একটি বেসরকারি আবহাওয়া পূর্বাভাস ওয়েবসাইট যা বাংলা ভাষায় আবহাওয়া পূর্বাভাস প্রদান করে থাকে একাধিক আবহাওয়া পূর্বাভাস মডেল, কৃত্রিম ভূ-উপগ্রহ ও রাডার থেকে প্রাপ্ত তথ্য বিশ্লেষণের মাধ্যমে।

ঘূর্ণিঝড়

৫০০ মিলিমিটারের বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা শুক্রবার সন্ধার মধ্যে

Blog Image
Email : 601k 12k

৫০০ মিলিমিটারের বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা শুক্রবার সন্ধার মধ্যে: রংপুর, সিলেট ও ময়মনসিংহ বিভাগ ও ভারতে পশ্চিমবঙ্গ, আসাম ও মেঘালয় রাজ্যে

লঘুচাপের কারণে কারণে সৃষ্ট ঘূর্ণ্যমান মেঘের কেন্দ্রটি আজ বুধবার সকাল ৯ টার সময় পশ্চিমবঙ্গ ও ঝাড়খণ্ড রাজ্যের মধ্যবর্তী স্থানের স্থলভাগের উপরে অবস্থান করছিল। এই লঘু চাপের প্রভাবে আগামী শুক্রবার সন্ধার মধ্যে ৫০০ মিলিমিটারের বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে বাংলাদেশের রংপুর, সিলেট ও ময়মনসিংহ বিভাগের বিভিন্ন জেলা ও ভারতে পশ্চিমবঙ্গ, আসাম ও মেঘালয় রাজ্যে বিভিন্ন অংশের উপরে।

আজ বুধবার দুপুর টার পর থেকে শুরু করে আগামী শুক্রবার সন্ধার ৬ টা পর্যন্ত রংপুর বিভাগের জেলাগুলোর এবং ভারতের পশ্চিমবঙ্গের উত্তরের জেলা দার্জিলিং, জলপাইগুড়ি, কুচবিহার, আলিপুর-দুয়ার, উত্তর ও দক্ষিণ দিনাজপুর, ও মালদহ জেলা এবং আসাম ও মেঘালয় রাজ্যের উপরে মাঝারি থেকে ভারি মানের বৃষ্টিপাত হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। আজ বুধবার দুপুর ৩ টার পর থেকে আগামী শুক্রবার সন্ধার মধ্যে রংপুর বিভাগের সকল জেলার উপরে ২০০ থেকে ৩০০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। সবচেয়ে বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে লালমনিরহাট, নীলফামারী, পঞ্চগড়, ঠাকুরগাঁও, দিনাজপুর জেলার উপরে। ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের দার্জিলিং, জলপাইগুড়ি, কুচবিহার ও আলিপুর দুয়ার জেলার উপরে ৩০০ থেকে ৫০০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে।

উপরে উল্লেখিত ভারি বৃষ্টিপাতের ফলে রংপুর বিভাগের সকল নদ-নদীতে আবারও একটি আকস্মিক বন্যা পরিস্থিতি সৃষ্টি হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে।


ছবি: ইউরোপিয়ান ইউনিয়নের ইন্টিগ্রেটেড ফোরকাস্টিং মডেল অনুসারে অক্টোবর মাসের ৬ তারিখ সন্ধা পর্যন্ত সম্ভব্য মোট বৃষ্টিপাতের পরিমাণ

ছবি: আমেরিকার গ্লোবাল ফোরকাস্ট সিস্টেম মডেল অনুসারে অক্টোবর মাসের ৬ তারিখ সন্ধা পর্যন্ত সম্ভব্য মোট বৃষ্টিপাতের পরিমাণ

ছবি: যুক্তরাজ্যের আবহাওয়া পূর্বাভাস মডেল অনুসারে অক্টোবর মাসের ৬ তারিখ সন্ধা পর্যন্ত সম্ভব্য মোট বৃষ্টিপাতের পরিমাণ

ছবি: কানাডার আবহাওয়া পূর্বাভাস মডেল অনুসারে অক্টোবর মাসের ৬ তারিখ সন্ধা পর্যন্ত সম্ভব্য মোট বৃষ্টিপাতের পরিমাণ


1) ইউরোপিয়ান ইউনিয়নের ইন্টিগ্রেটেড ফোরকাস্টিং সিস্টেম মডেল অনুসারে সাম্ভব্য নিম্নচাপটির কারণে সর্বোচ্চ পরিমান বৃস্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে বাংলাদেশের রংপুর বিভাগের জেলাগুলোর উপরে। ও ভারতের পশ্চিমবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, কুচবিহার ও আলিপুরদুয়ার জেলার উপরে।

2) আমেরিকার গ্লোবাল ফোরকাস্ট সিস্টেম মডেল অনুসারে সম্ভব্য নিম্নচাপটির কারণে সর্বোচ্চ পরিমাণ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে বরিশাল, ঢকা ও ময়মনসিংহ বিভাগের উপরে।

3) যুক্তরাজ্যের আবহাওয়া পূর্বাভাস মডেল অনুসারে সম্ভব্য নিম্নচাপটির কারণে সর্বোচ্চ পরিমাণ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে সিলেট ও ময়মনসিংহ বিভাগের উপরে।

4) কানাডার আবহাওয়া পূর্বাভাস মডেল অনুসারে সম্ভব্য নিম্নচাপটির কারণে সর্বোচ্চ পরিমাণ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে সিলেট ও ময়মনসিংহ বিভাগের উপরে।

Related Post