শনিবার দিবা-গতরাতের বৃষ্টিপাত ও বজ্রপাত পূর্বাভাস
চট্রগ্রাম বিভাগ: প্রায় সকল জেলার উপরে বৃষ্টির সম্ভাবনা রয়েছে আজ রাতে। তবে চট্রগ্রাম, রাঙ্গামাটি, কক্সবাজার, খাগড়াছড়ি, বান্দরবন জেলার উপরে বজ্রপাত সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে আজ রাতে।
বরিশাল বিভাগ: বরিশাল বিভাগের বিভিন্ন জেলার উপরে হালকা মানের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আজ রাতে।
সিলেট বিভাগ: সিলেট বিভাগের সকল জেলার উপরে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আজ রাতে। তবে কোন জেলার সকল উপজেলার উপরে বৃষ্টিপাত নাও হতে পারে।
ঢাকা বিভাগ: দুই-একটি জেলার উপরে খুব হালকা পরিমাণে (গুড়ি-গুড়ি) বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আজ রাতে।
ময়মনিসংহ বিভাগ: ময়মনিসংহ ও নেত্রকোনা জেলার কোন-কোন উপজেলার উপরে খুব হালকা পরিমাণে (গুড়ি-গুড়ি) বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আজ রাতে।
রাজশাহী বিভাগ: বগুড়া, নওগাঁ, জয়পুরহাট জেলার কোন-কোন উপজেলার উপরে খুব হালকা পরিমাণে (গুড়ি-গুড়ি) বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আজ রাতে।
রংপুর বিভাগ: গাইবান্ধা, দিনাজপুর ও রংপুর জেলার কোন-কোন উপজেলার উপরে খুব হালকা পরিমাণে (গুড়ি-গুড়ি) বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আজ রাতে।
খুলনা বিভাগ: কুষ্টিয়া, মেহেরপুর, চুয়াডাঙ্গা জেলার কোন-কোন উপজেলার উপরে খুবই হালকা পরিমাণে (গুড়ি-গুড়ি) বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।