শুক্রবার দিবা-গতরাতের বৃষ্টিপাত ও বজ্রপাত পূর্বাভাস
আজ রাত ১ টা বেজে ৩০ মিনিটের পর থেকে শনিবার সকাল ৮ টার মধ্যে সিলেট, চট্রগ্রাম, ময়মনিসংহ, ঢাকা, রাজশাহী ও রংপুর বিভাগের বিভিন্ন জেলার উপর দিয়ে হালকা বজ্রপাত সহ হালকা থেকে মাঝারি মানের বৃষ্টি অতিক্রমের আশংকা করা যাচ্ছে। বিশেষ করে নিম্নলিখিত জেলাগুলোর উপরে বৃষ্টির আশংকা করা যাচ্ছে।
সিলেট  বিভাগ: মৌলভীবাজার, হবিগঞ্জ ও সুনমাগন্জ [কোন-কোন উপজেলা]
ঢাকা বিভাগ: কিশোরগঞ্জ, গাজীপুর [কোন-কোন উপজেলা] 
ময়মনিসংহ বিভাগ: ময়মনিসংহ, নেত্রকোনা, শেরপুর, জামালপুর [কোন-কোন উপজেলা] 
রাজশাহী বিভাগ: বগুড়া, সিরাজগঞ্জ, নওগাঁ, জয়পুরহাট, চাঁপাইনবাবগঞ্জ [কোন-কোন উপজেলা]
রংপুর বিভাগ: গাইবান্ধা, দিনাজপুর [কোন-কোন উপজেলা] 

