একটি বেসরকারি আবহাওয়া পূর্বাভাস ওয়েবসাইট যা বাংলা ভাষায় আবহাওয়া পূর্বাভাস প্রদান করে থাকে একাধিক আবহাওয়া পূর্বাভাস মডেল, কৃত্রিম ভূ-উপগ্রহ ও রাডার থেকে প্রাপ্ত তথ্য বিশ্লেষণের মাধ্যমে।

ঘূর্ণিঝড়

পদ্মা নদী ও তার শাখা ও উপশাখা নদীগুলোর উপকূলবর্তী এলাকার মানুষদের জন্য বন্যা সতর্কতা

Blog Image
Email : 4701k 12k

পদ্মা নদী ও তার শাখা ও উপশাখা নদীগুলোর উপকূলবর্তী এলাকার মানুষদের জন্য বন্যা সতর্কতা

আবহাওয়া পূর্বাভাস মডেল অনুসারে আগামী ৩ দিনে (বিশেষ করে আগামী ২ দিন) ভারতের পশ্চিমবঙ্গ ও বিহার রাজ্যের উপরে খুবই ভারি বৃষ্টির প্রবল সম্ভাবনা রয়েছে। আগামী শুক্রবার মধ্যরাত পর্যন্ত ৪০০ মিলিমিটারের বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। ভারতীয় আবহাওয়া অধিদপ্তর আগামী ২৪ ঘন্টায় বিহার রাজ্যে ২০০ মিলিমিটারের বেশি বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে। উপরে উল্লেখিত বৃষ্টিপাতের পুরোটাই গঙ্গা/পদ্মা নদী দিয়ে প্রবাহিত হবে। ফলে আশংকা করা যাচ্ছে যে ফারাক্কা বাঁধের সকল গেট খুলে দেওয়ার প্রয়োজন হতে পারে যার কারণে পদ্মানদীর চর এলাকাগুলো বন্যার পানিতে প্লাবিত হবে। অগ্রিম প্রস্তুতি নিয়ে রাখলে চর এলাকার মানুষদের সম্পদের ক্ষয়-ক্ষতি এড়ানো অনেকাংশে কমিয়ে আনা সম্ভব হবে বলে মনে করি।

ছবি: ইউরোপিয়ান আবহাওয়া পূর্বাভাস মডেল অনুসারে আগামী শুক্রবার মধ্যরাত পর্যন্ত ৪০০ মিলিমিটারের বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ভারতের পশ্চিমবঙ্গ ও বিহার রাজ্যের অনেক স্হানের উপরে।

ছবি কৃতজ্ঞতা: ভারতীয় আবহাওয়া অধিদপ্তর, আগষ্ট ৮, ২০২৩

Related Post