বন্যা পূর্বাভাস (২৮ শে আগস্ট, ২০২৩)
বাংলাদেশ সরকারের বন্য পূর্বাভাস ও নিয়ন্ত্রণ কেন্দ্র হতে প্রাপ্ত ২৮ আগস্টের বিভিন্ন নদ-নদীর পানি প্রবাহের মানচিত্রের তথউ অনুসারে আজ সোমবার রংপুর বিভাগের তিস্তা, ময়মনসিংহ বিভাগের নেত্রকোনা জেলার সোমেশ্বরই, ও সিলেট বিভাগের সুরমা নদীতে পানি বন্যা বিপদসীমার উপরে প্রায় ১ মিটার উচ্চতা দিয়ে প্রবাহিত হচ্ছে।
গতকাল রবিবার সকাল ৬ টার পর থেকে আজ সোমবার সকল ৬ টার মধ্যে ভারি বৃষ্টিপাত হয়েছে সিলেট বিভাগে সকল জেলার উপরে। সিলেট জেলার জাফলং নামক স্থানে ১৪০ মিলিমিটার, লালাখাল নামক স্থানে ১৮০ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। গত ২৪ ঘন্টায় সিলেট বিভাগের সকল জেলায় ১০০ মিলিমিটারের বেশি পরিমাণে বৃষ্টিপাত হয়েছে। যে কারণে সিলেট জেলার কানাইঘাট উপজেলায় সুরমা নদীর পানি বন্যা বিপদসীমা অপেক্ষা প্রায় ১ মিটার উপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে। একই ভাবে, গত ৩ দিন থেকে নিয়মিত ভাবে ভারি বৃষ্টিপাতের কারণে ময়মনসিংহ বিভাগের নেত্রকোনা জেলার সোমেশ্বরীর পানি ন্যা বিপদসীমা অপেক্ষা প্রায় ১ মিটার উপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে। রংপুর বিভাগের লালমনিরহাট জেলার সদর উপজেলার কাউনিয়া পয়েন্টে তিস্তা নদীর পানি বন্যা বিপদসীমার প্রায় ১ মিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে আজ ২৮ শে আগস্ট।
আজ সোমবারও ময়মনিসংহ ও সিলেট বিভাগের জেলাগুলোর বৃষ্টিপাত অব্যাহত থাকার প্রবল সম্ভাবনা রয়েছে। সেই সাথে চট্টগ্রাম বিভাগের জেলাগুলোতে আজ সোমবার মাঝারি থেকে ভারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ফলে আগামী ২৪ ঘন্টা উপরে উল্লেখ জেলাগুলোর ও নদীগুলোতে বন্যা পরিস্হির অবনতি হওয়ার প্রবল সম্ভাবনা দেখা যাচ্ছে।
ছবি: বাংলাদেশ সরকারের বন্য পূর্বাভাস ও নিয়ন্ত্রণ কেন্দ্র হতে প্রাপ্ত ২৮ আগস্টে দেশের বিভিন্ন নদ-নদীর পানি প্রবাহের মানচিত্র।