেই স্থানে মেঘের মধ্যে বৃষ্টির পানির পরিমাণ তত বেশি।

ছবি: জাপানের কৃত্রিম ভূ-উপগ্রহ থেকে প্রাপ্ত (দুপুর ১ টা বেজে ৫০ মিনিট) মেঘের চিত্র বাংলাদেশের উপ

Related Post