একটি বেসরকারি আবহাওয়া পূর্বাভাস ওয়েবসাইট যা বাংলা ভাষায় আবহাওয়া পূর্বাভাস প্রদান করে থাকে একাধিক আবহাওয়া পূর্বাভাস মডেল, কৃত্রিম ভূ-উপগ্রহ ও রাডার থেকে প্রাপ্ত তথ্য বিশ্লেষণের মাধ্যমে।

ঘূর্ণিঝড়

বৃহঃপতিবারের (আগস্ট ১৭, ২০২৩) আবহাওয়া পূর্বাভাস

Blog Image
Email : 580k 12k

বৃহঃপতিবারের (আগস্ট ১৭, ২০২৩) আবহাওয়া পূর্বাভাস

তিস্তা ও যমুনা নদীর উপকূলবর্তী জেলাগুলোর বন্যা আপডেট

বাংলাদেশ সরকারের বন্য পূর্বাভাস ও নিয়ন্ত্রণ কেন্দ্র হতে প্রাপ্ত দেশের বিভিন্ন নদ-নদীর পানি প্রবাহের ১৬ ই আগস্টের মানচিত্রে দেখা গেছে তিস্তা ও যমুনা নদী ও ব্রক্ষমপুত্র নদের পানির উচ্চতা বেশিভাগ স্থানে বন্যা বিপদসীমার কাছা-কাছি ও দুইটি স্থানে বন্যা বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

যে ২ টি স্থানে পানি বন্যা বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে তার একটি হলও লালমনিরহাট জেলার সরদ উপজেলার কাউনিয়া নামক স্টেশনে তিস্তা নদীর পানি বন্যা বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এছাড়া, টাঙ্গাইল জেলার সদর উপজেলার ইলাশিঘাট পয়েন্টে ধলেশ্বরী নদীর পানি বন্যা বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। মানচিত্রে দেখা যাচ্ছে যে ব্রক্ষমপুত্র ও যমুনা নদীর উপকূলবর্তী কুড়িগ্রাম, জামালপুর, গাইবান্ধা, সিরাজগঞ্জ, টাঙ্গাইল জেলার বিভিন্ন পয়েন্টে পানি বন্যা বিপদসীমার কাছা-কাছি উচ্চতা দিয়ে প্রবাহিত হচ্ছে। গতকাল বুধবার সকাল ৭ টার পর থেকে আজ বৃহঃপতিবার সকাল ৭ টা পর্যন্ত রংপুর, ময়মনসিংহ, রাজশাহী ও ঢাকা বিভাগের জেলাগুলোর উপরে মাঝারি থেকে ভারি বৃষ্টি হয়েছে। ভারতের পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোতেও মাঝারি মানের বৃষ্টি হয়েছে ফলে ব্রক্ষমপুত্র নদ ও যমুনা নদীর পানির সমতলের উচ্চতা আজ বৃহঃপতিবারও বৃদ্ধিপাওয়া অব্যাহত থাকার আশংকা রয়েছে। গত ৩ দিনের চিত্র বিশ্লেষণ করা দেখা যাচ্ছে যে বন্যার পানি প্রতিদিনই দক্ষিণ দিকে নেমে আসতেছে যার কারণে দেশের মধ্যাঞ্চলে অবস্থিত পদ্মানদীর উপকূলবর্তী জেলাগুলোর অনেক উপজেলার নতুন-নতুন এলাকা বন্যার পানিতে প্লাবিত হওয়ার আশংকা করা যাচ্ছে।

ছবি: বাংলাদেশ সরকারের বন্য পূর্বাভাস ও নিয়ন্ত্রণ কেন্দ্র হতে প্রাপ্ত ১৬ আগস্টে দেশের বিভিন্ন নদ-নদীর পানি প্রবাহের মানচিত্র। চিত্রে দেখা যাচ্ছে যে কুড়িগ্রাম, জামালপুর, গাইবান্ধা, সিরাজগঞ্জ, টাঙ্গাইল জেলার বিভিন্ন পয়েন্টে পানি বন্যা বিপদসীমার কাছা-কাছি উচ্চতা দিয়ে প্রবাহিত হচ্ছে।

