একটি বেসরকারি আবহাওয়া পূর্বাভাস ওয়েবসাইট যা বাংলা ভাষায় আবহাওয়া পূর্বাভাস প্রদান করে থাকে একাধিক আবহাওয়া পূর্বাভাস মডেল, কৃত্রিম ভূ-উপগ্রহ ও রাডার থেকে প্রাপ্ত তথ্য বিশ্লেষণের মাধ্যমে।

আবহাওয়ার পূর্বাভাস

হ্যারিকেন মেলিসা প্রায় ৩২৫ কিলোমিটার/ঘন্টা গতিবেগে জ্যামেইকা দ্বীপে আঘাতের আশংকা

Blog Image
Email : 58k 12k

হ্যারিকেন মেলিসা প্রায় ৩২৫ কিলোমিটার/ঘন্টা গতিবেগে জ্যামেইকা দ্বীপে আঘাতের আশংকা   

বিশ্বাস করুন আর নাই করুন, হ্যারিকেন মেলিসার কারণে সৃষ্ট দমকা বাতাসের গতি উঠতেছে ৪৬৩ কিলোমিটার। হারিকেন মেলিসার কেন্দ্রে বাতাসের গতিবেগ রেকর্ড করা হয়েছে ঘন্টায় ৩২৪ কিলোমিটার। আটলান্টিক মহাসাগরের ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জের জ্যামেইকা দ্বীপে ক্যাটেগরি ৫ মানের হ্যারিকেন মেলিসা সরাসরি আঘাত করার প্রবল আশংকা করা যাচ্ছে আজ সোমবার (২৭ শে অক্টোবার, ২০২৫) দিবাগত রাতে। 

স্থল ভাগে আঘাতের সময়  হ্যারিকেন মেলিসা বাতাসের গতিবেগ ঘন্টায় ৩০০ কিলোমিটারের বেশি থাকার আশংকা করা যাচ্ছে। হ্যারিকেন মেলিসা যদি এই গতিবেগে ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জের জ্যামেইকা দ্বীপে আঘাত করে তবে এটি হবে এই দ্বীপের ইতিহাসে সবচেয়ে শক্তিশালী হ্যারিকেন। 

Related Post