একটি বেসরকারি আবহাওয়া পূর্বাভাস ওয়েবসাইট যা বাংলা ভাষায় আবহাওয়া পূর্বাভাস প্রদান করে থাকে একাধিক আবহাওয়া পূর্বাভাস মডেল, কৃত্রিম ভূ-উপগ্রহ ও রাডার থেকে প্রাপ্ত তথ্য বিশ্লেষণের মাধ্যমে।

ঘূর্ণিঝড়

মঙ্গলবারের (জুলাই ৪, ২০২৩) দেশব্যাপী বৃষ্টিপাত, বজ্রপাত ও সিলেট বিভাগে বন্যা পূর্বাভাস

Blog Image
Email : 79118k 12k

মঙ্গলবারের (জুলাই ৪, ২০২৩) দেশব্যাপী বৃষ্টিপাত, বজ্রপাত ও সিলেট বিভাগে বন্যা পূর্বাভাস

আজ মঙ্গলবার (জুলাই ৪, ২০২৩) দুপুর ১২ টার পর থেকে রাত ৮ টার মধ্যে রাজশাহী, ময়মনসিংহ, ও সিলেট বিভাগের বেশিভাগ জেলায় মাঝারী থেকে ভারি বৃষ্টির প্রবল সম্ভাবনা দেখা যাচ্ছে। এছাড়া ঢাকা বিভাগের কিশোরগন্জ, চট্রগ্রাম বিভাগের ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা, নোয়াখালী; বরিশাল বিভাগের সকল জেলা ও খুলনা বিভাগের খুলনা ও বাগেরহাট জেলার উপর দুপুর ১ টার পর থেকে বিকেল ৬ টার মধ্যে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে।

সিলেট বিভাগে বন্যার আপডেট:

গত ৪ দিন থেকে একনাগাড়ে ময়মনসিংহ ও সিলেট বিভাগের সীমান্তবর্তী জেলাগুলো ও মেঘালয় পর্বতের উপর মাঝারি থেকে ভারি বৃষ্টিপাতের কারণে সিলেট বিভাগের জেলাগুলোর নদীগুলোর পানির উচ্চতা বৃদ্ধি পেয়ে গতকাল সোমবার থেকে বিপদসীমার উপর দিয়ে অতিক্রম করা শুরু করেছে। আজ মঙ্গলবার দিনের বিভিন্ন সময় ময়মনসিংহ ও সিলেট বিভাগের সীমান্তবর্তী জেলাগুলো ও মেঘালয় পর্বতের উপর হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাত হওয়ার যথেষ্ট সম্ভাবনা রয়েছে। ফলে আজ মঙ্গলবারও সুনামগন্জ জেলার অনেক উপজেলার প্রধান-প্রধান নদীতীরবর্তী এলাকাগুলো বন্যার পানিতে প্লাবিত হওয়ার প্রবল সম্ভাবনা দেখা যাচ্ছে।

ছবি: বন্যা পূর্বাভাস ও সতর্কিকরণ কেন্দ্র হতে প্রাপ্ত বাংলাদেশের নদ-নদীগুলোর পানি-প্রবাহের সর্বশেষ চিত্র। (জুলাই ৪, ২০২৩)

 

ঢাকা শহরে বৃষ্টিপাতের সম্ভাবনা:

আজ মঙ্গলবার ঢাকা শহরের উপর বৃষ্টিপাতের সম্ভবান অপেক্ষা কৃত কম। তবে ঢাকা শহরের আশ-পাশের জেলা শহরগুলোর উপর হালকা থেকে মাঝারি মানের বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে দুপুর ২ টার পর থেকে বিকেল ৬ টার মধ্যে।

আজ মঙ্গলবার (জুলাই ৪, ২০২৩) বিভিন্ন বিভাগের জেলাগুলোর উপর বৃষ্টিপাতের সম্ভব্য সময় ও বৃষ্টিপাতের পরিমাণ নিম্নরূপ:

১) রাজশাহী বিভাগ: আজ মঙ্গলবার দুপুর ২ টার পর থেকে বিকেল ৬ টার মধ্যে রাজশাহী বিভাগের জেলাগুলোর উপর হালকা থেকে মাঝারি মানের বৃষ্টি হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। ভারি বৃষ্টিপাতের সম্ভাবনা অপেক্ষাকৃত বেশি চাঁপাইনবাবগঞ্জ, বগুড়া, নওগাঁ, ও সিরাজগঞ্জ জেলার উপর।

২) ময়মনসিংহ বিভাগ: আজ মঙ্গলবার দুপুর ১ টার পর থেকে বিকেল ৬ টার মধ্যে ময়মনসিংহ বিভাগের জেলা গুলোর উপর মাঝারি থেকে ভারি বৃষ্টিপাতের প্রবল সম্ভাবনা রয়েছে। বিশেষ করে শেরপুর ও নেত্রকোনা জেলার উপর দুপুর ১ টার পর থেকে বিকেল ৫ টার মধ্যে ভারি বৃষ্টিপাতের প্রবল সম্ভাবনা রয়েছে। দুপুর ২ টার পর থেকে বিকেল ৬ টার মধ্যে জামালপুর ও ময়মনসিংহ জেলার উপর হালকা থেকে মাঝারি মানের বৃষ্টির সম্ভবনা রয়েছে।

