একটি বেসরকারি আবহাওয়া পূর্বাভাস ওয়েবসাইট যা বাংলা ভাষায় আবহাওয়া পূর্বাভাস প্রদান করে থাকে একাধিক আবহাওয়া পূর্বাভাস মডেল, কৃত্রিম ভূ-উপগ্রহ ও রাডার থেকে প্রাপ্ত তথ্য বিশ্লেষণের মাধ্যমে।

ঘূর্ণিঝড়

বুধবারের (জুলাই ২৬, ২০২৩) আবহাওয়া পূর্বাভাস

Blog Image
Email : 577k 12k

বুধবারের (জুলাই ২৬, ২০২৩) আবহাওয়া পূর্বাভাস

আবহাওয়া পূর্বাভাস মডেলগুলো হতে প্রাপ্ত তথ্য, কৃত্রিম ভূ-উপগ্রহ থেকে প্রাপ্ত আকাশে মেঘের উপস্থিতির পরিমাণ ও বায়ু প্রবাহের গতি ও দিক বিশ্লেষণ করে আজ বুধবার সকাল ৮ টার পর থেকে সন্ধ্যা ৬ টা পর্যন্ত বিভিন্ন বিভাগগুলোর উপরে আবহাওয়া নিম্নরূপ হওয়ার সম্ভাবনা রয়েছে:

সিলেট বিভাগ: আজ বুধবার ভোর থেকেই সুনামগঞ্জ জেলায় বৃষ্টি হচ্ছে যা সকাল ১০ টা পর্যন্ত অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে। আজ দুপুর ৩ টার পর থেকে মধ্য রাত পর্যন্ত সুনামগঞ্জ ও সিলেট জেলা মেঘালয় সীমান্তবর্তী উপজেলাগুলোর উপর হালকা থেকে মাঝারি মানের বৃষ্টির প্রবল সম্ভাবনা রয়েছে।

বরিশাল বিভাগ: আজ বুধবার সকাল ৮ টার পর থেকে দুপুর ৩ টার মধ্যে বরিশাল বিভাগের উপকূলীয় জেলাগুলোর উপর হালকা থেকে মাঝারি মানের বৃষ্টি সম্ভাবনা রয়েছে। বৃষ্টির সম্ভাবনা বেশি বরগুনা ও ভোলা জেলার উপর।

খুলনা বিভাগ: আজ বুধবার সকাল ৯ টার পর থেকে বিকেল ৫ টার মধ্যে খুলনা বিভাগের একাধিক জেলার উপরে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সম্ভাবনা অপেক্ষাকৃত বেশি সাতক্ষীরা, খুলনা ও বাগেরহাট জেলার উপরে। দুপুর ২ টার পর থেকে রাত ৮ টার মধ্যে কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, মেহেরপুর জেলার উপর হালকা বৃষ্টি ও বজ্রপাতের সম্ভাবনা রয়েছে।

ময়মনসিংহ বিভাগ: আজ বুধবার ভোর থেকেই নেত্রকোনা জেলায় বৃষ্টি হচ্ছে যা সকাল ১০ টা পর্যন্ত অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে। সকাল ১০ টার পর থেকে বিকেল ৫ টার মধ্যে ময়মনিসংহ জেলার কোন-কোন উপজেলার উপরে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

রংপুর বিভাগ: আজ বুধবার সকাল ১০ টার পর থেকে বিকেল ৫ টার মধ্যে পঞ্চগড়, নীলফামারী ও লালমনিরহাট জেলার সীমান্তবর্তী উপজেলাগুলোর উপর বৃষ্টিপাতের সামান্য সম্ভাবনা দেখা যাচ্ছে।

চট্টগ্রাম বিভাগ: আজ বুধবার সকাল ১০ টার পর থেকে বিকেল ৫ টার মধ্যে চট্টগ্রাম, কক্সবাজার, বান্দরবন, রাঙ্গামাটি, খাগড়াছড়ি, নোয়াখালী, ফেনী, কুমিল্লা, ব্রাক্ষমণবাড়িয়া জেলার উপর দিয়ে হালকা বৃষ্টি অতিক্রম করার সম্ভাবনা রয়েছে।

ঢাকা বিভাগ: আজ বুধবার দুপুর ১২ টার পর থেকে সন্ধ্যা ৭ টার মধ্যে কিশোরগঞ্জ ও গাজীপুর জেলার কোন-কোন উপজেলার উপরে বিচ্ছিন্ন ভাবে অল্প সময়ের জন্য বজ্র সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। ফরিদপুর, মাদারীপুর, শরিয়তপুর, গোপালগঞ্জ জেলার উপর খুব হালকা পরিমাণ বৃষ্টির সম্ভাবনা রয়েছে সকাল ১০ টার পর থেকে দুপুর ৩ টার মধ্যে।

রাজশাহী বিভাগ: আজ রাজশাহী বিভাগের জেলাগুলোর উপর বৃষ্টির সম্ভাবনা অপেক্ষাকৃত কম। তবে বিকেল ৪ টার পর থেকে সন্ধ্যা ৭ টার মধ্যে পাবনা, রাজশাহী ও চাপাই নবাবগঞ্জ জেলার কোন কোন উপজেলার উপর বজ্রপাত সহ হালকা বৃষ্টি হতে পারে খুবই অল্প সময়ের জন্য।

পশ্চিমবঙ্গের উপর বৃষ্টিপাত পূর্বাভাস:

আজ বুধবার পশ্চিমবঙ্গের উত্তরের দার্জিলিং, শিলিগুড়ি, কুচবিহার জেলার উপর বজ্রপাত সহ হালকা থেকে মাঝারি মানের বৃষ্টির সম্ভাবনা রয়েছে সকাল ৯ টার পর থেকে দুপুর ৩ টার মধ্যে। আজ পশ্চিমবঙ্গের দক্ষিণ-পশ্চিমদিকের জেলাগুলোর উপর বিশেষ করে মেদনিপুর, আসানসোল, তারাপীঠ ইত্যাদির উপর সকাল ১১ টার পর থেকে বিকেল ৫ টার মধ্যে হালকা পরিমাণ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

Related Post