বাংলাদেশের বিভিন্ন বিভাগ ও ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের বিভিন্ন জেলার উপরে সম্ভব্য আবহাওয়ার নিম্নরূপ অবস্থা বিরাজ করার সম্ভাবনা দেখা যাচ্ছে:

চট্টগ্রাম বিভাগ: আজ বৃহঃপতিবার চট্টগ্রাম বিভাগের বেশিভাগ জেলার উপরে দিনের বিভিন্ন সময়ে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাত হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। বিশেষ করে সকাল ৮ টার পর থেকে দুপুর ১২ টার মধ্যে ফেনি, কুমিল্লা, লক্ষ্মীপুর, চাঁদপুর, নোয়াখালী, ও ব্রাক্ষমণবাড়িয়া জেলার উপরে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টির প্রবল সম্ভাবনা দেখা যাচ্ছে। দুপুর ১২ টার পর থেকে সন্ধ্যা ৭ টার মধ্যে চট্টগ্রাম, কক্সবাজার, খাগড়াছড়ি, বান্দরবন ও রাঙ্গামাটি জেলার উপরে হালকা মানের বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

রাজশাহী বিভাগ: আজ বৃহঃপতিবার রাজশাহী বিভাগের সকল জেলাগুলোর উপরে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দিনের বিভিন্ন সময়ে। আজ সকাল ৮ টার পর থেকে দুপুর ১২ টার মধ্যে রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জ জেলার কোন-কোন উপজেলার উপর হালকা মানের বৃষ্টিপাত হওয়ার করার সম্ভাবনা রয়েছে। বিকেল ৪ টার পর থেকে রাত ১২ টার মধ্যে রাজশাহী বিভাগের জেলাগুলোর উপর দিয়ে হালকা থেকে মাঝারি মনের বৃষ্টি অতিক্রম করার প্রবল সম্ভাবনা রয়েছে। এই বৃষ্টি পশ্চিমবঙ্গের মালদহ জেলা দিয়ে রাজশাহী বিভাগে প্রবেশ করে ময়মনসিংহ বিভাগের দিকে অগ্রসর হওয়ার সম্ভাবনা রয়েছে।

রংপুর বিভাগ: আজ বৃহঃপতিবার রংপুর বিভাগের জেলারগুলোর উপরে দিনের বেলা বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা অনেক কম। বিকেল ৪ টার পর থেকে রাত ৩ টার মধ্যে রংপুর বিভাগের সকল জেলার উপর দিয়ে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাত অতিক্রম করার সম্ভাবনা রয়েছে। এই বৃষ্টি ভারতের পশ্চিমবঙ্গের উত্তর ও দক্ষিণ দিনাজপুর জেলার উপর দিয়ে রংপুর বিভাগে প্রবেশ করে ভারতের আসাম রাজ্যের দিকে অগ্রসর হওয়ার সম্ভাবনা রয়েছে।

সিলেট বিভাগ: আজ বৃহঃপতিবার সিলেট বিভাগের জেলারগুলোর উপরে দিনের বেলা বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা অনেক কম। তবে বিকেল ৬ টার পর থেকে রাত ৩ টার মধ্যে সিলেট বিভাগের সকল জেলার উপর দিয়ে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাত অতিক্রম করার সম্ভাবনা রয়েছে। এই বৃষ্টি ময়মনসিংহ বিভাগের নেত্রকোনা ও ময়মনসিংহ জেলার উপর দিয়ে সিলেট বিভাগের সুনামগঞ্জ ও হবিগঞ্জ জেলার উপরে প্রবেশ করে সিলেট ও মৌলবভিবাজার জেলার উপর দিয়ে অতিক্রম করে ভারতের আসাম ও ত্রিপুরা রাজ্যের দিকে অগ্রসর হওয়ার সম্ভাবনা রয়েছে। রাত ৮ টার পর থেকে রাত ১২ টার মধ্যে সুনামগঞ্জ ও সিলেট জেলার মেঘালয় পর্বত এলাকার উপজেলাগুলোর উপরে ভারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।


