অক্টোবর মাসের প্রথম সপ্তাহে বঙ্গপোসাগরে নিম্নচাপ সৃষ্টির ও বাংলাদেশের উপর ৩/৪ দিন ভারি বৃষ্টির সম্ভাবনা
১) অক্টোবর মাসের ২ থেকে ৬ তারিখের মধ্যে পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের খুলনা-বরিশাল বিভাগের উপর দিয়ে একটি নিম্নচাপ স্হল ভাগে প্রবেশের প্রবল সম্ভাবনা রয়েছে। এই নিম্নচাপের কারণে অক্টোবর মাসের প্রথম সপ্তাহ দেশ ব্যাপী বৃষ্টির সম্ভানা রয়েছে। বিশেষ করে ৩ থেকে ৬ তারিখ ৩ দিন পুরো দেশে ভারি থেকে খুবই ভারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
২) কৃষক ভাইদের শীতকালীন শাক-সবজির বিজ ৭ ই আক্টোবর পর্যন্ত অপেক্ষা করার আহবান জানাবো
৩) সেন্টমার্টি দ্বীপে ভ্রমন পরিকল্পনা না করার জন্য পরামর্শ অক্টোবর মাসের ২ থেকে ৬ তারিখ পর্যন্ত
৪) সমুদ্রে মাছ ধরা জেলেদের অক্টোবর মাসের ২ থেকে ৬ তারিখ পর্যন্ত সমুদ্রে মাছ ধরতে না যাওয়ার আহবান জানাবো।