সিলেট ও ময়মনসিংহ বিভাগে ভারি বৃষ্টির সম্ভাবনা ১০, ১১ ও ১২ ই জুলাই রাতে।
সিলেট, সুনামগঞ্জ, ও নেত্রকোনা জেলার ভারতীয় সীমান্তবর্তী উপজেলাগুলোর উপরে আজ সন্ধ্যার পর থেকে আগামীকাল সকাল পর্যন্ত একটানা মাঝারী থেকে ভারি বৃষ্টির প্রবল সম্ভাবনা রয়েছে। এই বৃষ্টি আগামী আজ রাত থেকে শুরু করে আগামী ৩ দিন প্রত্যেকদিন রাতে অব্যাহত থাকার প্রবল সম্ভাবনা রয়েছে। ফলে সুনামগঞ্জ জেলার সুরমা নদীর পানির উচ্চতা আবারও বৃদ্ধি পাওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে।
আজ বিকেল ৫ টার পর থেকে রাত ১০ টা পর্যন্ত সিলেট বিভাগের সকল জেলার উপর দিয়ে মাঝারি থেকে ভারি বৃষ্টিপাত অতিক্রম করার প্রবল সম্ভাবনা রয়েছে।