ক্যাটেগরি ৫ মানের হ্যারিকেন মেলিসা ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জের জ্যামেইকা দ্বীপে আঘাত করার আশংকা
আটলান্টিক মহাসাগরের ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জের জ্যামেইকা দ্বীপে ক্যাটেগরি ৫ মানের হ্যারিকেন মেলিসা সরাসরি আঘাত করার প্রবল আশংকা করা যাচ্ছে আগামী মঙ্গলবার। স্থল ভাগে আঘাতের সময় হ্যারিকেন মেলিসা বাতাসের সর্বনিম্ন গতিবেগ ঘন্টা ২৫২ কিলোমিটারের বেশি থাকার আশংকা করা যাচ্ছে। যদি হ্যারিকেন মেলিসা ক্যাটেগরি ৫ মানের হ্যারিকেন হিসাবে ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জের জ্যামেইকা দ্বীপে আঘাত করে তবে এটি হবে এই দ্বীপের ইতিহাসে সবচেয়ে শক্তিশালী হ্যারিকেন।

