একটি বেসরকারি আবহাওয়া পূর্বাভাস ওয়েবসাইট যা বাংলা ভাষায় আবহাওয়া পূর্বাভাস প্রদান করে থাকে একাধিক আবহাওয়া পূর্বাভাস মডেল, কৃত্রিম ভূ-উপগ্রহ ও রাডার থেকে প্রাপ্ত তথ্য বিশ্লেষণের মাধ্যমে।

ঘূর্ণিঝড়

মঙ্গলবার দুপুরে বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় ৪বি (04B (Four)) সৃষ্টি হয়ে বরিশাল ও খুলনা বিভাগের উপর দিয়ে স্থল ভাগে আঘাত করেছে

Blog Image
Email : 594k 12k

মঙ্গলবার দুপুরে বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় ৪বি (04B (Four)) সৃষ্টি হয়ে বরিশাল ও খুলনা বিভাগের উপর দিয়ে স্থল ভাগে আঘাত করেছে

আমেরিকার নৌবাহিনী কর্তৃক পরিচালিত জয়েন্ট টাইফুন ওয়ার্নিং সেন্টারের তথ্য দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া লঘুচাপটি আজকে দিনের শুরুতে নিম্নচাপ, এর পরে গভীর নিম্নচাপে ও দুপুর ৩ টার পরে ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে। এই ঘূর্ণিঝড়টির নামকরণ করা হয়েছে ৪বি (04B (Four)) যেহেতু ২০২৩ সালে বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া ৪ নম্বর ঘূর্ণিঝড় এটি। আজ দুপুর ৩ টার সময় ঘূর্ণিঝড়টির কেন্দ্রের অবস্থান ছিলও চট্টগ্রাম থেকে প্রায় ১৫০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে। ঘূর্ণিঝড় কেন্দ্রে বাতাসের সবোচ্চ গতিবেগ পরিমাপ করা হয়েছে ঘন্টায় প্রায় ৬৫ কিলোমিটার দমকা হাওয়া সহ যা ঘন্টায় প্রায় ৮৩ কিলোমিটার পর্যন্ত প্রবাহিত হয়েছে। সকাল ৯ টা থেকে দুপুর ৩ টা পর্যন্ত ঘূর্ণিঝড়টি ঘন্টায় ৩০ কিলোমিটার বেগে উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে বরিশাল ও খুলনা বিভাগের উপকূল দিয়ে স্থল ভাগে আঘাত করেছে। ঘুর্নিঝড় কেন্দ্রে বাতাসের সর্বনিম্নচাপ ছিলো ৯৯০ মিলিবার।

Related Post