৩) রংপুর বিভাগ: আজ মঙ্গলবার আজ দুপুর ১২ টার পর থেকে রাত ১২ টার মধ্যে রংপুর বিভাগের প্রায় সকল জেলার উপর মাঝারি থেকে ভারি বৃষ্টির প্রবল সম্ভাবনা রয়েছে। আজ দুপুর ১২ টার পর থেকে বিকেল ৫ টার মধ্যে পন্বচগড়, লালমনিরহাট, কুড়িগ্রাম, ও গাইবান্ধা জেলার উপর মাঝারি থেকে ভারি বৃষ্টিপাতের প্রবল সম্ভাবনা রয়েছে। রংপুর বিভাগের জেলাগুলোর আকাশ আজ সারাদিন মেঘলা থাকবে ও দিনে একাধিকবার বৃষ্টিপাতের প্রবল সম্ভাবনা রয়েছে।

৪) সিলেট বিভাগ: আজ মঙ্গলবার দুপুর ২ টার পর থেকে বিকেল ৬ টার মধ্যে সুনামগন্জ ও সিলেট জেলায় মাঝারি থেকে ভারি মানের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। দুপুর ৩ টার পর থেকে রাত ১০ টার মধ্যে হবিগঞ্জ ও মৌলভীবাজার জেলার উপরও দিয়ে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টি অতিক্রম করার সম্ভাবনা রয়েছে।

৫) ঢাকা বিভাগ: আজ মঙ্গলবার ঢাকা বিভাগের জেলাগুলোর উপর বৃষ্টিপাতের সম্ভাবনা অপেক্ষাকৃত কম। তবে বিচ্ছিন্ন ভাবে কোন কোন জোলায় খুব অল্প সময়ের জন্য হালকা মানের বৃষ্টি হতে পারে। বিশেষ করে মুন্সিগন্জ, নরায়নগন্জ, নরসিংদী, টাঙ্গাইল, কিশোরগঞ্জ ও গাজিপুর জেলার উপর হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

৬) খুলনা বিভাগ: আজ মঙ্গলবার খুলনা বিভাগের উপকূলীয়ে এলাকার জেলাগুলোর উপর হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে দুপুর ১ টার পর থেকে বিকেল ৬ টার মধ্যে। বিশেষ করে খুলনা ও বাগেরহাট জেলার উপরে।

৭) চট্টগ্রাম বিভাগ: আজ মঙ্গলবার বিকেল ৫ টার পর থেকে রাত ১২ টার মধ্যে চট্রগ্রাম, পারবত্যচট্রগ্রামের সকল জেলা ও কক্সবাজার জেলার উপরে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টির প্রবল সম্ভাবনা রয়েছে। এছাড়া চট্টগ্রাম বিভাগের নোয়াখালী, ফেনী, কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া জেলায় দুপুর ২ টার পর থেকে সন্ধার মধ্যে হালকা মানের বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

৮) বরিশাল বিভাগ: আজ মঙ্গলবার বরিশাল বিভাগের পিরোজপুর, বরগুনা, ঝালকাঠি, ও পটুয়াখালি জেলার উপর দিয়ে দুপুর ১ টার পর থেকে বিকেল ৫ টার মধ্যে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টি ও বজ্রপাত অতিক্রম করার প্রবল সম্ভাবনা দেখা যাচ্ছে।


পশ্চিমবঙ্গের উপর বৃষ্টিপাত পূর্বাভাস:

আজ মঙ্গলবার পশ্চিমবঙ্গের উত্তরের জেলাগুলো বিশেষ করে উত্তর দিনাজপুর, দার্জিলিং, শিলিগুড়ি ও কুচবিহার জেলার উপর বজ্রপাত সহ হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাতের প্রবল সম্ভাবনা রয়েছে দুপুর ১২ টার পর থেকে সন্ধার মধ্যে। রাত ১০ টার পরে থেকে ভোর পর্যন্ত আবারও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এই সকল জেলার উপরে। আজ পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলোতে বৃষ্টিপাতের সম্ভাবনা অপেক্ষাকৃত কম।

 


ছবি: জাপানের কৃত্রিম ভূ-উপগ্রহ থেকে দুপুর ১২ টার সময় প্রাপ্ত মেঘের চিত্র। বাংলাদেশ, ভারত, নেপাল, ভুটানের উপর ঘন-কালো মেঘের উপস্হিত দেখা যাচ্ছে যে মেঘ থেকে মাঝারি থেকে ভারি বৃষ্টির প্রবল সম্ভাবনা রয়েছে হিমালয় পর্বতের পাদদেশে অবস্হিত এলাকাগুলোর উপরে।

ছবি: জাপানের কৃত্রিম ভূ-উপগ্রহ থেকে দুপুর ১২ টার সময় প্রাপ্ত মেঘের শীর্ষের তাপমাত্রার চিত্র। যে স্হানে মেঘের তাপমাত্রা যত বেশি ঋনাত্নক সেই স্হানে মেঘের উচ্চতা তত বেশি ও ঐ স্হানে বৃষ্টিপাতের সম্ভাবনা তত বেশি। বাংলাদেশ, ভারত, নেপাল, ভুটানের উপর ঘন-কালো মেঘের উপস্হিত দেখা যাচ্ছে যে মেঘ থেকে মাঝারি থেকে ভারি বৃষ্টির প্রবল সম্ভাবনা রয়েছে হিমালয় পর্বতের পাদদেশে অবস্হিত এলাকাগুলোর উপরে।

Related Post