একটি বেসরকারি আবহাওয়া পূর্বাভাস ওয়েবসাইট যা বাংলা ভাষায় আবহাওয়া পূর্বাভাস প্রদান করে থাকে একাধিক আবহাওয়া পূর্বাভাস মডেল, কৃত্রিম ভূ-উপগ্রহ ও রাডার থেকে প্রাপ্ত তথ্য বিশ্লেষণের মাধ্যমে।

ঘূর্ণিঝড়

শুক্রবারের (জুলাই ৭, ২০২৩) দেশব্যাপী বৃষ্টিপাত, বজ্রপাত ও বন্যা পূর্বাভাস

Blog Image
Email : 4714k 12k

শুক্রবারের (জুলাই ৭, ২০২৩) দেশব্যাপী বৃষ্টিপাত, বজ্রপাত ও বন্যা পূর্বাভাস

আজ শুক্রবার (জুলাই ৭, ২০২৩) বিকেল ৪ টার পর থেকে শনিবার সকাল ৬ টার মধ্যে দেশের ৮ টি বিভাগের বিভিন্ন জেলার উপরে বিভিন্ন সময়ে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃষ্টিপাতের সম্ভাবনা অপেক্ষাকৃত বেশি বরিশাল, খুলনা বিভাগের উপকূলীয় এলাকার জেলাগুলোর উপর ও রংপুর বিভাগের উত্তর-পশ্চিম দিকের জেলাগুলোর উপর।

এছাড়া ঢাকা বিভাগের কিশোরগঞ্জ, চট্টগ্রাম বিভাগের ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা, নোয়াখালী; ফেনী, চাঁদপুর, বরিশাল বিভাগের বরগুনা, পিরোজপুর, ও খুলনা বিভাগের খুলনা, বাগেরহাট, কুষ্টিয়া, রাজশাহী বিভাগের পাবনা, জেলার উপর হালকা থেকে মাঝারি মানের বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে।

সিলেট বিভাগে বন্যার আপডেট:

মঙ্গলবার সকাল ৭ টার পর থেকে আজ শুক্রবার সকাল ৭ টা পর্যন্ত গত ৭২ ঘন্টায় ময়মনসিংহ ও সিলেট বিভাগের সীমান্তবর্তী জেলাগুলো ও মেঘালয় পর্বতের উপর বৃষ্টিপাত ক্রমাগত ভাবে কম হচ্ছে যে কারণে সুনামগঞ্জ জেলার প্রধান-প্রধান নদীতীগুলোর পানির উচ্চতা কমা শুরু করেছে। আব হাওয়া পূর্বাভাস মডেল অনুসারে আগামী ৩ দিন ভার বৃষ্টি হওয়ার সম্ভাবনা খুবই কম। ফলে আপাত ভাবে সিলেট বিভাগের জেলাগুলোর উপরে বড় মানের কোন বন্যা হওয়ার কোন সম্ভাবনা দেখা যাচ্ছে না।

ছবি: বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র হতে প্রাপ্ত বাংলাদেশের নদ-নদীগুলোর পানি-প্রবাহের সর্বশেষ চিত্র। (জুলাই ৭, ২০২৩)


ঢাকা শহরে বৃষ্টিপাতের সম্ভাবনা:

আজ শুক্রবার বিকেল ৪ টার পর থেকে আগামী কাল শনিবার সকাল পর্যন্ত ঢাকা শহরের উপর বৃষ্টিপাতের সম্ভবান অপেক্ষা কৃত কম। তবে ঢাকা শহরের আশপাশের জেলাগুলোর উপর বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

আজ শুক্রবার (জুলাই ৭, ২০২৩) বিভিন্ন বিভাগের জেলাগুলোর উপর বৃষ্টিপাতের সম্ভব্য সময় ও বৃষ্টিপাতের পরিমাণ নিম্নরূপ:

১) খুলনা বিভাগ: আজ শুক্রবার সকাল থেকে খুলনা বিভাগের অনেক জেলায় হালকা থেকে মাঝারি মানের বৃষ্টি হয়েছে। আজ দিনের অবশিষ্ট সময় থেকে শুরু করে আগামীকাল সকাল এর মধ্যে খুলনা বিভাগের খুলনা, সাতক্ষীরা, বাগেরহাট, জেলার উপরে বৃষ্টির সম্ভাবনা প্রবল।