ঢাকা বিভাগ: আজ বৃহঃপতিবার ঢাকা বিভাগের সকল জেলার উপরে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দিনের বিভিন্ন সময়ে। আজ সকাল ৯ টার পর থেকে দুপুর ৩ টার মধ্যে শরিয়তপুর, মুন্সিগন্জ, মাদরিপুর, ফরিদপুর, মানিকগজ, নারায়ণগঞ্জ ও গোপালগঞ্জ জেলার উপর হালকা থেকে মাঝারি মানের বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দুপুর ১২ টার পর থেকে বিকেল ৫ টার মধ্যে গাজীপুর ও টাঙ্গাইল ও কিশোরগঞ্জ জেলার উপরে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

ঢাকা শহরের বিভিন্ন অংশের উপরে আজ দুপুর ১ টার পর থেকে বিকেল ৪ টার মধ্যে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

ময়মনসিংহ বিভাগ: আজ বৃহঃপতিবার দিনের বেলা ময়মনসিংহ বিভাগের জেলাগুলোর উপর বৃষ্টির সম্ভাবনা অপেক্ষাকৃত কম। আজ বিকেল ৬ টার পর থেকে রাত ১০ টার মধ্যে জামালপুর, শেরপুর, নেত্রকোনা ও ময়মনসিংহ জেলার উপরে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শেরপুর ও নেত্রকোনা জেলায় ভারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে সন্ধ্যা ৭ টার পর থেকে রাত ১০ টার মধ্যে।


বরিশাল বিভাগ: আজ বৃহঃপতিবার বরিশাল বিভাগের সকল জেলার উপরে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দিনের বিভিন্ন সময়ে। বিশেষ করে সকাল ৯ টার পর থেকে দুপুর ১ টার মধ্যে বরিশাল, বরগুনা, ও পটুয়াখালী জেলার উপরে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। অপেক্ষাকৃত বেশি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে বরগুনা জেলায়।

খুলনা বিভাগ: আজ বৃহঃপতিবার খুলনা বিভাগের সকল জেলার উপর হলকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সকাল ১১ টার পর থেকে দুপুর ৩ টার মধ্যে খুলনা বিভাগের খুলনা, সাতক্ষীরা ও বাগেরহাট জেলার উপকূলীয় উপজেলাগুলোর কোন কোন উপজেলার উপরে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দুপুর ৩ টার পর থেকে সন্ধ্যা ৭ টার মধ্যে খুলনা বিভাগের উত্তরের জেলাগুলোর উপরে বিশেষ করে কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, মেহেরপুর, মাগুরা, ঝিনাইদহ ও যশোর জেলার উপরে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টির প্রবল সম্ভাবনা রয়েছে।

পশ্চিমবঙ্গের উপর বৃষ্টিপাত পূর্বাভাস:

আজ বৃহঃপতিবার সকাল ৮ টার পর থেকে দুপুর ১২ টার মধ্যে পশ্চিমবঙ্গের দক্ষিণের সমুদ্র উপকূলবর্তী এলাকাগুলোর উপরে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দুপুর ১২ টার পর থেকে বিকেল ৬ টার মধ্যে হাওড়া, হুগলী, বর্ধমান, উত্তর ও দক্ষিণ চব্বিশ-পরগনা, নদীয়া, মালদহ, মেদনিপুর, জেলার উপরে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।


ছবি: জাপানের কৃত্রিম ভূ-উপগ্রহ থেকে প্রাপ্ত সকাল ৭ টা বেজে ৩০ মিনিটের মেঘের চিত্র দক্ষিণ এশিয়ার দেশগুলোর উপরে।

ছবি: জাপানের কৃত্রিম ভূ-উপগ্রহ থেকে প্রাপ্ত সকাল ৭ টা বেজে ৩০ মিনিটের মেঘের চিত্র বাংলাদেশের উপরে।

Related Post