২) চট্টগ্রাম বিভাগ: আজ শুক্রবার বিকেল ৪ টার পর থেকে রাত ২ টার মধ্যে চট্টগ্রাম, পার্বত্যচট্টগ্রামের সকল জেলা ও কক্সবাজার জেলার উপরে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টির প্রবল সম্ভাবনা রয়েছে।

৩) বরিশাল বিভাগ: আজ শুক্রবার বিকেল ৪ টার পর থেকে আগামীকাল ভোর ৬ টার মধ্যে বরিশাল বিভাগের পিরোজপুর, বরগুনা, ঝালকাঠি, ও পটুয়াখালী জেলার উপর দিয়ে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টি ও বজ্রপাত অতিক্রম করার প্রবল সম্ভাবনা দেখা যাচ্ছে।

৪) রাজশাহী বিভাগ: আজ শুক্রবার রাজশাহী, পাবনা, সিরাজগঞ্জ, চাঁপাইনবাবগঞ্জ, জয়পুরহাট, বগুড়া, ও নওগাঁ, জেলার উপর হালকা থেকে মাঝারি মানের বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

৫) ময়মনসিংহ বিভাগ: আজ শুক্রবার বিকেল ৪ টার টার পর থেকে মধ্যরাত্রির মধ্যে জামালপুর, শেরপুর, ও ময়মনসিংহ জেলার উপর হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। রাত ৮ টার পর থেকে ১০ টার মধ্যে নেত্রকোনা জেলার উপর হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

৬) রংপুর বিভাগ: আজ শুক্রবার রংপুর বিভাগের উত্তর-পশ্চিম দিকের জেলাগুলোর উপর বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বৃষ্টির সম্ভাবনা অপেক্ষাকৃত বেশি পঞ্চগড়, লালমনিরহাট, কুড়িগ্রাম, ও গাইবান্ধা জেলার উপর হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাতের কিছু সম্ভাবনা রয়েছে।

৭) সিলেট বিভাগ: আজ শুক্রবার বিকেল ৪ টার পর থেকে রাত ১০ টার মধ্যে সুনামগঞ্জ ও সিলেট জেলায় হলকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বিকেল ৬ টার পর থেকে রাত ১২ টার মধ্যে হবিগঞ্জ ও মৌলভীবাজার জেলার উপরও দিয়ে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টি অতিক্রম করার সম্ভাবনা রয়েছে।

৮) ঢাকা বিভাগ: আজ শুক্রবার বিকেল ৪ টার পর থেকে আগামীকাল শনিবার ভোর ৬ টার মধ্যে ঢাকা বিভাগের পদ্মানদীর দক্ষিণ পাশের জেলাগুলোর উপর বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে বিচ্ছিন্ন ভাবে কোন কোন জেলায় বিশেষ করে মুন্সিগন্জ, নরসিংদী, নারায়ণগঞ্জ, টাঙ্গাইল, কিশোরগঞ্জ ও গাজীপুর জেলার উপর হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিকেল ৬ টার পর থেকে সকাল ৬ টার মধ্যে।


পশ্চিমবঙ্গের উপর বৃষ্টিপাত পূর্বাভাস:

আজ শুরুবার পশ্চিমবঙ্গের সকল জেলার উপরে বৃষ্টিবাহী মেঘের উপস্থিত দেখা যাচ্ছে। পশ্চিমবঙ্গ ও ঝাড়-খন্ড রাজ্যের সীমান্তে অবস্থিত জেলাগুলোর উপরে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে বিকেল ৪ টার পর থেকে রাত ১২ টার মধ্যে।

ছবি: জাপানের কৃত্রিম ভূ-উপগ্রহ থেকে বিকেল ৪ টার সময় প্রাপ্ত মেঘের চিত্র। বাংলাদেশ, ভারত, নেপাল, ভুটানের উপর ঘন-কালো মেঘের উপস্থিত দেখা যাচ্ছে যে মেঘ থেকে মাঝারি থেকে ভারি বৃষ্টির প্রবল সম্ভাবনা রয়েছে হিমালয় পর্বতের পাদদেশে অবস্থিত এলাকাগুলোর উপরে।

Related Post